চাকরি বাতিল হওয়া সমস্ত যোগ্য প্রার্থীদের বিস্তারিত তথ্য-সহ তালিকা প্রকাশের আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। যদিও এর আগে একাধিকবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। কিন্তু যোগ্য হয়েও যাঁরা চাকরি খুইয়েছেন, এমন প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়নি। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই আবেদন জানানো হলে তিনি এ বিষয়ে কোনও নির্দেশ দিলেন না।চলতি বছরের ৩ এপ্রিল এসএসসি পরীক্ষার দুর্নীতি সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালত ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন