পৃথিবীর মাটিতে পা-রাখলেন শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ১৮ দিন কাটানোর পর সোমবার শুভাংশুদের ড্রাগন ক্যাপসুল বিকেল ৪টে ১৫ মিনিটে (ভারতীয় সময়) রওনা দেয় সান দিয়েগোর উপকূলের উদ্দেশে। আজ মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে ০১ মিনিটে সান দিয়েগোর উপকূলে সমুদ্রে স্প্ল্যাশডাউন হল শুভাংশুদের ড্রাগন স্পেসক্র্যাফটের। ফিরতে সময় লাগল ২২ঘণ্টা।
যদিও সান দিয়েগোতে এখন রাত। স্থানীয় সময় রাত ২.৩৪ ঘড়ির কাঁটা মিলিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু-সহ তাঁর ৪ সঙ্গী। প্রশান্ত মহাসাগরের বুকে এই মুহূর্তে উদ্ধারকারীরা সমস্তকিছু খুঁটিনাটি পরীক্ষা করছেন। এরপর শুভাংশুরা শারীরিকভাবে সুস্থ রয়েছেন কি না তা পরীক্ষা করা হবে। ক্যাপসুল অবতরণের পর সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তাঁদেরকে স্পেসক্র্যাফট থেকে বের করা হবে। তারপর জলযানে করে নদীর তীরে নিয়ে যাওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন