মহারাষ্ট্রের পরে এবার ত্রিপুরা রাজনীতিতেও অঙ্কে বদল আসতে চলেছে। মহারাষ্ট্রে দীর্ঘ ২০ বছরের শত্রুতা ভুলে একমঞ্চে হাজির হয়েছেন উদ্ধব ঠাকরে ও তাঁর তুতো ভাই রাজ ঠাকরে। আর এদিকে ত্রিপুরা রাজনীতিতেও এসেছে নতুন ক্লাইম্যাক্স। বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার ঘোষণা করেছে তিপ্রামথা। শুক্রবার এই কথা জানিয়ে দিয়েছেন তিপ্রামথা বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা।
রঞ্জিত জানিয়েছেন,প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার সিদ্ধান্ত অনুযায়ীই তিনি এই ঘোষণা করলেন। শুধু তাই নয়, জানা গিয়েছে, বিজেপির সাংসদ কৃতী দেববর্মণও ইস্তফা দেবেন সাংসদ পদ থেকে। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল ৩৩ আসন, তিপ্রামোথা পায় ১৩ আসন, আইপিএফটি পায় ১ আসন। বাম কংগ্রেস জোট পায় ১৩ আসন। নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির সাথে জোটে আসে তিপ্রামোথা। যদিও বর্তমানে রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে উভয়ের মধ্যে। এদিন তারই রেশ ধরে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে তিপ্রামোথা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন