নামের পাশে আর 'ডাক্তার' লিখতে পারবেন না শান্তনু সেন। পারবেন না প্রেসক্রিপশনও লিখতে। বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স দু-বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই 'এফআরসিপি গ্লাসগো' নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু-বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয়।
কাউন্সিলের বক্তব্য, 'এফআরসিপি' ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। 'এফআরসিপি' একটি সাম্মানিক ডিগ্রি। ওই ডিগ্রির ব্যাপারে জানতে গ্লাসগোতে তারা একটি মেলও করেছিল। জানতে চাওয়া হয়েছিল, যাঁদের এই ডিগ্রি রয়েছে, তাঁরা প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু মেলের এখনও কোনও উত্তর আসেনি বলেই জানিয়েছে কাউন্সিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন