স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনারকে। বুথ লেভেল অফিসারদের উপর চূড়ান্ত হয়রানি নিয়েই মুখ্যমন্ত্রীর এই চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। জলপাইগুড়ির মালে এক বুথ লেভেল অফিসারের মৃত্যু নিয়েও জাতীয় নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। SIR প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন