Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized
India লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
India লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

সুপ্রিম নির্দেশের পর নতুন করে প্রকাশিত নিট ইউজি-র ফল!

 ৫:৫২ PM     India     No comments   

সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে প্রকাশিত হল নিট ইউজি-র ফল। আজ, বৃহস্পতিবার সংশোধিত রেজাল্ট প্রকাশ করেছে পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। চলতি মাসের ২৩ তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না।

তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দুদিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হয়েছে আজ। জানা গিয়েছে, এদিন নতুন করে ফল প্রকাশের পরই এমবিবিএস ও বিডিএস-এ কাউন্সেলিংয়ের তোরজোর শুরু করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। খুব শীঘ্রই এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৪ জুলাই, ২০২৪

নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান; যাত্রীদের কাউকেই উদ্ধার করা যায়নি

 ১২:১২ PM     India     No comments   

আবার নেপালে বিমান দুর্ঘটনা। টেক অফের সময়ই বিপত্তি বলে জানা গিয়েছে। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে এমন ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে ৭১ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়!

 ১০:০৮ PM     India     No comments   

পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে বেশ কিছু আসনে শাসক দল তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে বারে বারেই প্রশ্ন তোলেন বিজেপি নেতানেত্রীরা। এ বার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে ৭১ শতাংশ আসনই বিনা ভোটে জিতে নিল সে রাজ্যের শাসকদল বিজেপি!

আগামী ৮ অগস্ট ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত ভোট। ১২ তারিখ গণনা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের মাত্র ২৯ শতাংশ আসনে ভোটদাতারা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন! কারণ, পঞ্চায়েতের তিন স্তরের মোট ৬৮৮৯টি আসনের মধ্যে ৪৮০৫টিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছেন ‘পদ্ম’ প্রতীকের প্রার্থীরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

লক্ষ্য ৪ কোটি কর্মসংস্থান, বেকার সমস্যা মেটাতে বাজেটে বেশকিছু প্রস্তাব

 ৩:৪১ PM     India     No comments   

২০২৪ লোকসভায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ধাক্কা খেয়েছে, তার অন্যতম কারণ বেকারত্ব। কর্মসংস্থানের অভাব যে সত্যিই বড় সমস্যা, সেটা আর্থিক সমীক্ষায় মেনেও নিয়েছে কেন্দ্র। সেই বেকার সমস্যা দূর করতে এবার বাজেটে বেশকিছু ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর্মসংস্থানের লক্ষ্যে একদিকে যেমন দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হবে, তেমনই সাহায্য করা হবে ছোট ছোট স্টার্ট আপ সংস্থাকে। কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, আগামী পাঁচ বছরে ৪ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদি সরকার। যে কারণে মূলত ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে। নির্মলা জানিয়েছেন, ছোট সংস্থাগুলির কর্মীদের ইপিএফে ভরতুকি দেবে সরকার।

কর্মী এবং সংস্থা দুই পক্ষকেই EPFO-তে ইনসেনটিভ দেওয়া হবে। কোনও ছোট সংস্থা প্রথম কাজে ঢুকলে কর্মীদের একমাসের বেতন ও পিএফ দেবে সরকার। ৩ কিস্তিতে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতেও একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার। মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে ওমেন হস্টেল এবং ক্রেশ তৈরি করা হবে। দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত দক্ষতা উন্নয়ন ঋণের ব্যবস্থা করবে সরকার। যার গ্যারান্টার হবে কেন্দ্র। বছরে ২৫ হাজার জন এই ঋণ পাবেন। MSME-র জন্য মুদ্রা লোনর পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। নির্মলার দাবি, আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তাঁদের ন্যূনতম বেতন হবে পাঁচ হাজার টাকা।  

এ তো গেল কর্মসংস্থান। শিক্ষাক্ষেত্রেও একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ঘোষণা করলে অর্থমন্ত্রী। এই প্রকল্পে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পাবেন। গ্যারান্টার হবে সরকার। এই ঋণের সুদে ৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।  সব মিলিয়ে শিক্ষা এবং প্রশিক্ষণে ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২২ জুলাই, ২০২৪

উঠল ৫৮ বছরের নিষেধাজ্ঞা; আরএসএস-এর কাজে যোগ দিতে সরকারি কর্মীদের আর রইল না বাধা

 ১২:৩৫ PM     India     No comments   

এবার থেকে সরকারি কর্মচারীদের আর আরএসএস-এর কাজ করার জন্য রইল না কোনও বাধা। সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস দাবি করেছে, গত ৫৮ বছর ধরে সরকারি কর্মীদের উপরে বহাল থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। 

যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি।

তবে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও ওই নথিরই স্ক্রিন শট 'X' (সাবেক ট্যুইটার) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন, ৫৮ বছর আগে করা 'অসাংবিধানিক' একটা নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদি সরকার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়াল SBI!

 ৯:০২ PM     India     No comments   

আপনি কি SBI এর গ্রাহক? তাহলে সোমবার, ১৫ জুলাই থেকে আপনার সংসার খরচ আরও বেড়ে গেল। কারণ ফের গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি মাস থেকেই বাড়ছে SBI গ্রাহকদের গাড়ি ও বাড়ি ঋণের ইএমআই। স্বাভাবিকভাবেই আরও চাপে মধ্যবিত্ত।

গতকাল অবধি এসবিআইয়ের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা MCLR ছিল ৫ বেসিস পয়েন্ট। সোমবার থেকে থেকে তা ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। এই এমসিএলআরের উপরেই নির্ভর করে গাড়ি, বাড়ি-সহ অন্যান্য বেশ কিছু ঋণের সুদের হার। এই কারণেই গ্রাহকদের ইএমআই বাড়তে চলেছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

যন্ত্রণায় কাবু রাজনাথ সিং; ভর্তি হলেন এইমসে

 ১২:৩৯ PM     India     No comments   

শরীর ভাল নেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। ভর্তি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের নিউরো সার্জারি বিভাগে। তিনি বেশ কিছুদিন কোমরের ব্যথায় ভুগছেন বলে জানা গিয়েছে। নিউরো সার্জেন ডাঃ অমল রাহেজার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।

তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানাচ্ছেন AIIMS-এর মিডিয়া সেলের ইনচার্জ ডাঃ রীমা দাদা। ভর্তির পর ডাক্তারেরা চেকআপও করেছেন। দ্রুত তাঁর এমআরআই করা হবে বলে জানা গিয়েছে। 

এইমস সূত্রে আরও জানা গিয়েছে, বর্ষীয়ান বিজেপি নেতার পিঠে এবং কোমরে মারাত্মক ব্যথা। যন্ত্রণা এতোটাই তীব্র যে তাতে কাবু হয়ে গিয়েছেন রাজনাথ। যদিও এখন তিনি খানিকটা স্থিতিশীল রয়েছেন। তাও তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করতে হয়েছে। তবে তাড়াতাড়ি রাজনাথ সিংয়ের এমআরআই করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তবে চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন এইমসের মিডিয়া সেলের ইনচার্জ রীমা দাদা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কেজরিকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের; তবে এখনই নয় জেলমুক্তি

 ১২:২৯ PM     India     No comments   

আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। কিন্তু এখনই জেল থেকে বেরতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ আবগারি মামলায় সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হয়েছেন তিনি। ইডির অভিযোগের ভিত্তিতে জামিন পেলেও সিবিআই গ্রেপ্তারির কারণে এখনও জেলে থাকবেন কেজরি।

গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি।  সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। তার মধ্যেই তিহাড় জেলে গিয়ে কেজরিকে গ্রেপ্তার করে সিবিআই। সেই মামলার ভিত্তিতে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে আপ সুপ্রিমোকে পাঠিয়ে দেয় দিল্লির আদালত। কিন্তু জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরি। তবে এখনও তাঁকে থাকতে হবে জেলেই। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১০ জুলাই, ২০২৪

সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল আদালত

 ১২:৫৯ PM     India     No comments   

সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্রের সরকার! পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে এবার মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। 

পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। গত তিন বছর ধরে এই মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।

আগের শুনানিতে তিনি জানান, রাজ্যের অনুমতি বা 'জেনারেল কনসেন্ট' ছাড়া সিবিআই কোনও মামলায় তদন্ত করতে পারে না। রাজ্যে ঢোকার আগে তাদের অনুমতি নেওয়া প্রয়োজন। না হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এর প্রভাব পড়তে পারে বলে জানান তিনি। অভিযোগ, সিবিআই কোনও মামলায় ঢুকলে তার সূত্র ধরে ইডিও ঢুকে পড়ছে। এই পরিস্থিতির বদল হওয়া দরকার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

বাংলায় ৭ বছরে বাংলায় কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ!

 ১২:০২ AM     India     No comments   

বাংলায় কাজ নেই বলে অভিযোগ তুলে বার বার সরব বিরোধীরা। সরকারি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ আটকে। বাংলায় বেসরকারি ক্ষেত্রেও চাকরি হচ্ছে না বলে বিরোধীদের অভিযোগ। এই পরিস্থিতিতে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (NSO) একটি তথ্য সামনে এল। যে তথ্য বলছে, সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে বাংলায় কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ। সেখানে মহারাষ্ট্রে এই সাত বছরে আরও ২৪ লক্ষ মানুষ কাজ পেয়েছেন। অসংগঠিত ক্ষেত্রে ২০২১-২২ অর্থবর্ষ ও ২০২২-২৩ অর্থবর্ষের বার্ষিক সার্ভের রিপোর্ট গত শুক্রবার প্রকাশ করেছে এনএসও।

২০১৫-১৬ অর্থবর্ষের সার্ভের সঙ্গে ২০২২-২৩ অর্থবর্ষের সার্ভের তুলনা করে দেখা যাচ্ছে, ২৮টি রাজ্যের মধ্যে ১৩টি রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন মানুষ। তিনটি কেন্দ্র শাসিত অঞ্চলেও অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন অনেকে।

সেই সার্ভেতে দেখা গিয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ, অর্থাৎ সাত বছরে বাংলায় অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ। ২০১৫-১৬ অর্থবর্ষে যেখানে বাংলায় অসংগঠিত শ্রমিকের সংখ্যা ছিল ১ কোটি ৩৫ লক্ষ, সেই সংখ্যা সাত বছর পর কমে হয়েছে ১ কোটি ৫ লক্ষ। অন্যদিকে, এই সাত বছরে কর্নাটকে কাজ হারিয়েছেন ১৩ লক্ষ মানুষ। সেখানে তামিলনাড়ুতে ১২ লক্ষ, উত্তর প্রদেশে ৭ লক্ষ ৯১ হাজার, অন্ধ্র প্রদেশে ৬ লক্ষ ৭৭ হাজার, কেরলে ৬ লক্ষ ৪০ হাজার, অসমে ৪ লক্ষ ৯৪ হাজার এবং তেলঙ্গানায় ৩ লক্ষ ৪৪ হাজার মানুষ এই সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৮ জুলাই, ২০২৪

প্রশ্নফাঁস বিতর্ক; NEET-UG কাণ্ডে সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে

 ১১:৪৪ PM     India     No comments   

প্রশ্নফাঁসের জেরে বাতিল হবে নিট-ইউজি? সোমবার তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। তবে প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্র এবং এনটিএ-র কাছে বিস্তারিত তথ্য তলব করল আদালত। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নবাণ, প্রশ্নফাঁস হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর ব্যপ্তি কতটা তা জানতে হবে? কতজন পরীক্ষার্থী এর সুবিধা পেয়েছে?

তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? একইসঙ্গে কেন্দ্রকে ভর্ৎসনা করে তাঁর পর্যবেক্ষণ, "আগে থেকেই বলবেন না যে কিছু হয়নি।" 

NEET-UG অর্থাৎ সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী নিজেদের সেরাটা উজাড় করে দেন এই পরীক্ষার পিছনে। অথচ সেই পরীক্ষাতেই বিরাট কেলেঙ্কারি অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁস হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। এদিন সেই সমস্ত আবেদনের শুনানি ছিল। প্রশ্নফাঁস মেনে নিয়েও শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছিল, খুব ব্যাপক আকারে প্রশ্নফাঁস হয়নি। এদিন কেন্দ্রের সেই দাবিকে কার্যত উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দিল, "আগে থেকেই বলবেন না যে কিছু হয়নি।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৬ জুলাই, ২০২৪

ভারত হিন্দু রাষ্ট্র নয়, প্রতিফলন ভোটের ফলে: অমর্ত্য সেন

 ৯:৩৪ PM     India     No comments   

ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, সেটা এবারের ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে। এমনটাই মত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মোদি সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অর্থনীতিবিদ বলছেন, এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে। প্রতীচী ট্রাস্টের তরফে প্রায় প্রতি বছরই একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়।

এ বার সেই আলোচনাচক্রের বিষয় ছিল, 'কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ'। শনিবার বোলপুরে জামবুনির একটি বেসরকারি ভবনে এই শীর্ষক আলোচনা সভায় অন্যতম বক্তা এবং শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রতীচী ট্রাস্টের মানবী মজুমদার, সৌমিক মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় অমর্ত্য সেন বলেন, "এখন সর্বত্র আলোচনার বিষয়বস্তু ভারতকে কি করে হিন্দু রাষ্ট্র করা যায়? জানা দরকার, স্কুলের কচিকাঁচাদের কাছে হিন্দু-মুসলিমের কোনও পার্থক্য নেই। তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দুরাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো গেল।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-UG-র কাউন্সেলিং!

 ৫:০৬ PM     India     No comments   

বেশকিছি বিষয়ে বিতর্ক চললছিল। এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। শনিবার থেকেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সেব্যাপারে আপাতত কেন্দ্রের তরফ থেকে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, নিট ইউজি সংক্রান্ত বেশ কিছু পিটিশন জমা পড়েছে ইতিমধ্যেই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী ৮ জুলাই সেই মামলাগুলির শুনানি রয়েছে। সেই পিটিশনগুলির রয়েছে পেপার লিকের অভিযোগ, সম্পূর্ণ পরীক্ষা বাতিলের আর্জি, এনটিএর পরীক্ষা গ্রহণ পরিচালনার পুরো প্রক্রিয়া সম্পর্কিত তদন্তের আহ্বান ইত্যাদি। 

উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি নিট, নেট, নিট পিজি-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আশ্বাস, "যারাই আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৩ জুলাই, ২০২৪

বিশ্বের সবচেয়ে শক্তিশালী 'অ-পারমাণবিক' বোমা বানাল ভারত!

 ৩:৫৬ PM     India     No comments   

 

চিনের লাল চোখকে আর পরোয়া নয়। জবাব দিতে তৈরি 'আত্মনির্ভর' ভারত। এবার সেনার হাতে এসে গেল 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী' অপারমাণবিক বোমা সেবেক্স-২ (SEBEX 2)। শত্রু রাষ্ট্রের ঘুম ছুটে যাওয়া নয়া অস্ত্র তৈরি হয়েছে ভারতের মাটিতেই। ওই বিস্ফোরককে ইতিমধ্যে শংসাপত্র দিয়েছে নৌসেনা। শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স-২ তৈরি করেছে 'ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড'। মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি। সেনা সূত্রে জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্র বাদ দিলে বাকি বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী এই সেবেক্স-২। স্বভাবতই এর ধ্বংসাত্মক শক্তি অনেকটাই বেশি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৯ জুন, ২০২৪

স্থগিত হওয়া ইউজিসি-নেটের নয়া দিন জানাল NTA!

 ১:৪১ PM     India     No comments   

বহু বিতর্কের পরে স্থগিত হওয়া ইউজিসি-নেট এবং সিএসআইআর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ। সিএসআইআর ইউজিসি নেট হবে আগামী ২৫-২৭ জুলাই। ইউজিসি-নেটের ২০২৪ সালের জুন মাসের সাইকেলের পরীক্ষা গ্রহণ করা হবে ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। এনসিইটি ২০২৪-এর পরীক্ষা হবে আগামী ১০ জুলাই। 

প্রসঙ্গত, গত ১৮ জুলাই, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষা নেয়।

৯ লক্ষের উপর পরীক্ষার্থী এই পরীক্ষাতে  অংশগ্রহণ করেন। মাত্র একদিন পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিটের তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। আর ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরীক্ষায় বেনিয়ম হয়েছে। সে কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৮ জুন, ২০২৪

জঙ্গিযোগে নিষিদ্ধ পাক-প্রোমোটারের সঙ্গে কাজ করবেন মাধুরী! বিতর্ক

 ৩:৩১ PM     India     No comments   

বিতর্কে অভিনেত্রী মাধুরী দীক্ষিত! পাকিস্তানি ব্যবসায়ীর সঙ্গে কাজ করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। রিয়্যাল এস্টেট সংস্থার মালিক রেহান সিদ্দিকির সঙ্গে একটি কাজের জন্য জোট বেঁধেছেন অভিনেত্রী। বর্তমানে হিউস্টনে থাকলেও রেহান পাকিস্তানের নাগরিক। জঙ্গিগোষ্ঠী আইএসআই-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতে নিষিদ্ধ রেহান।

চলতি বছর অগস্টে টেক্সাসের হিউস্টন শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। সেই অনুষ্ঠানেই যোগ দিতে চলেছেন মাধুরী দীক্ষিত। রাজনৈতিক ভাষ্যকার সুনন্দা বশিষ্ঠ এই অনুষ্ঠানের একটি পোস্টার নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন। ভারতে নিষিদ্ধ প্রোমোটারের সঙ্গে জোট বাঁধায় তিনি মাধুরীর সমালোচনা করেছেন। এমনকি, এই অনুষ্ঠানে যাতে মাধুরী উপস্থিত না থাকেন সেই দাবিও করেছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জিও-র পর রিচার্জের খরচ বাড়ছে এয়ারটেল!

 ১১:৪৩ AM     India     No comments   

রিলায়েন্স জিওর একদিন পরেই এয়ারটেল। এবার সুনীল মিত্তলের সংস্থা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। সংস্থার তরফে একটি ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ৩ জুলাই থেকে মোবাইলের বিভিন্ন প্ল্যানের  ট্যারিফ বাড়ানো হবে। দিন প্রতি ৭০ পয়সা করে বাড়তে পারে প্ল্যানের দাম। সংস্থার দাবি, খুব সামান্য পরিমাণেই বাড়ানো হচ্ছে প্ল্যানের দাম।

বিভিন্ন এনট্রি লেভেলের প্ল্যানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। দিন প্রতি ৭০ পয়সা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল। সেই হিসেবে প্রতি মাসে ২১ টাকা করে বাড়তে পারে বিভিন্ন প্ল্যানের দাম। অর্থাৎ তিন মাস ও দুই মাসের প্ল্যানগুলির দাম সর্বোচ্চ ৪২ টাকা ও ৬৯ টাকা করে বাড়তে পারে। প্রেস বিজ্ঞপ্তিতে নতুন দামের প্ল্যানগুলি আপডেট করে দিয়েছে সংস্থাটি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নিট-ইউজি প্রশ্নফাঁস; প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের

 ৫:৪১ PM     India     No comments   

নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহারে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের। পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে মণীশ প্রকাশ এবং আশুতোষ নামের দুই ব্যক্তিকে। এমনটাই জানা গিয়েছে। দুজনের বিরুদ্ধেই নিট পীরক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।

পরীক্ষার আগের দিন বেশ কিছু যুবকের হাতে প্রশ্নপত্র তুলে দিয়েছিল মণীশ এবং আশুতোষ।সিবিআই সূত্রে খবর, গত ৪ মে নিট পরীক্ষার আগের দিন পাটনার লার্ন প্লে স্কুলের ছেলেদের হস্টলের একটি ঘরে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিলির ব্যবস্থা হয়েছিল। অভিযোগ, আশুতোষের সাহায্যে এই ষড়যন্ত্র করে মণীশ। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর দুজনকেই হেফাজতে নিল সিবিআই। দেশজুড়ে আন্দোলন ও বিরোধীদের চাপের মুখে নিট-ইউজি দুর্নীতি কাণ্ডে শনিবার রাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এর পর রবিবার তদন্তে নেমে একটি মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইসঙ্গে একাধিক রাজ্যের যাবতীয় এফআইআর, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয় তার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শ্বশুর ভারতের প্রাক্তন অধিনায়ক; ৩৩৪ কোটির মালকিন সানিয়ার বোন

 ২:৪৯ PM     India     No comments   

 

একাধিক ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। যদিও পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন সানিয়া মির্জা। গ্র্যান্ড স্ল্যামের সময় বিশ্লেষকের ভূমিকা পালন করেন তিনি। তবে টেনিস তারকার বোনও কিছু কম যান না। খেলাধুলার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রয়েছে সানিয়ার বোন আনম মির্জার। দিদির মতো টেনিস নিয়ে কেরিয়ার গড়তে চাননি আনম। তাঁর স্বপ্ন ছিল অন্য। স্কুলের গণ্ডি পার করে হায়দরাবাদের একটি কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এর পরে তিনি রাইফেল শুটিংয়েও দক্ষতা অর্জন করেন। কলেজের পড়াশোনা শেষ করার পর সাংবাদিকতা নিয়ে কেরিয়ার গড়ে তোলেন আনম। একাধিক সংবাদ সংস্থার চ্যানেলে ইন্টার্ন হিসাবে কাজ করেছেন তিনি। কর্মরত থাকাকালীন ব্যবসা করার সিদ্ধান্ত নেন আনম।

তিনি একটি ওয়েবসাইট খোলেন। সেখানে নবাগত সাংবাদিকদের কাজ করার সুযোগ দেন আনম। ২০১৩ সালে ব্যবসা শুরু করেন আনম। তার এক বছর পর ব্যক্তিগত জীবনেও থিতু হন সানিয়ার বোন। আকবর রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আনম। ২০১৬ সালে তাঁকে বিয়ে করেন তিনি। বিয়ের পর আরও একটি ব্যবসা শুরু করেন আনম। ফ্যাশনের প্রতি আগ্রহ থাকায় ২০১৬ সালে একটি সংস্থা খোলেন তিনি। এই সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে প্রদর্শনীও করেন তিনি। ফ্যাশন সংস্থা খোলার পর আরও একটি ওয়েবসাইট খোলেন আনম। নজরকাড়া পোশাক পরে আনমের পাশাপাশি সানিয়ার ছবিও রয়েছে সেই ওয়েবসাইটে। 

রমজান উপলক্ষে ভারতে নানা জায়গায় এক্সপো হয়। ভারতের অন্যতম বৃহৎ এক্সপো হিসাবে নাম রয়েছে 'দওয়াত-এ-রমজান'-এর। প্রতি বছর সেই এক্সপোয় দেড় লক্ষ দর্শকের ভিড় হয়। ২০২২ সালে 'দওয়াত-এ-রমজান' প্রতিষ্ঠা করেন আনম। ২০১৬ সালে আকবরের সঙ্গে বিয়ে হলেও সেই সংসার টেকেনি আনমের। বিয়ের দু-বছর পর ২০১৮ সালে আনমের সঙ্গে আকবরের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের এক বছর পর আবার বিয়ে করেন আনম। দ্বিতীয় বিবাহের পর ক্রিকেটজগতের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আনমের। ২০১৯ সালে ক্রিকেটার মহম্মদ আসাদউদ্দিনকে বিয়ে করেন আনম। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের পুত্র আসাদউদ্দিন। বিয়ের তিন বছর পর ২০২২ সালে কন্যাসন্তানের জন্ম দেন আনম। আনম তাঁর কন্যাসন্তানের নাম রাখেন দুয়া। ২০২৩ সালে কন্যার নামে একটি ফ্যাশন সংস্থা খোলেন তিনি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শেয়ার বাজারে ঝড় উঠেছে, প্রথমবার ৭৯ হাজার পেরল সেনসেক্স

 ২:২০ PM     India     No comments   

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ঝড়ের গতিতে ছুটছে শেয়ার বাজার। এদিন নজির গড়ে প্রথমবার সেনসেক্সের সূচক পেরল ৭৯ হাজার পয়েন্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই নজির গড়ে শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল সেনসেক্স। একই সঙ্গে সর্বকালের সেরা সূচকে পৌঁছে গিয়েছে নিফটিও। এদিন সকালে বাজার খোলার পর থেকেই উর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটির সূচক। মূলত ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলোর শেয়ারে বিনিয়োগ বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকেই নয়া নজির গড়ে সেনসেক্স।

৩৩৯.৫১ পয়েন্ট বেড়ে প্রথমবার ৭৯ হাজার ছুঁয়ে যাক সূচক। একটা সময় সূচক দাঁড়িয়েছিল ৭৯,০১৩.৭৬-তে। মূলত আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের চাহিদায় বৃদ্ধির জন্যই এই নজির বলে মনে করছে বিশেষজ্ঞরা। এর পাশাপাশি সর্বকালের সেরা সূচকে পৌঁছে যায় নিফটিও (Nifty)। ২৩ হাজার ৯৬৬.৪০ পয়েন্ট ছুঁয়ে ফেলে নিফটির সূচক। এদিন সকালে নিফটি বাড়ে ৯৭.৬ শতাংশ। এদিন সর্বোচ্চ লাভবান সংস্থাগুলোর মধ্যে রয়েছেন অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগকারীরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates