আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আসতে এখনও দিন দশেক বাকি। তবে তার আগেই কমিশনের বড় দাবি। তারা জানিয়েছে, বিহার থেকে অন্ততপক্ষে ৩৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্যে আগের তালিকায় উল্লেখিত ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশের নাম গণনা করা হয়ে গিয়েছে। অর্থাৎ ৬.৬ কোটি ভোটারের বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছে কমিশন। তারা আরও জানিয়েছে, সেই ৬.৬ কোটি ভোটারের মধ্য়ে সম্ভবত ৩৫ লক্ষ ভোটারের নাম নতুন তালিকা থেকে বাদ যেতে পারে। যা মোট সংখ্যা মাত্র ৫ শতাংশ। এই ৩৫ লক্ষ ভোটারের মধ্য়ে ১২.৫ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। বাকি ১৭.৫ লক্ষ বিহার, যা মোট পরিসংখ্য়ানের ২.২ শতাংশ। তারা বিহার ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছেন। আরও ৫.৫ লক্ষ ভোটার অস্থায়ী ভাবে বিহারের বাইরে রয়েছেন।
এই প্রসঙ্গে কমিশন আরও জানিয়েছে, এই ভোটার তালিকার একটা খসড়া আগামী পয়লা আগস্ট প্রকাশ করা হবে। যারা ২৫ জুলাইয়ের আগে নিজেদের নাম ২০০৩-এর তালিকার ভিত্তিতে যাচাই করে ফর্ম জমা দেবেন, একমাত্র তারাই সেই খসড়া তালিকায় জায়গা পাবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন