আজ, সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার।দফায় দফায় চলছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে।আর তার জেরেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের বিভিন্ন জেলায়। সেই খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে খবর। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। সেটির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আগামীতে খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন