নিম্নচাপের প্রভাবে সোমবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। এ বার সেই নিম্নচাপ শক্তি খুইয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। কাজেই বুধবার থেকে তার প্রভাবও কমতে চলেছে রাজ্যে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কমলেও এখনই ঝড়বৃষ্টি থামছে না বঙ্গে। বরং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরেও ভারী বৃষ্টি চলবে। বুধবারও সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। মোটের উপর সারা দিন আকাশ মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সব কারণে বুধবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে রয়েছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন