এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ানোর পর শনিবার নবান্নে ডাকা হয় জরুরি বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠকের আয়োজন করেন মুখ্য সচিব মনোজ পন্থ। পরে মুখ্যমন্ত্রী নিজেও বৈঠকে যোগ দেন।
এই বৈঠক থেকেই হাসপাতাল গুলির নিরাপত্তা সম্পর্কে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো জোর দেওয়া হয়েছে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টারের দিকে। এছাড়া কর্মী নিয়োগের আগে তাঁদের অতীত কাজের রেকর্ড খুঁটিয়ে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিনি বলেন, "সিভিক ভলান্টিয়ারদের বা নিচু স্তরে যে নিরাপত্তা রক্ষীরা আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত সিসিটিভি গুলো খারাপ হয়েছে সেই গুলো দ্রুত চিহ্নিত করে রিপ্লেস করতে হবে। হাসপাতাল গুলিতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোন রকম খামতি রাখা যাবে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন