ভোট চুরি করে পদে এসেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশ নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে ২৮ জনের সমর্থন ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে। নেহরুর পক্ষে ছিলেন মাত্র দু'জন। এটাই প্রথম ভোট চুরি। এর পরেই তিনি বলেন, শুধু নেহরু নয়, দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এবং সবথেকে বেশিদিন কংগ্রেস সভাপতি থাকা সোনিয়া গান্ধিও ভোট চুরি করেছেন বলে শাহের দাবি। ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা লাগু হওয়ার আগে ইন্দিরা গান্ধি যেভাবে লোকসভা নির্বাচনে জিতে এসেছিলেন, তা নিয়ে মামলা দায়ের হয়।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন