বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলিবাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ বঙ্গ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। তবে এর পরেই সৃজনের হুংকার, "মিছিল এগোবেই।" ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অশান্তি চলছে গোটা দেশে। বাদ যায়নি বাংলাও। একাধিক জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা। আটকানো হয় বাসও। এদিন সকালে যাদবপুর থেকে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। টায়ার জ্বালানো হয় রাস্তায়। গাঙ্গুলিবাগান এলাকায় মিছিল আটকায় পুলিশ। তখনই সৃজনের সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে পৌঁছয়। সৃজনকে ধরে টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ। তাঁর হাটে চোট লাগে, ছেঁড়ে জামা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন