ডাবল সেঞ্চুরি করে বিলেতে ক্রিকেট প্রেমীদের 'মন' জিতলেন গিল। এজবাস্টনে ইংরেজ বোলারদের শাসন করলেন ভারত অধিনায়ক। এর পাশাপাশি এশিয়ার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম ডাবল সেঞ্চুরি করে নজির গড়লেন শুভমন গিল।
বুধবার যেখানে শেষ করেছিলেন, বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করেন শুভমন। মধ্যাহ্নভোজের কিছু পরেই টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরানের স্বাদ পান তিনি। ৩১১ বলের ইনিংসে ২টি ওভার বাউন্ডারি ও ২১টি বাউন্ডারির সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে এশিয়ার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে নজির গড়েন শুভমন। এর আগে ২০১১ সালে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের ১৯৩ রান ছিল সর্বোচ্চ।
অধিনায়ক হিসেবে লিডসে টেস্ট অভিষেক হয় শুভমনের। সিরিজের প্রথম টেস্টেই শতরান করে দারুণ শুরু করেন গিল। কিন্তু অল্পের জন্য দেড়শো রান ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। ১৪৭ রানে আউট হওয়ার পর চোখেমুখে ছিল হতাশার ছাপ। কিন্তু দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েন গিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন