আগামী ২৩ জানুয়ারি, অর্থৎ সরস্বতী পুজোর দিনে বাংলার পরীক্ষার্থীদের জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্সে বসতে হচ্ছে না। ওই দিন বদলে দেওয়ার আবেদনে সাড়া দিয়ে সেদিনের পরীক্ষা পশ্চিমবঙ্গে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। তাঁর প্রতিবাদের কারণেই এনটিএ এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির ক্যালেন্ডারে এমনিতেই ২৩ জানুয়ারি দিনটির গুরুত্ব অপরিসীম।
উল্লেখ্য, প্রাথমিকভাবে, জেইই মেইন ২০২৬-এর প্রথম সেশনের পরীক্ষা ২৩ থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, এনটিএ আগেই পরীক্ষার সময়সীমা একদিন কমিয়ে ঘোষণা করেছিল যে, শেষ পরীক্ষাটি এখন ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। সর্বশেষ সংশোধনী অনুসারে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ২৩ জানুয়ারির পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে ওই দিন অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলো সংশোধিত সময়সূচি অনুযায়ী চলবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন