স্কুল সিলেবাসে এবার পোকসো আইন। চলতি শিক্ষাবর্ষ থেকেই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হল পোকসো আইন। কোন অপরাধে কী শাস্তির কথা বলা আছে? তা বলা হয়েছে পাঠ্যবইয়ে। কবিতার মাধ্যমে উল্লেখ করা হল পকসো আইনের বিভিন্ন অংশ। অষ্টম শ্রেণির পাঠক্রমে চলতি শিক্ষাবর্ষ থেকেই তা অন্তর্ভুক্ত করা হল। পোকসো আইনের পাশাপাশি চলতি শিক্ষাবর্ষ থেকেই গুড টাচ ব্যাড টাচ আরও বড় ভাবে সিলেবাসে নিয়ে আসা হল। শুধু পোকসো নয়, স্কুলের পাঠ্যবইতে এবার আসতে চলেছে আত্মসচেতনতার পাঠ। সেইসঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতাও স্থান পেল স্কুলের পাঠ্য বইতে। ঠিক কী কী বিষয় পড়ুয়াদের পড়তে হবে?সূত্রের খবর অনুযায়ী, সাইবার অপরাধ কী এবং এই অপরাধ করলে কী শাস্তি তার বিস্তারিত উল্লেখ থাকবে পাঠ্যবইতে। অশ্লীল কনটেন্ট পাঠালে কী শাস্তি হয়? কীভাবে তা এড়ানো যায়? অশ্লীল কন্টেন্ট যাতে কেউ তৈরি করতে না পারে তার জন্য কীভাবে সতর্ক হতে হবে? এ বিষয়েও জানতে হবে পড়ুয়াদের।
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
ইডিকে লাখ টাকা জরিমানা হাইকোর্টের!
সাজা দিতে গিয়ে বিপদে পড়ল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। আদালতে এই নিয়ে ব্যাপক তুলোধনা। ইডিকে ১ লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হল, তারা সাধারণ মানুষকে হেনস্থা করতে পারে না। আইনের মধ্যে সিমাবদ্ধ থেকে কাজ করতে হবে।
জানা গিয়েছে, মুম্বইয়ের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী রাকেশ জৈনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিল ইডি। এক ব্যক্তি, যিনি ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর থেকে সম্পত্তি কিনেছিলেন, তিনি চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে মুম্বইয়ের ভিলে পার্লে পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই আর্থিক তছরুপের তদন্ত শুরু করে কেন্দ্রের তদন্তকারী সংস্থা। ২০১৪ সালের অগস্ট মাসে ওই ব্যবসায়ীকে সমন পাঠানো হয় এই মামলায়।
মঙ্গলবার বম্বে হাইকোর্টের বিচারপতি মিলিন্দ যাদবের সিঙ্গল বেঞ্চ ইডির সমন খারিজ করে দিয়ে বলে, "ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিনা কারণে মামলা করা হয়েছে। আর্থিক তছরুপের অভিযোগ দাঁড়ায় না।" ইডিকে ১ লক্ষ টাকা জরিমানা করে আদালতের তরফে বলা হয়, "তদন্তকারী সংস্থাগুলির কাছে কড়া বার্তা পৌঁছনো উচিত যে সাধারণ নাগরিকদের যেন হেনস্থা না করা হয়। ইডির মতো সংস্থাদের সময় এসেছে আইন নিজের হাতে না নেওয়া এবং সাধারণ মানুষদের হেনস্থা না করা।"
ইডির পাশাপাশি যে ব্যক্তি প্রথম অভিযোগ জানিয়েছিলেন, তাকেও ১ লক্ষ টাকা জরিমানা করে বম্বে হাইকোর্ট। আদালতের তরফে আর্থিক তছরুপের ব্যখ্যা দিয়ে বলা হয় যে যখন কোনও ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য সকলকে আঁধারে রেখে কোনও আর্থিক প্রতারণা করে, তখন তা আর্থিক তছরুপ হিসাবে গণ্য হয়।
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
সইফ-কাণ্ড; জেরায় দোষ স্বীকার হামলাকারীর
রবিবার ভোরে সইফ আলি খানের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে ধরা পড়েন হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ। তাঁকে ইতিমধ্যে বান্দ্রা আদালতে পেশ করা হয়। খবর, জেরার মুখে অবশেষে দোষ স্বীকার করেছেন অভিযুক্ত শরিফুল। বলেছেন, "হ্যাঁ আমিই করেছি।" তাঁর বয়ান অনুযায়ী, পটৌদী প্যালেসে ডাকাতির চেষ্টা তিনিই করেন। সইফের হামলাকারীও তিনি।
এর পাশাপাশি শরিফুল আরও জানিয়েছেন, তিনি পটৌদী প্যালেস সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না। জানতেন না, সইফ আলি খানের বাড়িতে চুরি করতে ঢুকেছেন। এমনকি, অভিনেতাকে পর্যন্ত চিনতেন না। তিনি পরে জানতে পারেন, যাঁকে আক্রমণ করেছিলেন তিনি জনপ্রিয় অভিনেতা। অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর পাশাপাশি ঘটনা পুনর্নিমাণেরও নির্দেশ দিয়েছে আদালত। সে ক্ষেত্রে আক্রমণকারীকে ফের পটৌদী প্যালেসে নিয়ে যাবে পুলিশ।
মুম্বই পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বৈধ নথিপত্র ছাড়াই ভারতে বসবাসকারী শরিফুল গত পাঁচ মাস ধরে এলাকার বিভিন্ন সংস্থায় কাজ করছিলেন। ইতিমধ্যেই ওরলি এবং ঠাণে এলাকার দু-টি রেস্তরাঁ-পাব ও হোটেলে শরিফুলের কাজ করার কথা জেনেছে পুলিশ। জানা গিয়েছে, ওরলি এলাকার রেস্তরাঁয় চুরির অভিযোগ উঠেছিল শরিফুলের বিরুদ্ধে। সেই কারণে তাঁর চাকরিও গিয়েছিল গত অগস্টে। শনিবার দুই রেস্তরাঁয় হানা দেয় প্রশাসন। সইফের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ওই দুই রেস্তরাঁ থেকে সরিয়ে দেওয়া হয় পুরনো সাফাইকর্মীদের।
পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ওরলির ওই রেস্তরাঁর ম্যানেজার জানান, যে ঠিকাদারের কাছ থেকে তাঁরা কর্মী ভাড়া নেন সেই ঠিকাদারকেও বরখাস্ত করা হয়েছে। কারণ তাঁরা জানতে পেরেছেন, চুরির অভিযোগে শরিফুলকে বরখাস্ত করার পরও ওই ঠিকাদার তাঁকে কর্মী আবাসনে থাকার অনুমতি দিয়েছিলেন। শনিবার পুলিশ তদন্তে যাওয়ার পর বিষয়টি স্পষ্ট হয় রেস্তরাঁ কর্তৃপক্ষের কাছে।
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
২৪ ঘণ্টা চিরুনি তল্লাশি; সইফের ওপর হামলায় আটক ১; চলছে জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার লাগাতার চিরুনিতল্লাশি চালায় পুলিস। শুক্রবার ধরা পড়ল সইফ আলি খান পটৌদীকে আক্রমণকারী। খবর, একেই সইফের বাড়ির সিসিটিভিতে দেখা গিয়েছে। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় ওই সন্দেহভাজন ইতস্তত ঘুরছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে পুলিশ। খবর, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল। পুলিশি গ্রেফতারির কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে। প্রশাসনের আরও অনুমান, পটৌদীর বাড়ি থেকে বেরিয়ে সন্দেহভাজন সম্ভবত পোশাক বদলে নেয়। পুলিশ ইতিমধ্যেই ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি, তথ্যদাতাদের দেওয়া তথ্য অনুসরণ করে বাকি অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে। এর আগে হামলাকারীর খোঁজে পুলিশ ভাসাই এবং নালাসোপাড়াতেও অভিযান চালায় বলে খবর।
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে!
হরিয়ানার বিজেপির প্রধান মোহনলাল বড়োলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তিনি একা নন, সঙ্গীতশিল্পী রকি মিত্তলের বিরুদ্ধেও একই অভিযোগ সামনে এসেছে। থানায় দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, হিমাচল প্রদেশের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন মোহনলাল এবং রকি। সোলানের কসৌলি থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী হরিয়ানার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, দেড় বছর আগে, চাকরি দেবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন মোহনলাল এবং রকি। এমনকি, তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
নির্যাতিতার অভিযোগ, কসৌলির এক হোটেলে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জোর করে মদ্যপান করানো হয়। শুধু তা-ই নয়, রকি নামে ওই সঙ্গীতশিল্পী তাঁকে অভিনয়ের সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল তাঁকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দেন। অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়েই বার বার ধর্ষণ করা হয়। সোলানের পুলিশ সুপার গৌরব সিংহ জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে।
হরিয়ানার রাজনীতিতে খুবই চর্চিত ৬১ বছর বয়সি মোহনলাল। গত লোকসভা নির্বাচনে জিতে প্রথম বার লড়েন তিনি। কিন্তু জিততে পারেননি। তাঁকে হরিয়ানার রাজ্য বিজেপির সভাপতি করা হয়। তিনি এক সময় আরএসএস করতেন। পরে বিজেপির হয়ে মুরথাল থেকে জেলা পরিষদ নির্বাচনে জেতেন। সেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট পান।
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলেই পুরস্কার! বড় ঘোষণা নীতীন গড়করির!
পুণ্য অর্জন সঙ্গে সঙ্গে মিলবে বড় পুরস্কারও। পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে সরকার। সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়করি। মূলত, রাস্তায় দুর্ঘটনায় আহত কাউকে দেখে পথচারিরা যাতে মুখ ফিরিয়ে চলে না যান তার জন্যই এই উদ্যোগ সরকারের।
দেশজুড়ে বেড়ে চলা পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে ২০২১ সালে এক প্রকল্প চালু করা হয়েছিল কেন্দ্রের তরফে। যার মাধ্যমে দুর্ঘটনায় আহত কাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই ব্যক্তিকে ৫ হাজার টাকা ও প্রশংসাপত্র দেওয়া হত। মূলত দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টাকে ‘'গোল্ডেন আওয়ার' হিসেবে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে আহত হাসপাতালে চিকিৎসা পেলে প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে দেশবাসীকে উৎসাহ দিতে এবার এমন গুরুত্বপূর্ণ পুরস্কারের টাকা বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
এখন কেমন আছেন অভিনেতা টিকু তালসানিয়া?
"সবার প্রার্থনায় আমার বাবা এখন আগের থেকে অনেকটা সুস্থ।" খবর দিলেন শিখা তালসানিয়া। শনিবার এসেছিল খবরটা। আচমকাই অসুস্থ অভিনেতা টিকু তালসানিয়া। সঙ্কটজনক অবস্থায় হাসপাকালে ভর্তি করানো হয়েছে অভিনেতা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেতা। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। রবিবার সবাইকে আশ্বস্ত করেছেন তাঁর কন্যা। তিনি ইনস্টাগ্রামে লেখেন, "আমার বাবার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।" সেই সঙ্গে নার্সিংহোমের চিকিত্সক এবং বাকি স্টাফেদেরও ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য,অভিনয়ের জগতে তাঁর যাত্রা শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। গুজরাটি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। পরে বলিউডে পা রেখে একের পর এক কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। ১৯৮৮ সালে রাজীব মেহরার পরিচালিত 'প্যায়ার কে দো পল' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন টিকু।
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
পথ দুর্ঘটনায় দেড় লক্ষ টাকা পর্যন্ত দেবে কেন্দ্রের সরকার!
পথ দুর্ঘটনায় আহতদের দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। সম্প্রতি গুরুত্বপূর্ণ এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি। তিনি বলেন, গত বছর মার্চ মাসে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল প্রকল্পটি। এবার দেশজুড়ে তা চালু করা হচ্ছে। নয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনও রাস্তায় গাড়ি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
প্রতিবছর সারা দেশে পথ দুর্ঘটনায় নিহত হন লক্ষাধিক মানুষ। আহতের সংখ্যাটা তার চেয়েও বেশি। গুরুতর এই পরিস্থিতিতে আহতদের পরিবারগুলির পাশে দাঁড়াতেই এই উদ্যোগ সরকারের। জানা যাচ্ছে, দেড় লক্ষ টাকা পর্যন্ত এই ক্যাশলেস চিকিৎসা দুর্ঘটনার পর প্রথম ৭ দিন পর্যন্ত পাওয়া যাবে। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA), পুলিশ, হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য বিভাগ মিলিতভাবে গোটা বিষয়টি দেখবে। অনলাইনের মাধ্যমে পথ দুর্ঘটনায় আহতরা চিকিৎসার সুবিধা নিতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে পরিবহন দপ্তরের পোর্টালে দুর্ঘটনার যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে আহতকে। এর পর তা খতিয়ে দেখে চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়া হবে আহতকে।
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
আটক প্রশান্ত কিশোর!
বিপাকে প্রশান্ত কিশোর। পটনার গান্ধি ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশনরত জন সুররাজ প্রধান প্রশান্ত কিশোরকে ভোররাতে গ্রেফতার করল বিহার পুলিশ। ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবিতে বৃহস্পতিবার থেকে জনসুরাজের প্রতিষ্ঠাতা আমরণ অনশন করছেন প্রশান্ত কিশোর।
বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন প্রশান্ত কিশোর। এদিকে সরকার পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণার পরে সেই আন্দোলন আরও বড় আকার নেয়। প্রশান্ত কিশোরের দাবি, সরকারের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে অনিয়ম হয়েছে। এরই মাঝে জেলা প্রশাসন প্রশান্ত কিশোর এবং তাঁর '১৫০ জন সমর্থকের’ বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। বলা হয়, প্রশান্ত কিশোরের এই বিক্ষোভ অবৈধ। এই আবহে সোমবার ভোররাতে প্রশান্ত কিশোরকে গান্ধি ময়দান থেকে তুলে নিয়ে যায় পুলিশ।
চিনের ভাইরাস এবার ভারতে!
উদ্বেগ বাড়িয়ে এবার ভারতে সন্ধান মিলল HMPV (হিউম্যান মেটা নিউমো ভাইরাস) আক্রান্তের খোঁজ। বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন এক আট মাসের শিশুর শরীরে ধরা পড়েছে ওই ভাইরাস। তবে ভাইরাসের কোন স্ট্রেন ধরা পড়েছে, তা এখনও জানা স্পষ্ট নয়। চিনে ইতিমধ্যেই এই ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। বহু মানুষ আক্রান্ত সংক্রামক এই ভাইরাসে। তবে ভারতে ভাইরাসের খোঁজ মেলায় নতুন করে বেড়েছে উদ্বেগ। করোনা পরিস্থিতি দেখতে হবে না তো আবার? সতর্ক হল রাজ্য স্বাস্থ্য দফতরও।
ভারতে আপাতত খুব বেশি আশঙ্কা নেই বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যকেও কেন্দ্রের তরফ থেকে কোনও অ্যাডভাইজরি দেওয়া হয়নি। ফলে আপাতত নজরদারিই চালাতে হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরকে। কোনও লিখিত অ্যাডভাইজরি জারির পথে হাঁটছে না রাজ্য স্বাস্থ্য দফতরও।
যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের জল্পনা!
বহু দিন ধরেই এই জল্পনা ছিল। শনিবার থেকে ফের যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হল। এ দিন সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চহল। এমনকি পরস্পরকে ইনস্টাগ্রামে আর অনুসরণও করছেন না তাঁরা। সেখান থেকেই নতুন করে বিচ্ছেদের জল্পনার সূত্রপাত। তার পর থেকেই ধনশ্রীর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ।
এখনও চহাল বা ধনশ্রী কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে বিচ্ছেদের জল্পনা ঘনীভূত হওয়ার পরেই নেটাগরিকের রোষের মুখে অভিনেত্রী। অনেকেই এই বিষয় নিয়ে সমাজমাধ্যমে বেশকিছু বিতর্কিত পোস্টও করেছেন। চহালের অনুরাগীদের একাংশের দাবি, ধনশ্রী নাকি অন্য পুরুষদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ। সেই অনুরাগীদের পরামর্শ, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পথেই যাওয়া উচিত চহালের।
কেউ কেউ দাবি করেছেন, চহালকে নাকি দিনের পর দিনে নানা ভাবে হেনস্থাও করেছেন ধনশ্রী। অনেকেই আবার ধনশ্রীকে অনুষ্কা শর্মার থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দিয়েছেন। এক নেটাগরিকের কথায়, "চহাল, আপনি দয়া করে ধৈর্য রাখুন। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদই সঠিক সিদ্ধান্ত। যে মহিলা অন্য পুরুষদের সঙ্গে সমাজমাধ্যমে এত ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেন, তিনি কেমন বোঝাই যাচ্ছে। ওঁদের যে বিচ্ছেদ হবে, সবাই বুঝতেই পারছিল। কিন্তু কোন মামলায় ওঁরা বিচ্ছেদের পথে হাঁটেন, সেটাই এখন দেখার।" ২০২২-এ ‘চহাল’ পদবি নিজের নামের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন ধনশ্রী। যদিও তাঁর সমাজমাধ্যমে এখনও রয়েছে চহালের সঙ্গে বেশ কিছু ছবি। ফলে দু’জনের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় তা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। ২০২০ সালের ২২ ডিসেম্বর গুরুগ্রামের একটি অনুষ্ঠানে চহল বিয়ে করেন ধনশ্রীকে। ধনশ্রী আসলে চহলের নাচের শিক্ষক ছিলেন। করোনার সময় অনলাইনে নাচ শিখতে গিয়ে দু’জনের আলাপ।
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
কাশ্মীরের নাম বদলে হবে বৈদিক ঋষির নামে? শাহের বক্তব্যের পরেই জল্পনা বাড়ছে
এবার কি কাশ্মীরের নাম বদল হতে চলেছে? এমনই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে। শাহ ইঙ্গিত দিলেন, আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে। বৃহস্পতিবার দিল্লিতে 'জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস' শীর্ষক একটি বই উদ্বোধন করেন শাহ। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আমরা সবাই জানি কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়। এমন হতেই পারে যে ওঁর নাম থেকেই কাশ্মীরের নাম এসেছে।" এই বক্তব্যের পর থেকেই শুরু হয় জল্পনা। ওই অনুষ্ঠানে শাহ বলেন, "আমি অত্যন্ত আনন্দিত যে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর। উন্নয়নের পথে চলতে শুরু করে দিয়েছে। সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি, সেটা তাড়াতাড়ি ফিরে পাব।"
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
অসুস্থ চিন্ময় কৃষ্ণর আইনজীবী; ভর্তি এসএসকেএমে
বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর আইনজীবীর রবীন্দ্র ঘোষ এসএসকেএমে ভর্তি হলেন বলে জানা গিয়েছে। হৃদরোগ রয়েছে তাঁর। মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা হওয়ায় কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে। এদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানিতে রবীন্দ্র ঘোষের উপস্থিত থাকা সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠল। সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার কারণেই ভারতে এসেছিলেন চিন্ময় প্রভুর আইনজীবী অষ্টআশি বছরের রবীন্দ্র ঘোষ। উঠে ছিলেন ব্যারাকপুরে ছেলের বাড়িতে। চিন্ময়কৃষ্ণর হয়ে সওয়াল করতে গিয়ে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছিল তাঁকে। বর্ষীয়ান আইনজীবী ভারতে এসে অভিযোগ করেন, চট্টগ্রাম এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ ছিল সন্ত্রাসবাদীদের মতো। রীতিমতো আঘাত পেতে হয় তাঁকে। তাই চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন। ফিরে গিয়ে ফের সওয়াল করবেন সন্ন্যাসীর হয়ে।
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
কল্পতরু কেজরি; পুরোহিত-গ্রন্থিদের মাসে ১৮ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা
সামনেই ভোট। আর তার আগে কল্পতরু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার পুরোহিতদের প্রতি মাসে ১৮০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিলেন তিনি। দিল্লিতে নির্বাচনে জয়ী হলে পুরোহিতদের পাশাপাশি গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ ভাতা দেওয়ার কথা জানিয়েছেন কেজরিওয়াল। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি জয়ে হিন্দু ও শিখ ভোট টার্গেট আপ সুপ্রিমোর। সোমবার সাংবাদিক সম্মেলনে কেজরি বলেন,"পুরোহিত ও গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। নিঃস্বার্থ ভাবে সমাজকে সেবা দিচ্ছেন। দুর্ভাগ্য যে কেউ তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দেয়নি।" দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে পুরোহিতদের ভাতা প্রদানে নাম নথিভুক্তকরণ শুরু হবে। রাজধানীর হনুমান মন্দিরে তিনি নিজেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। সাংবাদিক সম্মেলনে বিজেপিকে খোঁচা দিয়ে কেজরি বলেন, "আমি বিজেপিকে অনুরোধ করছি নিবন্ধন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবেন না। এটা আটকানো পাপ করার সমান হবে। কারণ ওঁরা (পুরোহিত ও গ্রন্থিরা) ঈশ্বরের সঙ্গে আমাদের সেতু তৈরি করেন।"
জেলে গুরুতর অসুস্থ সন্ন্যাসী চিন্ময় প্রভু!
গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বাংলাদেশ সূত্রে পাওয়া খবর, তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এই অভিযোগে সরব হয়ে উঠেছে সেখানকার হিন্দু সংগঠনগুলি। আগামী ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। তার আগে অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল। চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় ইসকনের তরফে নতুন বছরের শুরুর দিনই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি মন্দির কর্তৃপক্ষের কাছে ওইদিন প্রার্থনাসভার জন্য আবেদন করেছে ইসকন।
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
শেষকৃত্যেও মনমোহন সিংকে অপমান মোদি সরকারের:রাহুল গান্ধী
যোগ্য সম্মান দেওয়া তো দূর, প্রয়াণের পরও মনমোহন সিংকে অপমান করল কেন্দ্রের সরকার। এমন বিস্ফোরক অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর বক্তব্য, যেভাবে নিগমবোধ ঘাট শ্মশানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হল, সেটা তাঁর পক্ষে অপমানজনক। মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পরই সোশাল মিডিয়ায় রীতিমতো বিস্ফোরক পোস্ট করলেন রাহুল। বিরোধী দলনেতা বললেন, 'মনমোহন সিংহ সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য। কিন্তু যে ভাবে মোদি সরকার তাঁর শেষকৃত্য অধিকৃত সমাধিস্থলে না করে নিগমবোধ শ্মশানে করল সেটা অপমানজনক।' রাহুলের দাবি, 'এর আগে আর কোনও প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ শ্মশানে হয়নি। স্মৃতিসৌধ বা অন্ত্যেষ্টিস্থলেই সব প্রধানমন্ত্রীর শেষকৃত্য হয়, যাতে সাধারণ নাগরিকরা সহজে দর্শন করতে পারেন।" রাহুলের সাফ কথা, 'মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য। এটুকু সম্মান সরকার দেখাতে পারত। নিগমবোধ শ্মশানে শেষকৃত্য করে দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে অপমান করেছে মোদি সরকার।"
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মনমোহন নেই; বিমর্ষ সলমান; নিলেন বড় পদক্ষেপ
বছরশেষে বিষাদের সুর। ২৬ ডিসেম্বর দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাহত গোটা দেশ। শোকের ছায়া বলিউডেও। সলমান খানের বহু প্রত্যাশিত ছবি 'সিকন্দর'এর টিজার মুক্তির কথা ছিল ২৭ ডিসেম্বর। যা মূলত ভাইজানের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সলমান নিলেন বড় সিদ্ধান্ত। টিজার মুক্তির তারিখ পিছিয়ে দিলেন অভিনেতা। 'সিকন্দর'এর নির্মাতারা অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, 'আমাদের সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির মৃত্যু হয়েছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিকন্দর টিজারের মুক্তি স্থগিত রেখেছি। এটি ২৮ ডিসেম্বর বেলা ১১.০৭-এ মুক্তি পাবে।'
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত!
প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের অর্থনৈতিক উদারীকরণের পুরোধাপুরুষ মনমোহন সিংহ প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর।
বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এমসে। রাত ৮টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। রাতে হাসপাতালেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী।
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী।এ ছাড়া, পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন।
মনমোহন সিংহের শারীরিক অবস্থার অবনতি; ভর্তি করানো হল দিল্লি এমসে
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইতিমধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে জানিয়েছে, দিল্লি এমসে ভর্তি করানো হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মনমোহনের বয়স ৯২ বছর। তাঁর কী সমস্যা হচ্ছে, কেন হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হল, এখনও তা স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রে দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে বলেও তাঁর দফতরের সূত্র উল্লেখ করে দাবি করেছে কয়েকটি সংবাদমাধ্যম।
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ইডিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!
তদন্ত প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল তদন্তকারী সংস্থা ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাইলেই কোনও সন্দেহভাজনের ল্যাপটপ বা মোবাইল থেকে কোনও তথ্য কপি করতে পারবে না। বলে রাখা ভল, অনুমতি ছাড়া কোনও তথ্য ব্যবহার করতে পারবে না। সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। জানা গিয়েছে,
শীর্ষ আদালতে ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে মামলা করেছিলেন লটারি কিং স্যান্টিয়াগো মার্টিন্স। তাঁর দাবি ছিল, তদন্তকারী সংস্থা তাঁর এবং তাঁর সংস্থার একাধিক বৈদ্যুতিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছে। এবং সেই ল্যাপটপ এবং মোবাইলগুলি থেকে তথ্য কপি করা হচ্ছে। স্যান্টিয়াগো মার্টিন্সের দাবি, যেভাবে ইডি তাঁর ল্যাপটপ বা মোবাইলের তথ্য কপি করছে, সেটা নাগরিক হিসাবে তাঁর গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ। 'লটারি কিং' তাঁর সাংবিধানিক এবং মৌলিক অধিকার রক্ষার আর্জি জানান সুপ্রিম কোর্টে। 'লটারি কিং’য়ের সেই আর্জি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ইডি বাজেয়াপ্ত করা কোনও ইলেকট্রনিক গ্যাজেটের তথ্য বা নথি কপি করতে পারবে না। এমনকী, অনুমতি ছাড়া ল্যাপটপ বা মোবাইলে থাকা তথ্য প্রকাশও বা ব্যবহার করতে পারবে না। যা যে কোনও আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তের অগ্রগতির ক্ষেত্রে বাধা হতে পারে।