আমেরিকায় গ্রেপ্তার হলেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল মোদি। তাঁকে প্রত্যর্পণে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করেছিল ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি! অনেকে অনে করছেন, সেই কারণেই নীরবের ভাইকে গ্রেপ্তারে তৎপর হয় হোয়াইট হাউস। উল্লেখ্য, দাদার মতোই নেহালের বিরুদ্ধেও দেশে বিরাট অঙ্কের প্রতারণার মামলা রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত ৪৬ বছরের নেহালও। তিনি বর্তমানে বেলজিয়ামের নাগরিক। জানা গিয়েছে, শুক্রবার ৪ জুলাই তাঁকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। সিবিআই এবং ইডির প্রত্যার্পণের অনুরোধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। এর পরেই নেহালকে গ্রেপ্তার করা হল। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালত পরবর্তী শুনানি রয়েছে। মনে করা হচ্ছে, খুব শিগগির নীরব মোদির ভাইয়ের ভারতে প্রত্যর্পণ সম্ভব হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন