শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণের পরে বহু বছর পরে বিজেপির সল্টলেকের অফিসে পা রাখতে দেখা গিয়েছিল বিতর্কিত বিজেপি নেতা দিলীপ ঘোষকে। অবশেষে দেখা গিয়েছিল ঐক্যবদ্ধ বঙ্গ বিজেপির ছবি। এমন আবহে ফের চর্চায় দিলীপ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ফের ইতিবাচক মন্তব্য করতে দেখা গেল তাঁকে। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ বললেন, "সমস্যাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন।"
একুশের মঞ্চে তৃণমূলে যোগদানের জল্পনায় জল ঢেলে গত মঙ্গলবার সল্টলেকের বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে হাত মিলিয়ে এসেছিলেন দিলীপ। জানিয়েছিলেন, যাঁরা গল্প বানানোর তাঁরা বানাবেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। এরপরেই উল্লেখযোগ্য ভাবে সস্ত্রীক দিল্লি রওনা দেন তিনি।
উদ্দেশ্য বিজেপির 'বড় নেতার' সঙ্গে সাক্ষাৎ। তা নিয়েও শুরু হয় জল্পনা। অনেকেই মনে করেন বাংলার বাইরে হয়ত বড় কোনও দায়িত্বে দেখা যাবে দিলীপকে৷ সেই জন্যেই 'ডাক'। এবার দিল্লিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও আরও একবার বিতর্ক উস্কে দিলেন খোদ দিলীপ ঘোষ। গত বুধবার দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরনোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে প্রশ্ন করা হয়, "আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পরে দল অস্বস্তিতে পড়েছিল?ক" উত্তরে দিলীপ বলেন, "আমি তো সবার প্রশংসা করি৷ দেখেছেন আমায় কখনও বিনা কারণে কারও বিরুদ্ধে কোনও কথা বলতে? কারও সাথে আমার শত্রুতা নেই, প্রশংসা করব না কেন?..প্রশংসা করিনি, আমি বলেছি যে, যারা এত বড় বড় কথা বলছে তাদের নামেও তো কেস আছে, আক যাকে নিয়ে এত চর্চা, তার নামে কেস নেই। যার নামে কেস নেই, তার সাথে বসলে আমি খারাপ হয়ে যাব?" এরপরেই দিলীপ জানান, দিঘায় মমতার সঙ্গে দেখা করায় দলের কর্মীরা অস্বস্তিতে ছিলেন না, 'কয়েকজন' অস্বস্তিতে ছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেন 'গুরুত্ব' দিয়েছেন ভেবে তাঁরা 'কষ্ট' পেয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন