উপকূলের কাছে হঠাৎই দেখতে পাওয়া যায় নৌকাটিকে। উপকূলরক্ষী বাহিনী খতিয়ে দেখে জানায়, রেভদণ্ডের অনতিদূরে থাকা কোরলাই উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দূরে রয়েছে নৌকাটি। রহস্যজনক নৌকার খবর পেয়েই সতর্ক হয় স্থানীয় পুলিশ-প্রশাসন। দ্রুত উপকূল এলাকায় পৌঁছোয় পুলিশ, বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং উপকূলরক্ষী বাহিনীর সদস্যেরা। তবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটির কাছে পৌঁছোনো সম্ভব হয়নি। রবিবার রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল নিজে সমুদ্রে ভাসতে থাকা নৌকাটির কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য কিছুটা গিয়েই ফিরে আসতে হয় তাঁকে। মনে করা হচ্ছে, ওই নৌকাটিতে কেউ নেই। প্রতিকূল আবহাওয়ায় সেটি কোনও ভাবে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে বলে অনুমান করা হচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ-প্রশাসন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন