SSC মামলায় বড় জয় রাজ্যের। বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধি চ্যালেঞ্জ মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাই কোর্ট। তবে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক পরীক্ষায় বসতে পারবে না 'চিহ্নিত অযোগ্য'রা। সুতরাং বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের গত ৩০ মে-র বিজ্ঞপ্তি। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে হাই কোর্টের তরফে জানানো হয়, ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই হবে পরীক্ষা। চাকরির অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নম্বর বিভাজনে যে পরিবর্তন আনা হল, তা চ্যালেঞ্জ করেও মামলা দায়ের হয়। সেই আপত্তি গ্রাহ্য করল না কলকাতা হাই কোর্ট। ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে-র বিজ্ঞপ্তি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির আর কোনও অসুবিধা থাকল না। যদিও আগের নির্দেশ অনুযায়ী, 'চিহ্নিত অযোগ্য'রা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন