দক্ষিণ কলকাতা আইন কলেজে গণধর্ষণের মামলায় এদিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই তদন্ত রিপোর্ট জমা দিল ডিসি এসএসডি (সাউথ সাবার্বান) ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বাধীন সিট। আজ, বৃহস্পতিবার বন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়া হয়। এই রিপোর্টের কপি নির্যাতিতার আইনজীবীকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে সেই কপি কোনওভাবেই সংবাদমাধ্যম বা অন্য কোনও এজেন্সিকে দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। এর সঙ্গে আদালতের নির্দেশ, পরবর্তী তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চার সপ্তাহ পরে জমা দিতে হবে রাজ্যকে। সিটের সঙ্গে কসবা থানার তদন্তকারী অফিসারও এদিন রিপোর্ট জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন