আইপিএল থেকেই তার ক্রিকেট প্রতিভার পরিচয় পেয়েছে বিশ্ব। এ বার জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিক ভাবে ভাল খেলছে বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তৃতীয় ম্যাচে যে ইনিংসটি খেলেছে তা সমীহ আদায় করে নিয়েছে। ৩১ বলে ৮৬ রান করেছে। একাধিক নজিরও গড়েছে ১৪ বছরের ব্যাটার। যুব দলের এক দিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসাবে ৮০ বা তার বেশি রান করেছে বৈভব। ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান করেছে সে। তার স্ট্রাইক রেট ২৭৭.৪১। সে ভেঙে দিয়েছে ভারতেরই সুরেশ রায়নার নজির। ২০০৪-এ রায়না স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৯০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ২৩৬.৮৪।
অনূর্ধ্ব-১৯ এক দিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজির রয়েছে ঋষভ পন্থের। ২০১৬-য় নেপালের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। বৈভব দু-টি বল বেশি নিয়েছে। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সে ২০ বলে অর্ধশতরান করেছে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪ বলে অর্ধশতরান করেছিল।
বুধবারের ম্যাচে শুরু থেকেই বৈভবের ব্যাট চলছিল। পাওয়ার প্লে কাজে লাগায় ১৪ বছরের ব্যাটার। তার একের পর এক শট গিয়ে পড়ে বাউন্ডারিতে। দেখে মনে হচ্ছিল শতরান করবে বাঁ হাতি ব্যাটার। কিন্তু ৮৬ রান করে আউট হয় সে। ইনিংসে ছ-টা চার ও ন-টা ছক্কা মারে বৈভব। ভারতের জয়ের ভিত গড়ে দেয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন