চলতি সপ্তাহজুড়েই বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকবে বঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে ইতিমধ্যে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিকে বাড়তি শক্তি জোগাচ্ছে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বৃষ্টি পরিস্থিতির বিষয় নিয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপরে একটি নিম্নচাপ অঞ্চল মঙ্গলবার থেকে রয়েছে। এর সঙ্গে চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে সরবে এবং আগামী দু'দিনে ঝাড়খণ্ড-ছত্তিশগড়ে পৌঁছবে। নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। এ ছাড়াও একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত। পাশাপাশি রাজ্যে মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয়। এর প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি এলাকায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন