গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। এর পাশাপাশি সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা। তার জেরে গোটা বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রায় সপ্তাহভর এই আবহাওয়া থাকবে। শনিবার সকাল থেকেই শহরে বৃষ্টি। হালকা হাওয়াও বইছে। হাওয়া অফিস জানিয়েছে, দিনভরই মেঘলা থাকবে শহরের আকাশ। আজ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।সোমবার নতুন নিম্নচাপ দানা বাঁধলে শহরে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন