শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhyamik 2022) ও উচ্চ মাধ্যমিক (HS 2022)। এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী এবং স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
করোনা আবহে কীভাবে পরীক্ষা সম্পন্ন হবে, কীভাবে প্রশ্নপত্র বন্টন হবে, কীভাবে পরীক্ষার্থীরা পরীক্ষার কক্ষে বসবে, যাবতীয় বিষয় নিয়ে শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে। পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে একগুচ্ছ নির্দেশিকা মানতে হবে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকদের।
১। এবারের পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
২। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। সূত্রের খবর, পরীক্ষা কেন্দ্রগুলিতে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে।
৩। প্রত্যেক পরীক্ষার্থীকে পেন, পেন্সিল সঙ্গে নিয়ে আসতে হবে। অন্যের জিনিস ব্যবহার করা চলবে না।
৪। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় স্যানিটাইজার ব্যাবহার করতে হবে।
৫। পরীক্ষা সমাপ্ত হওয়ার পর স্কুল স্যানিটাইজ করতে হবে।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারেই। তবে ধ্যমিক পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হবে পরীক্ষার্থীদের। যদিও মাধ্যমিক পরীক্ষাও হোম সেন্টারে নেওয়ার দাবি তুলেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয় পরীক্ষা পর্ষদ নির্ধারিত সেন্টারেই নেওয়া হবে।