আনন্দের মাঝেই শোকের আবহ। দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা আসরানি। কৌতুকাভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। শোকস্তব্ধ বলিউড। দীর্ঘ রোগভোগের পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রয়াত অভিনেতার ভাইপো অশোক আসরানি এদিন সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। কৌতুকাভিনেতার প্রকৃত নাম গোবর্ধন আসরানি। ঝুলিতে 'শোলে', 'চুপকে চুপকে', 'মেরে আপনে', 'বাওয়ার্চি', 'অভিমান', 'সরগম'-এর মতো জনপ্রিয় ছবি। সত্তরের দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তাঁর অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তাঁর সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয় জীবনে ইতি ঘটল।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন