নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে সিরিজ হার বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। যে হারের ময়নাতদন্ত করতে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বসেছিলের বোর্ডের কর্তারা। আর সেই বৈঠকের পরেই রোহিতের মত বদল হয়েছে বলে বোর্ড সূত্রে খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই খেলতে পারেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচটি রোহিত খেলবেন না বলে শোনা গিয়েছিল। নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের বেশকিছু রওনা দেবেন। সেই দলের সঙ্গেই রোহিত অস্ট্রেলিয়া যেতে পারেন বলে জানা গিয়েছে।
শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
প্রথম টি২০-তে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত!
ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার ক্রিকেট বিশেষজ্ঞরা অনেক প্রশ্ন তুলেছেন। এমন আবহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ডারবানে। ব্যাট হাতে সঞ্জু স্যামসনের তুখোড় ইনিংসের পর ভারতীয় দুই বোলারের জোড়া ফলা ফালাফালা করে দিল প্রোটিয়াদের।
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে মাত্র ১৪১ রানে প্যাকআপ হয়ে যায় প্রোটিয়াস। বল হাতে তুখোড় পারফরম্যান্স রবি বিষ্ণোই ও কেকেআরের বরুণ চক্রবর্তীর। ২ জনেই ৩ টি করে উইকেট নেন।
জয়ের প্রয়োজনীয় ২০৩ তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান হেনরিখ ক্লাসেনের।
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
রোহিত-বিরাটদের সাফল্যের মন্ত্র দিলেন কপিল দেব!
অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে দুবারই বর্ডার গাভাসকর ট্রফি জিতে এসেছিল ভারত। এবারের ছবিটা অবশ্য একটু আলাদা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর দুশ্চিন্তা ঢুকেছে সমর্থকদের মধ্যে। চেনা ছন্দে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো মহাতারকাও। কীভাবে হ্যাটট্রিক করা সম্ভব অস্ট্রেলিয়ায়? কোন মন্ত্রে ফর্মে ফিরবেন রোহিত-বিরাট? সেই বিষয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার গাভাসকর ট্রফি। কিন্তু তার আগে দেশের মাটিতে কিউয়িদের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই, সেই চাপ মাথায় নিয়েই অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে হবে গম্ভীর বাহিনীকে। রানে ফিরতে হবে রোহিত-বিরাটকেও। সেই বিষয়ে কপিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "নিজেদের মতো খেলতে বলব ওদের। রোহিত আর বিরাট গত ১৫ বছর ধরে নিজেদের প্রমাণ করেছে। ওরা সেরাদের মধ্যে পড়ে। তবে মাঝেমধ্যে একটু বেশি মনোযোগ দিতে হবে। আমি শুধু বলব মাঠে যাও, মজা করো, নিজেদের খেলা খেলো। আগের সিরিজে কী হয়েছে ভুলে যাও।" অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলবে ভারত। তার মধ্যে একটা দিনরাতের পিঙ্কবল টেস্টও আছে। কপিল অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর বক্তব্য,'যদি আগের সিরিজটা ভোলা যায়, তাহলে ভারতীয় দল ভালোই খেলবে।"
সিরিজ হারের পরেই গম্ভীরের ডানা ছাঁটাইয়ের উদ্যোগ বোর্ডের!
চাহিদার শেষ নেই । গৌতম গম্ভীরের একের পর এক চাহিদা মেটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বেশকিছু নিয়ম বদল করতে হয়েছে। চার মাস যেতে না যেতেই আরও এক বদলের দাবি উঠেছে— গম্ভীর বদল। এ দেশের ক্রিকেটে এত তাড়াতাড়ি কোচ সরানোর দাবি আগে ওঠেনি। গম্ভীরের চাহিদাগুলো দেখে মনে হয়েছিল, ব্যতিক্রমী চরিত্র থেকে বেরিয়ে এসে ভারতীয় ক্রিকেট মেসি-রোনাল্ডোদের পেশাদার ফুটবলের পথে পা মেলাবে। বোর্ড কর্তা-নির্বাচকদের সরিয়ে অন্তত এক জন কেউ ক্রিকেটীয় সিদ্ধান্তগুলো নিজে নেবেন। কিন্তু নিউ জিল্যান্ড সিরিজে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেট আবার খুব শীঘ্রই ফিরবে বাবু সংস্কৃতিতে। ছাঁটা হচ্ছে গম্ভীরের ডানা। তাঁর একার হাতে আর ছাড়া হবে না রোহিত শর্মা-বিরাট কোহলিদের দায়িত্ব।
কোচ হওয়ার আগে থেকেই গম্ভীর শর্ত চাপিয়েছিলেন। সেটা ছিল সাপোর্ট স্টাফ বা সহকারীদের নিয়ে। গম্ভীরের শর্ত ছিল, তাঁর পছন্দ মতো সহকারী কোচদের নিতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের ব্যাপারে কারও অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না। ভারতীয় বোর্ড বিদেশি কোচ নেওয়ার ব্যাপারে একেবারেই রাজি ছিল না। কিন্তু গম্ভীরের শর্ত মেনে তাঁর সহকারী হিসাবে নেওয়া হয় রায়ান টেন দুশখতেকে। বোলিং কোচ করা হয় মর্নি মর্কেলকে। বোর্ড জাহির খানকে বোলিং কোচ হিসাবে চেয়েছিল। কিন্তু গম্ভীর তা মানেননি। তিনি নিজের পছন্দের বোলিং কোচকেই দলে নেন। অনেক টালবাহানার পর বোর্ড তা মেনে নেয়। যে কারণে সহকারী হিসাবে বাকিদের নাম ঘোষণা করতে সময় লেগেছিল বোর্ডের। ফিল্ডিং কোচ হিসাবে গম্ভীরের পছন্দ ছিলেন জন্টি রোডস। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড টি দিলীপকেই রেখে দেয়। এই একটা ক্ষেত্রেই গম্ভীরের দাবি মেনে নেয়নি বোর্ড।
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
বিরাট-রোহিতদের রানে ফেরার পথ দেখালেন প্রাক্তন ক্রিকেটার!
সমালোচনা বেড়েই চলেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই। ব্যাটে রান নেই ভারতের দুই ক্রিকেটারের। কী ভাবে রানে ফিরবেন তা নিয়ে পরামর্শ কম আসছে না। বেশির ভাগের মুখেই ঘরোয়া ক্রিকেট। সেই একই কথা বললেন মহম্মদ কাইফ। তবে তার সঙ্গে আরও একটি পরামর্শ দিয়েছেন তিনি। বিরাট, রোহিতদের আরাম ছেড়ে পরিশ্রমে ফেরার কথা বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
অস্ট্রেলিয়া সফর খেলতে ১১ নভেম্বর রওনা হওয়ার কথা ভারতীয় দলের। অর্থাৎ, হাতে কয়েক দিন সময় রয়েছে। এই সময় রঞ্জিতে দিল্লির খেলা চণ্ডীগড়ের বিরুদ্ধে। মুম্বইয়ের সামনে ওড়িশা। এই দুই ম্যাচে দুই ক্রিকেটারকে খেলার পরামর্শ দিয়েছেন কাইফ। তিনি বলেন, "এখন ওদের ফর্ম দরকার। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করতে হবে। রঞ্জিতে যদি ওরা শতরান করে তা হলে ওদেরই আত্মবিশ্বাস বাড়বে। ওদের উচিত রঞ্জি খেলা।" আরাম ছেড়ে পরিশ্রমের কথা বলেছেন কাইফ। যেখানেই খেলতে যান, বিলাসবহুল হোটেলে থাকেন রোহিত, বিরাটেরা। বিমানে, বড় গাড়িতে যাতায়াত করেন। সে সব আপাতত তাঁদের ভুলতে হবে বলেই মনে করেন কাইফ। তিনি বলেন, "ওদের এখন ঘরোয়া ক্রিকেটের দিকে মন দেওয়া উচিত। রঞ্জি খেলতে গেলে জাতীয় দলের আরাম ওরা হয়তো পাবে না। সে সব এখন বাদ দেওয়া উচিত। বড় গাড়ি, বিমান, বিলাসবহুল হোটেলের আরাম ছাড়া উচিত ওদের। পরিশ্রম করতে হবে। তবেই সাফল্য আসবে।"
ফের একবার ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্য!
ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যকে। এবার বিসিসিআই সচিব হওয়ার দৌড়ে রয়েছে সৌরভের দাদা তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
বর্তমান বিসিসিআইয়ের সচিব পদে রয়েছেন জয় শাহ। তবে কয়েকদিনের মধ্যেই আইসিসির চেয়ারম্যান পদে বসবেন তিনি। আগামী ৩০ নভেম্বর বোর্ড সচিব পদে মেয়াদ শেষ হচ্ছে জয়ের। ১ ডিসেম্বর থেকেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধান পদে দেখা যাবে জয় শাহকে। বোর্ডের নিয়ম অনুযায়ী, জয় শাহ-র প্রস্থানের ৪৫ দিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে নতুন সচিব বেছে নিতে হবে।
আর নতুন সচিব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট এর কাছে প্রস্তাব এসেছে বলে সূত্রের খবর। এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। কারণ বোর্ডের অন্দরের রাজনীতি গুরুত্বপূর্ণ বিষয়। তবে সবকিছু ঠিকঠাক পথে চললে নয়া বিসিসিআই সচিব হতে পারেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
১৩ কোটি টাকা পেয়ে বাড়ি বদল রিঙ্কুর!
আলিগড়ে বিলাসবহুল বাংলো কিনলেন রিঙ্ক সিংহ। কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকা দিয়ে তিন বছরের জন্য ধরে রাখার পরই নতুন বাংলো কিনেছেন উত্তরপ্রদেশের ব্যাটার। ২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু। তার পর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ নাম কিনেছেন তিনি। আইপিএলের সাফল্যে ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। কেকেআর কর্ণধান শাহরুখ খানেরও অন্যতম প্রিয় ক্রিকেটার তিনি। সেই রিঙ্কুকেই এ বার সবচেয়ে বেশি ১৩ কোটি টাকা খরচ করে ধরে রেখেছেন কেকেআর কর্তৃপক্ষ। তার পরই আলিগড়ে নতুন বাংলো কিনেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার। পরিবারের সকলের উপস্থিতিতে নতুন বাড়ির চাবি হাতে পেয়েছেন রিঙ্কু। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে৷ ইতিমধ্যে দেশের হয়ে ২টি এক দিনের ম্যাচ এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের তিনি সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠেছিল। ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ় গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
ঘূর্ণি পিচের নির্দেশ; প্রশ্নের মুখে গম্ভীর
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর সমালোচনার মুখে রোহিত বাহিনী। সফরকারী দল নাস্তানাবুদ করে দেয় রোহিত শর্মাদের। সেই ফল কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়েও বোর্ড প্রশ্ন তুলতে পারে। রাহুল দ্রাবিড় কোচ থাকার সময় ঘরের মাঠে ঘূর্ণি পিচ বানানো বন্ধ করে দিয়েছিল ভারত। কিন্তু পুণে এবং মুম্বইয়ে গম্ভীর ঘূর্ণি পিচ বানানোর নির্দেশ দেন। সূত্রের খবর, গম্ভীরের সেই সিদ্ধান্ত দলের অনেকেই মানতে পারেননি। বোর্ডের অনেক কর্তাই সেই সিদ্ধান্ত শুনে চমকে গিয়েছিলেন। তাই গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশ্ন করা হবে আগামী দিনে তারা কী ভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই বিষয়ে।
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
হারের ধাক্কা; অস্ট্রেলিয়ার পথে ২ ক্রিকেটার
২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু রোহিত বাহিনী। তার অনেক আগে থেকেই সে দেশে ক্রিকেটার পাঠাতে শুরু করেছে ভারতীয় দল। আগে থেকেই অস্ট্রেলিয়ায় ছিলেন অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ ও নীতীশ কুমার রেড্ডি। এ বার সেখানে যাচ্ছেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেল। নিউ জিল্যান্ডের কাছে ধাক্কা খেয়েছে ভারত। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। অস্ট্রেলিয়া সিরিজ় শুরুর ১৭ দিন আগে সে দেশে যাচ্ছেন রাহুল ও জুরেল। সেখানে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে ভারত 'এ'। প্রথম টেস্টে অভিমন্যু, নীতীশ, প্রসিদ্ধেরা খেলেছেন। দ্বিতীয় টেস্টে তাঁদের সঙ্গে দলে থাকবেন রাহুল ও জুরেল। সিরিজ শুরুর আগে যাতে ক্রিকেটারেরা সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কোচ গম্ভীরের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড!
এবার গৌতম গম্ভীরের বিরুদ্ধে নড়েচড়ে বসছে বিসিসিআই। সূত্রের খবর, নিয়মবিরুদ্ধভাবে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছিল গুরু গম্ভীরকে। এবার সেসব বন্ধ করতে চলেছে ভারতীয় বোর্ড। অস্ট্রেলিয়া সফরে ভালো ফলাফল না হলে গম্ভীরকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড। এমন খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্রের কথায়, বোর্ডের রুলবুকের বাইরে গিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল গম্ভীরকে। নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের কোচরা দল নির্বাচনের বৈঠকে থাকেন না। অতীতে রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের মতো কোচরা কোনওদিন নির্বাচনী বৈঠকে থাকার অধিকার পাননি। কিন্তু প্রথমবার গম্ভীরকে বিশেষ পদ দেওয়া হয় দল নির্বাচনের বৈঠকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের দল বেছে নিতে গম্ভীরের মতামতকে যথেষ্ট গুরুত্বও দেওয়া হয়। কারণ বর্ডার-গাভাসকর ট্রফির গুরত্ব প্রবল। আরেক তরুণ তুর্কি নীতীশ রেড্ডি ভারতের 'এ' দলের হয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। কিন্তু ব্যাটে-বলে তাঁর পারফরম্যান্স মোটেই ভালো নয়। গম্ভীরের দাবি ছিল হার্দিকের যোগ্য বিকল্প হতে পারেন নীতীশ। সেই জন্যই বর্ডার-গাভাসকর ট্রফির দলে রাখা হয়েছিল। তবে আগামী দিনে আর নির্বাচনী বৈঠকে থাকছেন না গম্ভীর, সেই সিদ্ধান্ত বিসিসিআই চূড়ান্ত করে ফেলেছে বলেই সূত্রের খবর। অস্ট্রেলিয়া সফরের ফলাফল খারাপ হলে গম্ভীরের চাকরি যাবে না, সেই কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা!
ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। এবছরই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছিলেন তিনি। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবারের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, অবসরের পর হয়তো বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি। রনজিতে ইতিমধ্যেই তিনটে ম্যাচ হয়ে গিয়েছে বাংলার। সামনেই কর্নাটক আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তারপর গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ আবার ঘরের মাঠে খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। যদি বাংলা নক আউটে না যেতে পারে তাহলে ঋদ্ধির অবসরের শেষ ম্যাচটি হবে কলকাতাতেই। রবিবার স্যোশাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগে ভেসে যান উইকেট কিপার-ব্যাটার। লেখেন, "এই মরশুমই আমার শেষ মরশুম। শেষবারের মতো বাংলার হয়ে নামতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অবসরের আগে শেষবার রনজি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যাঁরা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মরশুমটাকেও স্মরণীয় করে রাখতে চাই।"
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
দেশের মাটিতে শেষ টেস্ট রোহিতের?
দেশের মাটিতে কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত শর্মা? ৬-৭ মাস পরে কি আর সাদা জার্সিতে দেখা যাবে না হিটম্যানকে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ হারের পর থেকেই এমন খবর শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। সূত্রের খবর, টেস্টকে বিদায় জানানোর কথা ভাবছেন ভারত অধিনায়ক। ঘরের মাঠ মুম্বইতে নিজের কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত, একথা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, টেস্ট কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চাইছেন না ভারত অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের চলতি মরশুমের পরে আর তাঁকে সাদা জার্সিতে দেখা আবে না। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন না হিটম্যান। তার পরে আর চারটি টেস্ট থাকছে রোহিতের হাতে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে লর্ডসে খেলে টেস্টকে বিদায় জানানোর সুযোগ থাকবে রোহিতের কাছে।
নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অঙ্কটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ভারতের পক্ষে। ৪-০ জিততে পারলে তবেই সরাসরি ফাইনাল খেলার ছাড়পত্র পাবে মেন ইন ব্লু। তা না হলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর ফলাফলের দিকে। ভারত যদি একান্তই ফাইনাল খেলতে না পারে তাহলে হয়তো অজিভূমেই শেষ হয়ে যাবে রোহিতের টেস্ট কেরিয়ার।
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
ম্যাচে ফিরল ভারত; কিউয়িরা এগিয়ে ১৪৩ রানে
ব্যতিক্রম শুভমন গিল, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর। ভারতীয় শিবিরের বাকি ব্যাটারেরা মুম্বই টেস্টের প্রথম দিনের শেষ ১৫ মিনিট থেকে তেমন কিছু শিক্ষা নেননি। তবু নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসের ২৩৫ রান টপকে ২৬৩ রান তুললেন রোহিত বাহিনী। ২৮ রানে এগিয়ে থাকা ভারতকে দ্বিতীয় দিনের শেষে আবার লড়াইয়ে ফেরালেন বোলারেরা। দিনের শেষে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ৯ উইকেটে ১৭১। সফরকারীরা এগিয়ে ১৪৩ রানে।
ওয়াংখেড়ের ২২ গজে বল অপ্রত্যাশিত ভাবে ঘুরছে। কোনও বল লাফাচ্ছে। প্রতি ঘণ্টায় আরও কঠিন হচ্ছে ব্যাটিং। ভারতের স্পিন সহায়ক পিচে এ দেশের স্পিনারদের বল খেলা কতটা কঠিন, তা শনিবার বুঝলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা। তিন টেস্টের সিরিজ়ের শেষ ইনিংসে তাঁদের এই বোঝায় ভারতীয় দল খুব বেশি হলে মুখ রক্ষা করতে পারে। তা-ও নির্ভর করবে ব্যাটারদের উপর। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা প্রথম ইনিংসের মতো আবার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করলে, ঘরের মাঠে ০-৩ ব্যবধানে সিরিজ় হার অসম্ভব নয়। ২০১২ সালের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজ় হারল ভারতীয় দল। পুণেতেই সিরিজ় পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে মুম্বইয়ে।
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পাণ্ডিয়া!
বেশকিছুদিন ধরে জল্পনা ছিল।পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স কাদের রিটেন করবে আগামী মরশুমে। বর্তমানে মুম্বইয়ে তারকার অভাব নেই। এমন পরিস্থিতিতে কি সকলকে ধরে রাখা হবে? রোহিত-জসপ্রীতদের পাশাপাশি যাঁকে নিয়ে কথা হচ্ছিল, নিঃসন্দেহে তিনি দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কিন্তু দেখা গেল ১৬.৩৫ কোটি টাকা খরচ করে মুম্বইয়ের তৃতীয় রিটেনশনই তারকা অলরাউন্ডার। দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমেও টস করতে যাবেন হার্দিকই। মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করেছে তারা পাঁচজন খেলোয়াড়কে রিটেন করবে। এঁরা হলেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মা। আসলে তিলককে বাদ দিয়ে চার তারকাই দেশের সেরা ক্রিকেটার। নিজ নিজ জায়গায় এঁদের বিকল্প নেই। অন্য কোনও দলে থাকলে এক নম্বর রিটেনশনের দাবিদার এঁরা প্রত্যেকেই। সেই কারণেই তাঁদের ধরে রাখল মুম্বই ম্যানেজমেন্ট।
রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
এবার বিরাট-রোহিতদের 'বিশেষ সুবিধা'য় কোপ! কড়া পদক্ষেপ গম্ভীরের
১২ বছর পরে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে রোহিতরা। ঘরের মাঠে এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক লজ্জার নজির গড়েছে মেন ইন ব্লু। তার পরেই ক্রিকেটারদের জন্য কড়া পদক্ষেপ গৌতম গম্ভীরের। ইতিমধযে একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে টিমের সকলের জন্য। তারকা ক্রিকেটারদের জন্য অলিখিত সুবিধা গুলোও বাদ দেওয়া হয়েছে। ভারতীয় দলের প্রথা অনুযায়ী, মাঝে মাঝেই 'ঐচ্ছিক' অনুশীলনের ব্যবস্থা থাকে। দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটাররাই সেই অনুশীলনে যান না। হোটেলে থেকে হালকা গা ঘামান তাঁরা। বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহর মতো তারকারা সাধারণত অপশনাল প্র্যাকটিসে হাজির থাকেন না। কিন্তু গুরু গম্ভীরের নির্দেশ, এবার থেকে সেই সুবিধা মিলবে না। দলের অনুশীলনে হাজির থাকতে হবে প্রত্যেক ক্রিকেটারকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনদিনে টেস্ট হারের পর ছুটি দেওয়া হয়েছে শুভমান গিলদের। দুদিনের জন্য জাতীয় দল থেকে ছুটি পেয়েছেন সকলে। জানা গিয়েছে, ছুটি পাওয়ার পরেই পুণে থেকে সড়কপথে মুম্বই রওনা দিয়েছেন রোহিত এবং বিরাট। তবে দলের বাকিরা হয়তো রবিবার মুম্বইয়ে পৌঁছবেন। আগামী ১ নভেম্বর থেকে মুম্বইয়ে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
১৩ বছর পর ঘরের মাটিতে সিরিজ হারল ভারত!
টিম ইন্ডিয়ার ধারাবাহিক ব্যর্থতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ফ্লপ শো ভারতের তারকা ব্যাটিং লাইন আপের। স্লো টার্নার পিচের ফাঁদে পড়ে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সেই ব্যাটিং ধরাশায়ী হওয়ার ধারা বজায় রইল। ১১৩ রানে হারল ভারত। এদিন ২৪৫ রানে অল আউট হয়ে গেল।
ফের একবার ব্যর্থ বিরাট কোহলি, রোহিত শর্মারা। তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল একমাত্র ব্যতিক্রম – তিনি ৭৭ রান করে। প্রথম ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন।
বিরাট কোহলি প্রথম ইনিংসে ১ রান করার পর এদিন ১৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ফ্লপ শো শূন্য রান করেন ঋষভ পন্থ। এভাবে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার জেরে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হারের মুখোমুখি হল টিম ইন্ডিয়া।
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
ঘূর্ণি ঝড়ের গতি কমল; ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত
ঘূর্ণিঝড় ডানা'র ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমিধ্যে সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা নাগাদ স্থলভাগে ঢুকতে শুরু করেছিল ঘূর্ণিঝড়। গোটা রাত ধরে সেই প্রক্রিয়া চলে। শুক্রবার ভোরে স্থলভাগ অতিক্রম করেছে ঘূর্ণিঝড়ের শেষ অংশ। ল্যান্ডফল চলাকালীন ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে সকালে ল্যান্ডফল শেষ হওয়ার পর গতি কিছুটা কমেছে। বর্তমানে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে বলে জানা গিয়েছে। শক্তি হারিয়ে তা এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিকেলের মধ্যে আরও কিছুটা শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে 'ডানা'। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী হাবালিখাটি নেচার ক্যাম্পের কাছে স্থলভাগে আছড়ে পড়ে 'ডানা'। হাওয়া অফিস জানিয়েছে, রাত দেড়টার পর থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অংশ স্থলভাগ অতিক্রম করেছে। সকাল সাড়ে ৭টার পরে এই ঝড়ের শেষের অংশ স্থলভাগে ঢুকে পড়েছে পুরোপুরি। বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থান হাবালিখাটি থেকে ৫০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। পারাদীপের রাডার থেকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে অনবরত নজর রাখা হচ্ছে। এর পর আরও শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হবে। তার পর দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নিতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতায় তেমন ভাবে পড়েনি। বলা হয়েছিল, এর প্রভাবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তবে তেমন কিছু দেখা যায়নি। রাতের দিকে ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা বেড়েছিল। বৃষ্টিও তুলনামূলক কম হয়েছে কলকাতায়। বৃহস্পতিবার রাতে ‘'ল্যান্ডফল' প্রক্রিয়া শুরু হওয়ার পরেও কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি ছাড়া 'ডানা'র আর কোনও প্রভাব দেখা যায়নি। বেশি রাতে অবশ্য বৃষ্টি বেড়েছে।শুক্রবার সকাল থেকেও কমবেশি বৃষ্টি চলছে কলকাতায়। ওয়া অফিস জানিয়েছিল, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে। সেই অনুযায়ী আগে থেকেই দিঘা, মন্দারমণির মতো এলাকা পর্যটকশূন্য করা হয়েছিল। ঢেউয়ের উচ্চতাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে বলে জানিয়েছিলেন আবহবিদেরা। পশ্চিমবঙ্গের উপকূলে রাত থেকে ঝড় চলেছে। গতি ছিল ১০০ কিলোমিটারের বেশি। এই ঝড়ের প্রভাবে শুক্রবার পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।
এবার হেডস্যার হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ!
রোহিত শর্মা, বিরাট কোহলিরা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে বেশ কিছু তরুণ ক্রিকেটারদের ইতিমধ্যে দলে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটে টি-টোয়েন্টি খেলতে নভেম্বরের শুরুতে প্রোটিয়া সফরে যাচ্ছেন সূর্যকুমার যাদবরা। তবে ওই সফরে গৌতম গম্ভীর নন, কোচ হয়ে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের শেষ ম্যাচ ১৫ নভেম্বর। ভারতীয় টিম এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। ওয়াংখেড়েতে সিরিজের শেষ তথা তৃতীয় টেস্ট হবে ১-৫ নভেম্বর। যা শোনা যাচ্ছে, তাতে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য রওনা দেবে ৩ কিংবা ৪ নভেম্বর। তাছাড়া কোচ গম্ভীর অস্ট্রেলিয়া সফরের জন্য বেশি ফোকাস করছেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই উড়ে যাওয়ার কথা। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে কোচ হিসেবে ভিভিএসকেই পাঠানো হচ্ছে। ভারতীয় দলের কোচ হিসেবে এর আগেও অনেক সফরে গিয়েছেন ভিভিএস। রাহুল দ্রাবিড়ের সময়ে বেশ কিছু সফরে কোচ হিসেবে দারুণ কাজও করেছেন তিনি। শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ভিভিএস। শোনা গেল, দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে গম্ভীরের সঙ্গে একপ্রস্থ আলোচনাও নাকি হয়েছে ভিভিএসের। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ সিরিজ জিতেছিলেন সূর্যকুমার যাদবরা। ওই সিরিজের টিমই প্রায় রাখা হচ্ছে বলেই খবর। সঞ্জু স্যামসন দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। সঞ্জুর ইনিংস টি-টোয়েন্টিতে টিমে আপাতত তাঁর জায়গা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি সেই ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা।
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
পুণেয় রেকর্ড অশ্বিনের;টপকে গেলেন অস্ট্রেলিয়ার লায়নকে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন রবিচন্দ্রন অশ্বিনের দখলে। ২০১৯ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে ৩৯টি ম্যাচ খেলেছেন অশ্বিন। নিয়েছেন ১৮৮টি উইকেট। এত দিন এই তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। তিনি ১৮৭টি উইকেট নিয়েছিলেন। তাঁকে টপকে গেলেন অশ্বিন।১০৪তম টেস্ট খেলছেন অশ্বিন। নিয়েছেন ৫৩০টি উইকেট। টেস্টে লায়নও ৫৩০টি উইকেট নিয়েছেন। যদিও তিনি ২৫টি টেস্ট বেশি খেলেছেন। তালিকায় প্রথম পাঁচে রয়েছেন রয়েছেন প্যাট কামিন্স (১৭৫ উইকেট), মিচেল স্টার্ক (১৭৫ উইকেট) এবং অবসর নেওয়া স্টুয়ার্ট ব্রড (১৪৭ উইকেট)। টেস্ট ক্রিকেটে অশ্বিন এবং লায়ন অন্যতম সেরা স্পিনার। তাঁরা একে অপরের প্রশংসাও করেছেন বিভিন্ন সময়ে। বছরের শেষে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্টে একে অপরের মুখোমুখি হবে। সেই সময় সমানে সমানে লড়াই হবে দুই অভিজ্ঞ স্পিনারের। বৃহস্পতিবার প্রথম সেশনে দু'টি উইকেটই নেন অশ্বিন। টম লাথাম এবং উইল ইয়ংকে আউট করেন তিনি। যদিও ইয়ংকে আউট করার ক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে সরফরাজ় খানকে। ব্যাটারের সামনে ফিল্ডিং করছিলেন তিনি। বল যে গ্লাভসে লেগে উইকেটরক্ষকের হাতে গিয়েছে তা অশ্বিন বা ঋষভ পন্থ, কেউই বুঝতে পারেননি। সরফরাজ়ের কারণেই ভারত রিভিউ নেয়। সেই সঙ্গে সাফল্যও পায়। প্রথম দিনেই শেষ নিউ জ়িল্যান্ডের ইনিংস। ২৫৯ রান করেছে তারা। ব্যাট করতে নেমে রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৬ রান।
পুনে টেস্টে বাদ রাহুল!
কেএল রাহুল নাকি সরফরাজ খান? পুণে টেস্টে প্রথম দলে সুযোগ পাবেন কে? রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিপরীতে বেঙ্গালুরুতে সুযোগ পেয়েই বিপদের সময় ১৫০ করেছেন সরফরাজ। সাংবাদিক সম্মেলনে ধোঁয়াশা রেখেছিলেন ভারতের কোচ গম্ভীর। কিন্তু দল ঘোষিত হতে দেখা গেল জল্পনাই সত্যি। বাদ পড়লেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে করা হয়েছে তিনটি পরিবর্তন। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।
বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে থেমে গিয়েছিল ভারত। সেখানে থেকে কামব্যাকের আপ্রাণ চেষ্টা করেছিলেন সরফরাজ-পন্থরা। কিন্তু তাতেও টেস্ট হারতে হয়েছে। ফলে পুণেতে দ্বিতীয় টেস্টে জেতার জন্য মরিয়া রোহিতরা। তার জন্য দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। রাহুল ছাড়াও বাদ পড়েছেন কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। বেঙ্গালুরুতে দুই পেসারে নেমেছিল ভারত। তবে সেভাবে দাগ কাটতে পারেননি সিরাজ। সেই জায়গায় সুযোগ পেলেন বাংলার পেসার আকাশ দীপ। চোট সারিয়ে দলে ফিরলেন শুভমান গিল। অন্যদিকে কুলদীপের জায়গায় সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী তিনি। আগের টেস্টে টেল এন্ডারদের ব্যর্থতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ক্রিকেটমহলের একাংশ। তাছাড়া নভেম্বরের শেষের দিকে শুরু হবে বর্ডার গাভাসকর সিরিজ। সেটার কথা মাথায় রেখেও দলে সুন্দরের অন্তর্ভুক্তি হতে পারে।