জম্মুর বিমানবন্দরে হামলা চালাল পাকিস্তান। জম্মুর শহরজুড়ে ইতিমধ্যে ব্ল্যাক আউট করা হয়েছে। পাঠানকোট এয়ারবেসের কাছ থেকে গুলির শব্দ শোনা গিয়েছে বলে সূত্রের খবর। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। ৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের S400 এয়ার ডিফেন্স সিস্টেম চালু হয়ে যাওয়ার ফলে সব মিসাইল ব্লক করা হয়েছে। জম্মুর বিমানবন্দর, সামবা, আরএস পুরা, আর্নিয়া-সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। গুলির শব্দ শোনা যাচ্ছে এলাকায়।
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
বুধবার, ৭ মে, ২০২৫
'অপারেশন সিঁদুরে' কোমর ভেঙে পাল্টা গোলাবর্ষণ পাক সেনার; মৃত ১৫
পেহলগাঁও জঙ্গি হামলার মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এমন আবহে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাও। পাক সেনাকে 'যা খুশি' করার ছাড়পত্রও দিয়ে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই পরিস্থিতিতে পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৫ ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুরের' পরেই পাকিস্তান সেনা সীমান্তে শুরু করেছে ভারী গোলবর্ষণ। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক জায়গায় জঙ্গি শিবিরগুলিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এরপর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ৪৩ জন আহত হয়েছেন। সংবাদসংস্থা ANI সূত্রে এমনই খবর। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান গোলাগুলি-শেল ছুড়তে শুরু করে। পুঞ্চ ও তাংধর এলাকায় চলে বেপরোয়া বোমা বর্ষণ। তাতে ১৫ জনের মৃত্যু হয়। পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা(LOC) বরাবর সামনের গ্রামগুলিতে ভারী মর্টার শেল নিক্ষেপ করে চলেছে পাকিস্তান সেনাবাহিনী। গোলাগুলিতে দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অফিসাররা।
প্রত্যাঘাত করবেই পাকিস্তান! তৈরি ভারতীয় বায়ুসেনা
পাল্টা প্রত্যাঘাত করবেই পাকিস্তান। 'অপারেশন সিঁদুরে' আঁতে ঘা লেগেছে পাকিস্তানের। এবার তার বদলা নিতে চায়। এই বিষয়ে নিশ্চিত ভারতীয় বায়ুসেনাও। তাই প্রস্তুত তারাও। ইতিমধ্যেই হয়ে গিয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। সূত্রের খবর, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতেই ভারত পাকিস্তানে ঢুকে 'অপারেশন সিঁদুর' চালিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই আঘাতের সেভাবে জবাব দিতে পারেনি পাকিস্তান। তবে এই প্রত্যাঘাত পাকিস্তানে সামরিক শক্তির থেকে বেশি আত্মবিশ্বাসে লেগেছে। তাই তারাও পাল্টা হামলা চালাতে পারে।
এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দেশের সবক’টি বায়ুসেনা কমান্ডের কর্তা এবং শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, মূলত ভারতের আকাশ কীভাবে সুরক্ষা ব্যবস্থা দিয়ে সম্পূর্ণ মুড়ে ফেলা যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। এছাড়াও পাকিস্তানের দিক থেকে যদি স্ট্রাইক হয়, তাহলে কোন কমান্ডের কী দায়িত্ব থাকবে এবং কীভাবে এই প্রত্যাঘাতে জবাব আকাশ থেকে আকাশে দেবে, সেটাও কার্যত স্থির হয়ে গিয়েছে বলে বায়ুসেনা সূত্রে খবর।
পাকিস্তান ইতিমধ্যেই নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে। সংসদে জরুরি অধিবেশন ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সব দলকে একজোট থাকার অনুরোধ করেছেন।
মাসুদ আজহার জীবিত না মৃত?
ভারতের অপারেশন সিঁদুরে কি মৃত জঙ্গি নেতা মাসুদ আজহার? মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের বাহওয়ালপুরের একটি বড় জঙ্গি ডেরা গুঁড়িয়ে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। ওই জঙ্গি শিবিরটি মাসুদ আজহারের জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ দ্বারা পরিচালিত হত বলেই খবর পাওয়া গিয়েছে। বলে রাখা ভাল, ২০০১ সালে ভারতে সংসদ হামলার মূল চক্রী ছিলেন এই মাসুদ আজহার।
সূত্রের খবর, বাহাওয়ালপুরের এই জঙ্গি শিবিরে নিয়মিত যাতায়াত ছিল মাসুদ আজহারের। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অত্যন্ত গোপনে মঙ্গলবার গভীর রাতে সেখানেই আকাশ পথে নিঁখুত হামলা চালায় ভারত। সূত্রের খবর, ভারত যে জায়গায় হামলা চালিয়েছে সেটি জৈশের সদর দফতরের চৌহদ্দির মধ্যেই ছিল। বছরের পর বছর ধরে এই জঙ্গি ঘাঁটিতেই পাকিস্তানের সেনা কর্তা, পাক গোয়েন্দা বাহিনীর সহযোগীরা এবং চরমপন্থী পাকিস্তানি মৌলবীরা একজোট হয়ে ভারত বিরোধী চক্রান্ত সাজাতেন বলে খবর। গত কয়েক মাস ধরেই জনসমক্ষে সেভাবে দেখা যায়নি মাসুদ আজহারকে। ২০২৪ সালের শেষ দিকে এই বাহাওয়ালপুরেই শেষবার প্রকাশ্যে দেখা মিলেছিল এই জঙ্গি নেতার। এর পর থেকেই তাঁর গতিবিধির উপরে নজর রাখছিলেন ভারতীয় গোয়েন্দারা। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবির পাশাপাশি বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবরে ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত ছিলেন, উঁচু পাঁচিল ঘেরা বাহাওয়ালপুরে জৈশের সদর দফতরের ওই চৌহদ্দির মধ্যেই অবস্থান ছিল মাসুদ আজহারের।
গোয়েন্দাদের কাছে আরও খবর ছিল, মাসুদ আজহারের সঙ্গে তাঁর ছেলেকেও নিয়মিত ওই জায়গায় দেখা যাচ্ছিল। নতুন জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল মাসুদ আজহারের ছেলে। বিভিন্ন সময়ে উস্কানিমূলক ভাষণ দিতেও দেখা শোনা গিয়েছে তাকে৷
এখন সবথেকে বড় প্রশ্ন, অপারেশন সিঁদুরের পর মাসুদ আজহার কি জীবিত রয়েছেন? এখনও পর্যন্ত যা ইঙ্গিত মিলেছে, তাতে হামলার সময় মাসুদ আজহার ওই জায়গাতেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
পাকিস্তানের ৯ জায়গায় হামলা চালাল ভারত!
পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে হামলা ভারতের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রত্যাঘাতের পরই এক্স হ্যান্ডেলে সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, খতম ৮০ জঙ্গি। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে।
শনিবার, ৩ মে, ২০২৫
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে ফেলার দাবি গাভাসকরের!
চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সেখানে কি পাকিস্তানকে খেলতে দেখা যাবে না? পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর যা পরিস্থিতি, তাতে পাকিস্তানকে বাদ দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনই চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের। এর পরেই তিনি বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে ফেলার কথা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গাভাসকর বলেন, "বিসিসিআই সবসময় ভারত সরকারের কথা অনুযায়ী চলে। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রেও এর কোনও বদল হবে। ভারত ও শ্রীলঙ্কা এশিয়া কাপের আয়োজক। তাই এটা নির্ভর করবে পরিস্থিতি কতটা পরিবর্তিত হবে তার উপর। আমি তো কোনওভাবেই পাকিস্তানকে এশিয়া কাপের অংশ হতে দেখছি না। আসলে দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার উপর অনেককিছু নির্ভর করছে।"
পাকিস্তান থেকে সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার!
পহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার জের। পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার। সরাসরি কিংবা ঘুরপথেও ভারতে প্রবেশ করবে না পাকিস্তানি পণ্য। এমন ঘোষণা দেশের বাণিজ্য মন্ত্রকের।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, "পাকিস্তানে তৈরি কোনও পণ্য সরাসরি বা ঘুরপথে ভারতে আমদানি করার ক্ষেত্রে অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা জারি করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।" ফরেন ট্রেড পলিসি (২০২৩) বা বৈদেশিক বাণিজ্য নীতিতে এই নিয়ে একটি শর্ত আরোপ করা আছে।
বিজ্ঞপ্তিতে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) জানান, দেশ তথা দেশবাসীর নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনও কিছু জরুরি প্রয়োজনে পাকিস্তান থেকে আমদানি করতে হয়, তাহলে ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে।
স্থানীয়দের মদতেই পহেলগাঁও হামলা; বিস্ফোরক ফারুক আবদুল্লা
পহেলগাঁও হামলার রেশ এখনো কাটেনি। ২২ এপ্রিল পাক জঙ্গিরা এত বড় নাশকতা ঘটাতে পেরেছিল স্থানীয় জঙ্গিদের মদতেই, মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। একই সঙ্গে তাঁর দাবি, এই হামলার নেপথ্যে হাত থাকতে পারে লস্কর প্রধান মাসুদ আজহারেরও! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বলেছেন, "স্থানীয়দের মদত ছাড়া এত বড় হামলা সম্ভব নয়। কোনও না কোনও ভাবে পহেলগাঁও হামলায় জড়িত আছেন স্থানীয়রা।" কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমার মনে হয় না কারোর সাহায্য ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদি কেউ সাহায্য না করে, তাহলে জঙ্গিরা কোথা থেকে এল? কীভাবে এল?" ফারুকের বক্তব্য, পাক জঙ্গিদের হ্যান্ডেলার সর্বত্র রয়েছে। এই হ্যান্ডেলরারাই আগে মুম্বই, উরি, রাজৌরিতে হামলা চালিয়েছে। তিনি বলেছেন, "ধরা পড়ার আগে পর্যন্ত আমরা বলতে পারছি না অভিযুক্ত কারা। তবে পহেলগাঁও জঙ্গি হামলায় যে কেউ যুক্ত থাকতে পারে।"
শুক্রবার, ২ মে, ২০২৫
'সহ্যের সীমা ছাড়িয়েছে';পহেলগাঁও হামলায় কড়া প্রতিক্রিয়া গীতিকার জাভেদ আখতারের
পহেলগাঁও হামলা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন প্রবীণ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতারের। গীতিকার জানান, সরকার কাশ্মীরে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু সন্ত্রাসীরা কাশ্মীরে ঘৃণ্য পরিকল্পনার মাধ্যমে সেই শান্তি নষ্ট করেছে।
জাভেদ আখতার এরপরেই বলেন, "এনাফ ইজ এনাফ। এবার সময় এসেছে প্রত্যুত্তর দেওয়ার।" ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় ছুটি কাটাতে আসা হাজারেরও বেশি পর্যটকের উপর চারজন সন্ত্রাসী অন্ধভাবে গুলি চালায়। এই কাপুরুষোচিত হামলায় ২৬ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন।
এই ঘটনায়, গীতিকার আখতার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। এই হামলার জন্য তিনি পাকিস্তানকেই দায়ী করেছেন। গীতিকার বলেন, "বারবার সন্ত্রাসী হামলার কারণে দেশের পরিবেশ খারাপ হচ্ছে। উদ্বেগের কারণ হয়ে দাড়াচ্ছে। আমাদের দেশ জার্মানির সঙ্গে সীমান্ত ভাগ করে না। অথচ পাকিস্তান বলছে যে এই হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এটা কি ধরে নেওয়া ঠিক হবে যে সন্ত্রাসীরা এসেছিল, সাধারণ মানুষের ওপর হামলা চালালো। তারপর অন্য কোথাও চলে গেল। কেউ জানে না এই সন্ত্রাসীরা কোথায় গেছে। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই তা বোধগম্য নয়।"
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস!
অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করেন বলে জানা গিয়েছে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। এর পরে দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারত। গোটা ভারতে দিকে দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছিল।
বাংলাদেশের হাই কোর্টে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি ছিল বুধবার। শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার যৌথ বেঞ্চ আবেদনটি মঞ্জুর করে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি চিন্ময়কৃষ্ণের মামলায় রুল জারি করেছিল আদালত। কেন তাঁকে জামিন দেওয়া হবে না, আদালত জানতে চেয়েছিল। এই সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। কিন্তু সে দিন আদালত জানায়, ৩০ এপ্রিল শুনানি হবে। অবশেষে বুধবার শুনানি শেষ হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে।
পহেলগাঁওয়ের বদলা; ভারতের ভয়ে 'হাসপাতালে' পাক প্রধানমন্ত্রী
পহেলগাঁও হামলার পর থেকে যখন ভারত-পাক সম্পর্কে উত্তেজনা তুঙ্গে, সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করে জঙ্গিদমনে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন সময় জানা গেল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নাকি হাসপাতালে ভর্তি। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই বলছেন, পহেলগাঁও হামলার পিছনে পাক যোগের একের পর এক প্রমাণ ফাঁস হতেই অস্বস্তিতে পাক সরকার। তাই মুখ লুকোতেই হাসপাতালে আশ্রয় নিয়েছেন শেহবাজ শরিফ। যদিও পাক সরকার সূত্রে দাবি, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নাকি অশ্বের সমস্যা ধরা পড়েছে। ২৭ এপ্রিল থেকেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল ভারতের হামলার ভয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির নিজেই নাকি রাওয়ালপিন্ডিতে ব্যাংকারে লুকিয়ে রয়েছেন! আসলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি পাকিস্তানের সেনাপ্রধানকে।
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
'সব পাকিস্তানিদের খুঁজে বের করুন';নির্দেশ দিলেন অমিত শাহ
এবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে তাঁদের রাজ্যে বসবাসকারী পাকিস্তানিদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারতে বসবাসকারী সব পাকিস্তানিদের যাতে খুঁজে বের করা যায়, সেই উদ্দেশ্যেই প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমন বার্তা দিয়েছেন শাহ। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতে বসবাসকারী সব পাকিস্তানির ভিসা বাতিল করেছে ভারতের বিদেশমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ভারতে বসবাসকারী পাকিস্তানিদের ভিসা বৈধ থাকবে। যাঁরা চিকিৎসা করানোর জন্য ভারতে রয়েছেন, সেই সমস্ত পাকিস্তানিদের আরও ৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হবে।
ভারত দাবি করেছে, পহেলগাঁও হামলার পিছনে যে পাকিস্তানের যোগ রয়েছে, সেই প্রমাণ পাওয়া গিয়েছে। এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যের মতো দেশের কূটনীতিকদের পাক যোগের প্রমাণও দেখিয়েছেন।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
জরুরি বৈঠকে বসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, কোন বড় ইঙ্গিত?
পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তরফ থেকেও একটি বৈঠক ডাকা হয়েছে। সেটি মূলত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক বলে জানা গিয়েছে। বুধবার দফায় দফায় বৈঠকের পর ভারত যা সিদ্ধান্ত নিয়েছে, তাতে দু-দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা অর্থনৈতিক বিষয়টিও সরাসরিভাবে ধাক্কা খাবে। সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা যায়, তার রূপরেখা তৈরি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছেন।
হাই অ্যালার্টে রাখা হয়েছে পাকিস্তানের বায়ুসেনাকে। আরব সাগরের পাক নৌবাহিনীর মহড়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির।
পহেলগাঁও জঙ্গি হামলার পর তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাম ঘুরে দিল্লি ফেরার পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। আড়াই ঘণ্টা চলে সে বৈঠক। আপাতত পাকিস্তানের বিরুদ্ধে ছ-দফা কূটনৈতিক বাণ ছোড়ে ভারত। তবে কেবল কূটনৈতিক নয়, পাকিস্তান ভারতের আরও বড় কোনও পদক্ষেপের আশঙ্কা করছে। সে কারণেই পাক প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক বলে জানা যাচ্ছে।
গৌতম গম্ভীরকে ক্রমাগত খুনের হুমকি!
পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সরব হওয়ার ২৪ ঘন্টার মধ্যে খুনের হুমকি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানায়, প্রাণে মেরে ফেলার ক্রমাগত হুমকি ই-মেল পেতেই নিরাপত্তার কারণে উদ্বেগে রয়েছেন গম্ভীর। একটি সন্দেহজনক জি-মেইল অ্যাকাউন্ট থেকে হুমকিগুলি পাওয়া গিয়েছে।
বিষয়টি নিয়ে ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন একটি বিবৃতিতে বলেন, গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কিত একটি ই-মেল আইডিতে হুমকি মেল পাওয়ার কথা আমাদের জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গৌতম গম্ভীর ইতিমধ্যেই দিল্লি পুলিশের সুরক্ষাপ্রাপ্ত এবং আমরা নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করব না।"
পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে, প্রাক্তন বিজেপি সাংসদ গম্ভীর 'আইসিস কাশ্মীর' নামে পরিচয় দেওয়া একজন প্রেরকের কাছ থেকে 'আই কিল ইউ' লেখা দুটি হুমকি ই-মেল পেয়েছেন।
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পহেলগাঁওয়ের হামলায় জড়িতদের দ্রুত জবাব দেবে ভারত:রাজনাথ সিং
পহেলগাঁওয়ে হামলায় জড়িতরা রেহাই পাবে না। দ্রুত তাদের কড়া জবাব দেবে ভারত। এই ধরনের হামলা চালিয়ে ভারতকে ভয় দেখানোও যাবে না। দিল্লির একটি অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, "দেশবাসীকে আমি আশ্বস্ত করছি, অপরাধীদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে। যারা এই হামলা করছে শুধু তাদের চিহ্নিত করলেই আমাদের কাজ শেষ হবে না। পর্দার নেপথ্যে থেকে সন্ত্রাসের মদতদাতাদেরও রেয়াত করা হবে না।"
জঙ্গি হামলার পর গোটা দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টই বলেন, "ভারতের মতো বড় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশকে এই ধরনের জঙ্গি কার্যকলাপ করে ভয় দেখানে যায় না। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তারা খুব দ্রুত জবাব পাবে। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, সন্ত্রাসবাদের সঙ্গে কোনওরকম আপস ভারত কোনওদিন করেনি আর আগামিদিনেও করবে না।"
সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরলেন মোদী!
জঙ্গিদের ছাড়া হবে না। পহেলগাঁওয়ে আচমকা পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরই কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ফোনে কথাও বলেন। এবার সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরলেন তিনি। বুধবার ভোরেই জেড্ডা থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। সকালে দিল্লি বিমানবন্দরে নামেন তিনি। সূত্রের খবর, এদিনই মন্ত্রিসভার বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। ২ দিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন প্রধানমন্ত্রী। গতকাল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পেয়েই অমিত শাহকে ফোন করেন। পরিস্থিতি খতিয়ে দেখতে শাহকে কাশ্মীর যাওয়ার বার্তাও দেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। তারপরই শ্রীনগর রওনা দেন।
গতকাল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর এই ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন মারা গিয়েছেন। পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গি গোষ্ঠী। হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না। বুধবার রাতে তাঁর সৌদি আরব থেকে ফেরার কথা ছিল। কিন্তু, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পাওয়ার পরই সফর কাটছাঁট করার সিদ্ধান্ত নেন তিনি। বুধবার ভোরেই জেড্ডা থেকে রওনা দেন।
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বেঁধে রেখে ছুরি ও কাচের বোতলের আঘাতে প্রাক্তন পুলিশকর্তাকে খুন করেন স্ত্রী!
কর্নাটকের প্রাক্তন পুলিশপ্রধান ওম প্রকাশের রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য চরমে। রবিবার তাঁকে নিজের বেঙ্গালুরুর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাক্তন ওই পুলিশকর্তার স্ত্রী পল্লবী এবং কন্যাকে রবিবার রাত থেকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা জানতে পেরেছেন, রবিবার দুপুরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ৬৮ বছরের ওম। তখনই তাঁর দিকে লঙ্কাগুঁড়ো ছুড়ে মারা হয়। স্বামীকে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্রের আঘাত করেন স্ত্রী। সেই আঘাতেই মৃত্যু হয়েছে ওমের। খুনের পর বান্ধবীকে ফোন করে তাঁর স্ত্রী বলেন, 'রাক্ষসটাকে মেরে ফেলেছি'। রবিবার বেঙ্গালুরুর বাড়ি থেকে ওমের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময়ে স্ত্রী ছাড়াও বাড়িতে ছিলেন প্রাক্তন পুলিশকর্তার কন্যা। খুনের ঘটনার সঙ্গে কন্যাও জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, খুনের পর ওমের স্ত্রী যে বান্ধবীকে ফোন করেছিলেন, তিনি কর্নাটকেরই আর এক প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী। তাঁর কাছে খুনের কথা স্বীকারও করে নেন পল্লবী। সেই বান্ধবী নিজের স্বামীকে ঘটনার কথা জানান এবং তাঁর মাধ্যমে খবর পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পেরেছে, সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে ওমের বিবাদ ছিল। সম্প্রতি কোনও একটি সম্পত্তি তিনি এক আত্মীয়ের নামে লিখে দিয়েছিলেন। যাতে রাজি ছিলেন না পল্লবী। রবিবার দুপুরেও তা নিয়েই দু-জনের মধ্যে ঝামেলা হয় বলে প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান। ঝগড়া চলাকালীন প্রাক্তন পুলিশকর্তাকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারেন মহিলা। তার পর তাঁকে দড়ি দিয়ে ঘরের মধ্যেই বেঁধে ফেলেন। দু-টি ধারালো ছুরি দিয়ে ওমকে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। মারা হয়েছে একটি কাচের বোতল দিয়েও। প্রাক্তন পুলিশকর্তার পেটে এবং বুকে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তার রিপোর্ট দেখে খুনের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ সূত্রে খবর, বাড়ির একতলায় থাকতেন ওম এবং তাঁর স্ত্রী। কন্যা থাকতেন উপরের তলায়। ঘটনার সময়ে তিনি কোথায় ছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। ওই সময়ে বাড়িতে আরও এক জন উপস্থিত ছিলেন। বেঙ্গালুরু পুলিশের সহকারী কমিশনার বিকাশ কুমার জানিয়েছেন, রবিবার বিকেল ৪টে নাগাদ ওমের মৃত্যুর খবর পান তাঁরা।
১৯৮১ সালের ব্যাচের আইপিএস আধিকারিক ছিলেন ওম। বিহারের চম্পারণ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০১৫-১৭ সাল পর্যন্ত কর্নাটকের ডিজিপি ছিলেন। ২০১৭ সালে কর্নাটক পুলিশের প্রধান পদে থাকাকালীনই অবসর নেন।
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে শুনানি বুধবার!
বুধবার সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলির শুনানি হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনবে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। দুপুর ২টো নাগাদ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। বুধবার সবগুলি মামলার একত্রে শুনানি শুরু হবে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রাক্তন সাংসদ সেলিম মঙ্গলবার শীর্ষ আদালতে এই মর্মে একটি রিট পিটিশন দাখিল করেছেন। শীর্ষ আদালতে আবেদন জানানোর আগে মুসলিম ল’ বোর্ডের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সেলিম। মঙ্গলবার তিনি বলেন, "আমরা মামলা করেছি সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্য সরকার কোনও মামলা করেনি। ওয়াকফ বিলের ভোটাভুটির সময়ে লোকসভায় তৃণমূলের তিন জন সাংসদ অনুপস্থিত থেকেছেন।" তবে রাজ্য সরকারের তরফে কোনও মামলা করা না-হলেও তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
ন্যাশনাল হেরাল্ড মামলা; সনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিড ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের অস্বস্তি বাড়ল সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। চার্জশিটে নাম রয়েছে সনিয়া ও রাহুলের। নাম রয়েছে শ্যাম পিত্রোদারও। আগামী ২৫ এপ্রিল মামলার শুনানি হবে।
ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় এই প্রথম সনিয়া ও রাহুলের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। যদিও গান্ধী পরিবারের তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপিকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, "রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় দেখানোর চেষ্টা ছাড়া এই চার্জশিট আর কিছু নয়।" ইডির চার্জশিটে নাম রয়েছে কংগ্রেসের আন্তর্জাতিক শাখার প্রধান শ্যাম পিত্রোদার। তাঁরও কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার ন্যাশনাল হেরাল্ড মামলায় ৬৬১ কোটি টাকার স্থায়ী সম্পত্তি নিজেদের হেফাজতে নেওয়ার নোটিস জারি করে ইডি। কংগ্রেস নিয়ন্ত্রণাধীন অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের (AJL) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে নেমে এই স্থায়ী সম্পত্তিগুলি নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। দিল্লি ও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বাড়ি, লখনউয়ের বিশ্বেশ্বরনাথ রোডে এজেএল বিল্ডিং এবং দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে ন্যাশনাল হেরাল্ড হাউস নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। সেজন্য ওইসব সম্পত্তি খালি করতে বলা হয়েছে ইডির তরফে।
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ফের দাম বাড়ছে রান্নার গ্যাসের!
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
টি-২০ বিশ্বকাপে বেশ ভাল ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয়...
-
বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে মঞ্চেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর কয়েক ঘন্টা পরেই অবসর ঘোষণা করলেন রোহিত। সেই সঙ্গ...
-
লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামে...