উত্তরবঙ্গ সফরের প্রাক্কালে বেলডাঙার অশান্তি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেলডাঙার সাম্প্রতিক ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির 'পরিকল্পিত উসকানি'তেই এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশি তাঁর বক্তব্য, রাজ্যে এনআরসি (NRC) এবং এসআইআর-এর কারণে ভোটার কার্ড বাতিলের ভীতি থেকে সংখ্যালঘুদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা 'স্বাভাবিক' এবং সেই ক্ষোভকে কাজে লাগিয়েই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন