আজ, বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে হল না নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি মামলা। মামলা শোনা হল না সুবীরেশ ভট্টাচার্যেরও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি ছিল। যেহেতু বিচারপতি জয়মাল্য বাগচী এই মামলার সঙ্গে কলকাতা হাইকোর্টে যুক্ত ছিলেন এবং আবেদনকারীর জামিনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন, তাই মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, তিনি এই মামলার শুনানি থেকে সরে যাচ্ছেন। বিচারপতি সূর্যকান্তের নির্দেশ, "নতুন বেঞ্চ গঠন করা হোক যেখানে বিচারপতি জয়মাল্য বাগচী যুক্ত নন।" ইতিমধ্যেই অবশ্য ইডি-র করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের মামলার কারণে তাঁর জেলমুক্তি হয়নি। এই মামলা থেকেও জামিন চেয়ে পার্থ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পার্থ-সহ ন-জনের মামলা উঠেছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতিরা এক মত হতে পারেননি। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন