সাতসকালে কলকাতায় ভূমিকম্প। কাঁপল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় এই কম্পন। এক্স হ্যান্ডেলে শহর কলকাতার একাধিক বাসিন্দা জানিয়েছেন কম্পন অনুভূত হওয়ার বিষয়টা।
জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। শুক্রবার সকাল ঘড়ির কাঁটায় ১০ টা বেজে ৮ মিনিট। আচমকাই কম্পন অনুভব করেন কলকাতা-সহ গোটা বাংলার বাসিন্দারা। দেখা যায়, আচমকা নড়ছে বোতলে থাকা জল, ঝুলে থাকা লাইট, ফ্যান। তাতেই মোটের উপর নিশ্চিত হন সকলে। তড়িঘড়ি বহুতলের বাসিন্দারা আবাসন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কলকাতার বহু অফিসের সামনে দেখা যায় কর্মীদের ভিড়। ২৯ সেকেন্ডের এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। সেখানেও অনুভূত হয়েছে কম্পন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন