ইডির উপর শাহজাহান শেখের অনুগামীদের হামলার অন্যতম সাক্ষী এ বার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে সাক্ষীর কনিষ্ঠ পুত্র এবং গাড়িচালকের। বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে। মৃতের পরিবারের দাবি, নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনামাফিক হামলা হয়েছে। কারণ, বুধবার আদালতেই যাচ্ছিলেন শাহজাহানের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার অন্যতম ওই সাক্ষী। তবে বুধবার দুপুর পর্যন্ত 'পরিকল্পনামাফিক হামলা'র কোনও লিখিত অভিযোগ বসিরহাট পুলিশ পায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্তা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন