মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আগে তাঁকে হারিয়ে দেখাক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শ্রীরামপুরের যে কোনও কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, তাঁর বিরুদ্ধে ভোটে লড়লে বিরোধী দলনেতাকে তিনি হারিয়ে ভূত করে দেবেন।
গত শনিবার শ্রীরামপুরের একটি সভা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায। তৃণমূল সাংসদ বলেন, 'কোনও দিন এরকম রাজনীতিবিদ দেখিনি যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আবার মানুষের মধ্যে ভেদাভেদ করেন। কিন্তু বাংলায় এটা করতে পারবে না।'
এর পরেই শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে কল্যাণ বলেন, 'সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি শ্রীরামপুরের অন্তর্গত কোন কোন বিধানসভায় হেরেছি। আপনি কিছুই জানেন না। শ্রীরামপুরের সাতটা বিধানসভাতেই আমি জিতেছি। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুরের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী চ্যালেঞ্জ নিচ্ছিস। আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ কর। হারিয়ে ভূত করে দেবো। পুরো প্যাক করে পাঠিয়ে দেবো।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন