এজবাস্টনে শতরানের থেকে ১৩ রান দূরে আউট হয়ে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়ালকে। এর সঙ্গে তিনি হাতছাড়া করেছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগের রেকর্ড ভাঙার সুযোগ। তাছাড়াও সুনীল গাভাসকরকেও অল্পের জন্য টপকে যেতে পারেননি তিনি। এর পরেও ৫১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বার্মিংহামের এজবাস্টনে ভারতীয় ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনি ভেঙেছেন সুধীর নায়েকের ৫১ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৪ সালের জুলাইয়ে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫ বলে ৭৭ রান করেছিলেন সুধীর। বুধবার, ২৩ বছর বয়সি এই খেলোয়াড় টি সেশনের আগে ১০৭ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার দিয়ে। এরপর ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তাঁর উইকেট নেন। দ্বিতীয় টেস্টে আর ৯৭ রান করলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০০ রান করে ফেলবেন যশস্বী। যে রেকর্ড ১৯৭৬ সালে গড়েছিলেন সুনীল গাভাসকর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন