'অপারেশন সিঁদুরে' গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। চিনিয়ে দেন একের পর এক সীমান্তপারের পাক জঙ্গিঘাঁটিগুলিকে। 'র'-এরই আকাশ-নজরদারি শাখা 'অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার'-এর দায়িত্বপ্রাপ্ত সেই পরাগ জৈন এবার ভারতীয় গুপ্তচর সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং' (র)-এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, নতুন 'র' প্রধান হচ্ছেন। ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন পরাগ। জানা গিয়েছে, পরাগের নাম প্রস্তাব করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে একাধিক সাফল্যই তাঁকে 'র' প্রধানের পদে পৌঁছে দিল বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন