ফের বিমান দুর্ঘটনা ! এবার রাজস্থানের চুরুতে ভেঙে পড়ল ভারতের বিমানবাহিনীর একটি বিমান। রাজস্থানের চুরুতে বায়ুসেনার ওই যুদ্ধবিমান ভেঙে পড়ে আজ, বুধবার। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃতদেহটি বিমানের পাইলটের বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি আরও এক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে এদিন। ধ্বংসাবশেষের মধ্যেই একজনের মৃতদেহ মেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন দুপুরে হঠাৎ মাঝ আকাশে বিকট শব্দ শোনা যায়। তারপরই সামনের ক্ষেত থেকে কালো ধোঁয়া ও আগুন উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা যখন দৌড়ে ঘটনাস্থলে পৌঁছন, তখন দেখেন সম্পূর্ণভাবেই জ্বলে গিয়েছে বিমানটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন