প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ফের একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনলেন মেরি কম। অলিম্পিক পদকজয়ী বক্সারের তোপ, একটা পয়সাও উপার্জন করেননি তাঁর প্রাক্তন স্বামী ওনলার। মেরি যখন কঠোর পরিশ্রম করে পরিবারের খরচ যোগাতেন, তখন ওনলার বাড়িতে ঘুমোতেন, এমন অভিযোগও এনেছেন প্রাক্তন বক্সার। উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই একে অপরকে লাগাতার তোপ দেগেছেন মেরি-ওনলার। একটি সাক্ষাৎকারে মেরি বলেন, "সফল কেরিয়ার তো দূরের কথা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন