বিনোদুনিয়ায় ফের মন খারাপের খবর। আসরানির পর এবার প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা সতীশ শাহ। শনিবার মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সতীশ। বয়স হয়েছিল ৭৪।
পারিবারিক সূত্র থেকে পাওয়া খবর, বহুদিন ধরেই কিডনির সক্রান্ত নানা সমস্যায় ভুগছিলেন অভিনেতা। এমনকী, সম্প্রতি কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারও করেছিলেন সতীশ। তবে দুদিন আগে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, রবিবার অভিনেতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হবে। মূলত থিয়েটারের অভিনেতা ছিলেন। সেখান থেকেই সুযোগ পান সিনেমায়। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি জানে ভি দো ইয়ারোতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সতীশ। রাতারাতিই হয়ে উঠেছিলেন বলিউড ছবির জনপ্রিয় কৌতুক অভিনেতা। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন