সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে প্রকাশিত হল নিট ইউজি-র ফল। আজ, বৃহস্পতিবার সংশোধিত রেজাল্ট প্রকাশ করেছে পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। চলতি মাসের ২৩ তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না।
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
বুধবার, ২৪ জুলাই, ২০২৪
নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান; যাত্রীদের কাউকেই উদ্ধার করা যায়নি
আবার নেপালে বিমান দুর্ঘটনা। টেক অফের সময়ই বিপত্তি বলে জানা গিয়েছে। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে এমন ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪
ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে ৭১ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়!
পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে বেশ কিছু আসনে শাসক দল তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে বারে বারেই প্রশ্ন তোলেন বিজেপি নেতানেত্রীরা। এ বার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে ৭১ শতাংশ আসনই বিনা ভোটে জিতে নিল সে রাজ্যের শাসকদল বিজেপি!
লক্ষ্য ৪ কোটি কর্মসংস্থান, বেকার সমস্যা মেটাতে বাজেটে বেশকিছু প্রস্তাব
২০২৪ লোকসভায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ধাক্কা খেয়েছে, তার অন্যতম কারণ বেকারত্ব। কর্মসংস্থানের অভাব যে সত্যিই বড় সমস্যা, সেটা আর্থিক সমীক্ষায় মেনেও নিয়েছে কেন্দ্র। সেই বেকার সমস্যা দূর করতে এবার বাজেটে বেশকিছু ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর্মসংস্থানের লক্ষ্যে একদিকে যেমন দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হবে, তেমনই সাহায্য করা হবে ছোট ছোট স্টার্ট আপ সংস্থাকে। কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, আগামী পাঁচ বছরে ৪ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদি সরকার। যে কারণে মূলত ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে। নির্মলা জানিয়েছেন, ছোট সংস্থাগুলির কর্মীদের ইপিএফে ভরতুকি দেবে সরকার।
কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতেও একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার। মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে ওমেন হস্টেল এবং ক্রেশ তৈরি করা হবে। দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত দক্ষতা উন্নয়ন ঋণের ব্যবস্থা করবে সরকার। যার গ্যারান্টার হবে কেন্দ্র। বছরে ২৫ হাজার জন এই ঋণ পাবেন। MSME-র জন্য মুদ্রা লোনর পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। নির্মলার দাবি, আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তাঁদের ন্যূনতম বেতন হবে পাঁচ হাজার টাকা।
এ তো গেল কর্মসংস্থান। শিক্ষাক্ষেত্রেও একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ঘোষণা করলে অর্থমন্ত্রী। এই প্রকল্পে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পাবেন। গ্যারান্টার হবে সরকার। এই ঋণের সুদে ৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। সব মিলিয়ে শিক্ষা এবং প্রশিক্ষণে ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
সোমবার, ২২ জুলাই, ২০২৪
উঠল ৫৮ বছরের নিষেধাজ্ঞা; আরএসএস-এর কাজে যোগ দিতে সরকারি কর্মীদের আর রইল না বাধা
এবার থেকে সরকারি কর্মচারীদের আর আরএসএস-এর কাজ করার জন্য রইল না কোনও বাধা। সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস দাবি করেছে, গত ৫৮ বছর ধরে সরকারি কর্মীদের উপরে বহাল থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরেন্দ্র মোদির সরকার।
যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি।
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়াল SBI!
আপনি কি SBI এর গ্রাহক? তাহলে সোমবার, ১৫ জুলাই থেকে আপনার সংসার খরচ আরও বেড়ে গেল। কারণ ফের গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি মাস থেকেই বাড়ছে SBI গ্রাহকদের গাড়ি ও বাড়ি ঋণের ইএমআই। স্বাভাবিকভাবেই আরও চাপে মধ্যবিত্ত।
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
যন্ত্রণায় কাবু রাজনাথ সিং; ভর্তি হলেন এইমসে
শরীর ভাল নেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। ভর্তি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের নিউরো সার্জারি বিভাগে। তিনি বেশ কিছুদিন কোমরের ব্যথায় ভুগছেন বলে জানা গিয়েছে। নিউরো সার্জেন ডাঃ অমল রাহেজার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।
এইমস সূত্রে আরও জানা গিয়েছে, বর্ষীয়ান বিজেপি নেতার পিঠে এবং কোমরে মারাত্মক ব্যথা। যন্ত্রণা এতোটাই তীব্র যে তাতে কাবু হয়ে গিয়েছেন রাজনাথ। যদিও এখন তিনি খানিকটা স্থিতিশীল রয়েছেন। তাও তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করতে হয়েছে। তবে তাড়াতাড়ি রাজনাথ সিংয়ের এমআরআই করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তবে চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন এইমসের মিডিয়া সেলের ইনচার্জ রীমা দাদা।
কেজরিকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের; তবে এখনই নয় জেলমুক্তি
আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। কিন্তু এখনই জেল থেকে বেরতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ আবগারি মামলায় সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হয়েছেন তিনি। ইডির অভিযোগের ভিত্তিতে জামিন পেলেও সিবিআই গ্রেপ্তারির কারণে এখনও জেলে থাকবেন কেজরি।
বুধবার, ১০ জুলাই, ২০২৪
সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল আদালত
সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্রের সরকার! পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে এবার মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত।
পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। গত তিন বছর ধরে এই মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
বাংলায় ৭ বছরে বাংলায় কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ!
বাংলায় কাজ নেই বলে অভিযোগ তুলে বার বার সরব বিরোধীরা। সরকারি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ আটকে। বাংলায় বেসরকারি ক্ষেত্রেও চাকরি হচ্ছে না বলে বিরোধীদের অভিযোগ। এই পরিস্থিতিতে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (NSO) একটি তথ্য সামনে এল। যে তথ্য বলছে, সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে বাংলায় কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ। সেখানে মহারাষ্ট্রে এই সাত বছরে আরও ২৪ লক্ষ মানুষ কাজ পেয়েছেন। অসংগঠিত ক্ষেত্রে ২০২১-২২ অর্থবর্ষ ও ২০২২-২৩ অর্থবর্ষের বার্ষিক সার্ভের রিপোর্ট গত শুক্রবার প্রকাশ করেছে এনএসও।
সেই সার্ভেতে দেখা গিয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ, অর্থাৎ সাত বছরে বাংলায় অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ। ২০১৫-১৬ অর্থবর্ষে যেখানে বাংলায় অসংগঠিত শ্রমিকের সংখ্যা ছিল ১ কোটি ৩৫ লক্ষ, সেই সংখ্যা সাত বছর পর কমে হয়েছে ১ কোটি ৫ লক্ষ। অন্যদিকে, এই সাত বছরে কর্নাটকে কাজ হারিয়েছেন ১৩ লক্ষ মানুষ। সেখানে তামিলনাড়ুতে ১২ লক্ষ, উত্তর প্রদেশে ৭ লক্ষ ৯১ হাজার, অন্ধ্র প্রদেশে ৬ লক্ষ ৭৭ হাজার, কেরলে ৬ লক্ষ ৪০ হাজার, অসমে ৪ লক্ষ ৯৪ হাজার এবং তেলঙ্গানায় ৩ লক্ষ ৪৪ হাজার মানুষ এই সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন।
সোমবার, ৮ জুলাই, ২০২৪
প্রশ্নফাঁস বিতর্ক; NEET-UG কাণ্ডে সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে
প্রশ্নফাঁসের জেরে বাতিল হবে নিট-ইউজি? সোমবার তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। তবে প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্র এবং এনটিএ-র কাছে বিস্তারিত তথ্য তলব করল আদালত। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নবাণ, প্রশ্নফাঁস হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর ব্যপ্তি কতটা তা জানতে হবে? কতজন পরীক্ষার্থী এর সুবিধা পেয়েছে?
NEET-UG অর্থাৎ সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী নিজেদের সেরাটা উজাড় করে দেন এই পরীক্ষার পিছনে। অথচ সেই পরীক্ষাতেই বিরাট কেলেঙ্কারি অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁস হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। এদিন সেই সমস্ত আবেদনের শুনানি ছিল। প্রশ্নফাঁস মেনে নিয়েও শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছিল, খুব ব্যাপক আকারে প্রশ্নফাঁস হয়নি। এদিন কেন্দ্রের সেই দাবিকে কার্যত উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দিল, "আগে থেকেই বলবেন না যে কিছু হয়নি।"
শনিবার, ৬ জুলাই, ২০২৪
ভারত হিন্দু রাষ্ট্র নয়, প্রতিফলন ভোটের ফলে: অমর্ত্য সেন
ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, সেটা এবারের ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে। এমনটাই মত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মোদি সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অর্থনীতিবিদ বলছেন, এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে। প্রতীচী ট্রাস্টের তরফে প্রায় প্রতি বছরই একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়।
অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-UG-র কাউন্সেলিং!
বেশকিছি বিষয়ে বিতর্ক চললছিল। এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। শনিবার থেকেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সেব্যাপারে আপাতত কেন্দ্রের তরফ থেকে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, নিট ইউজি সংক্রান্ত বেশ কিছু পিটিশন জমা পড়েছে ইতিমধ্যেই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী ৮ জুলাই সেই মামলাগুলির শুনানি রয়েছে। সেই পিটিশনগুলির রয়েছে পেপার লিকের অভিযোগ, সম্পূর্ণ পরীক্ষা বাতিলের আর্জি, এনটিএর পরীক্ষা গ্রহণ পরিচালনার পুরো প্রক্রিয়া সম্পর্কিত তদন্তের আহ্বান ইত্যাদি।
উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি নিট, নেট, নিট পিজি-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আশ্বাস, "যারাই আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে।"
বুধবার, ৩ জুলাই, ২০২৪
বিশ্বের সবচেয়ে শক্তিশালী 'অ-পারমাণবিক' বোমা বানাল ভারত!
চিনের লাল চোখকে আর পরোয়া নয়। জবাব দিতে তৈরি 'আত্মনির্ভর' ভারত। এবার সেনার হাতে এসে গেল 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী' অপারমাণবিক বোমা সেবেক্স-২ (SEBEX 2)। শত্রু রাষ্ট্রের ঘুম ছুটে যাওয়া নয়া অস্ত্র তৈরি হয়েছে ভারতের মাটিতেই। ওই বিস্ফোরককে ইতিমধ্যে শংসাপত্র দিয়েছে নৌসেনা। শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স-২ তৈরি করেছে 'ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড'। মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি। সেনা সূত্রে জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্র বাদ দিলে বাকি বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী এই সেবেক্স-২। স্বভাবতই এর ধ্বংসাত্মক শক্তি অনেকটাই বেশি।
শনিবার, ২৯ জুন, ২০২৪
স্থগিত হওয়া ইউজিসি-নেটের নয়া দিন জানাল NTA!
বহু বিতর্কের পরে স্থগিত হওয়া ইউজিসি-নেট এবং সিএসআইআর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ। সিএসআইআর ইউজিসি নেট হবে আগামী ২৫-২৭ জুলাই। ইউজিসি-নেটের ২০২৪ সালের জুন মাসের সাইকেলের পরীক্ষা গ্রহণ করা হবে ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। এনসিইটি ২০২৪-এর পরীক্ষা হবে আগামী ১০ জুলাই।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষা নেয়।
শুক্রবার, ২৮ জুন, ২০২৪
জঙ্গিযোগে নিষিদ্ধ পাক-প্রোমোটারের সঙ্গে কাজ করবেন মাধুরী! বিতর্ক
বিতর্কে অভিনেত্রী মাধুরী দীক্ষিত! পাকিস্তানি ব্যবসায়ীর সঙ্গে কাজ করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। রিয়্যাল এস্টেট সংস্থার মালিক রেহান সিদ্দিকির সঙ্গে একটি কাজের জন্য জোট বেঁধেছেন অভিনেত্রী। বর্তমানে হিউস্টনে থাকলেও রেহান পাকিস্তানের নাগরিক। জঙ্গিগোষ্ঠী আইএসআই-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতে নিষিদ্ধ রেহান।
জিও-র পর রিচার্জের খরচ বাড়ছে এয়ারটেল!
রিলায়েন্স জিওর একদিন পরেই এয়ারটেল। এবার সুনীল মিত্তলের সংস্থা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। সংস্থার তরফে একটি ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ৩ জুলাই থেকে মোবাইলের বিভিন্ন প্ল্যানের ট্যারিফ বাড়ানো হবে। দিন প্রতি ৭০ পয়সা করে বাড়তে পারে প্ল্যানের দাম। সংস্থার দাবি, খুব সামান্য পরিমাণেই বাড়ানো হচ্ছে প্ল্যানের দাম।
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
নিট-ইউজি প্রশ্নফাঁস; প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের
নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহারে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের। পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে মণীশ প্রকাশ এবং আশুতোষ নামের দুই ব্যক্তিকে। এমনটাই জানা গিয়েছে। দুজনের বিরুদ্ধেই নিট পীরক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।
শ্বশুর ভারতের প্রাক্তন অধিনায়ক; ৩৩৪ কোটির মালকিন সানিয়ার বোন
একাধিক ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। যদিও পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন সানিয়া মির্জা। গ্র্যান্ড স্ল্যামের সময় বিশ্লেষকের ভূমিকা পালন করেন তিনি। তবে টেনিস তারকার বোনও কিছু কম যান না। খেলাধুলার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রয়েছে সানিয়ার বোন আনম মির্জার। দিদির মতো টেনিস নিয়ে কেরিয়ার গড়তে চাননি আনম। তাঁর স্বপ্ন ছিল অন্য। স্কুলের গণ্ডি পার করে হায়দরাবাদের একটি কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এর পরে তিনি রাইফেল শুটিংয়েও দক্ষতা অর্জন করেন। কলেজের পড়াশোনা শেষ করার পর সাংবাদিকতা নিয়ে কেরিয়ার গড়ে তোলেন আনম। একাধিক সংবাদ সংস্থার চ্যানেলে ইন্টার্ন হিসাবে কাজ করেছেন তিনি। কর্মরত থাকাকালীন ব্যবসা করার সিদ্ধান্ত নেন আনম।
রমজান উপলক্ষে ভারতে নানা জায়গায় এক্সপো হয়। ভারতের অন্যতম বৃহৎ এক্সপো হিসাবে নাম রয়েছে 'দওয়াত-এ-রমজান'-এর। প্রতি বছর সেই এক্সপোয় দেড় লক্ষ দর্শকের ভিড় হয়। ২০২২ সালে 'দওয়াত-এ-রমজান' প্রতিষ্ঠা করেন আনম। ২০১৬ সালে আকবরের সঙ্গে বিয়ে হলেও সেই সংসার টেকেনি আনমের। বিয়ের দু-বছর পর ২০১৮ সালে আনমের সঙ্গে আকবরের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের এক বছর পর আবার বিয়ে করেন আনম। দ্বিতীয় বিবাহের পর ক্রিকেটজগতের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আনমের। ২০১৯ সালে ক্রিকেটার মহম্মদ আসাদউদ্দিনকে বিয়ে করেন আনম। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের পুত্র আসাদউদ্দিন। বিয়ের তিন বছর পর ২০২২ সালে কন্যাসন্তানের জন্ম দেন আনম। আনম তাঁর কন্যাসন্তানের নাম রাখেন দুয়া। ২০২৩ সালে কন্যার নামে একটি ফ্যাশন সংস্থা খোলেন তিনি।
শেয়ার বাজারে ঝড় উঠেছে, প্রথমবার ৭৯ হাজার পেরল সেনসেক্স
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ঝড়ের গতিতে ছুটছে শেয়ার বাজার। এদিন নজির গড়ে প্রথমবার সেনসেক্সের সূচক পেরল ৭৯ হাজার পয়েন্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই নজির গড়ে শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল সেনসেক্স। একই সঙ্গে সর্বকালের সেরা সূচকে পৌঁছে গিয়েছে নিফটিও। এদিন সকালে বাজার খোলার পর থেকেই উর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটির সূচক। মূলত ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলোর শেয়ারে বিনিয়োগ বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকেই নয়া নজির গড়ে সেনসেক্স।