জয়নগরে ভোট লুটের অভিযোগ। লাগাতার দুষ্কৃতীদের তাণ্ডব এদিন শুরুথেকেই উত্তপ্ত ছিল জয়নগর। বুথের বাইরে চলল গুলি, পড়ল বোমা। ভোটারদের রীতিমত তাড়িয়ে দিয়ে ভোট লুঠের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে বেশ অশান্ত ছিল জয়নগর।
জয়নগরে ভোট লুটের অভিযোগ। লাগাতার দুষ্কৃতীদের তাণ্ডব এদিন শুরুথেকেই উত্তপ্ত ছিল জয়নগর। বুথের বাইরে চলল গুলি, পড়ল বোমা। ভোটারদের রীতিমত তাড়িয়ে দিয়ে ভোট লুঠের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে বেশ অশান্ত ছিল জয়নগর।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারে সরকার। আগামী ২রা মার্চ নবান্নে ফের বৈঠক হতে চলেছে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি নিয়ে। স্কুল শিক্ষা দফতর সূত্রে তেমনটাই খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি মুখ্যসচিব ভার্চুয়ালি জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছিলেন।
এদিন পাঁচলায় ধুন্ধুমার। আনিস-হত্যার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও কর্মসূচি এসএফআইয়ের। জখম একাধিক পুলিশকর্মী। ভাঙচুর হয়েছে একাধিক পুলিশের গাড়ি। এই ইস্যুতে কুণাল ঘোষ বলেন, "মিটিং মিছিল বড় বড় কথার যৌক্তিকতা কোথায়? হাইকোর্ট তো সব পক্ষ শুনেই সিটের তদন্তকে সমর্থন করেছে। দেউলিয়া রাজনীতি।"
উল্লেখ্য, আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে ফের রাস্তায় বাম ছাত্র-যুবরা। শনিবার রানিহাটি থেকে পাঁচলা পুলিশ সুপারের দফতর পর্যন্ত মিছিলে দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।
আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে ফের রাস্তায় বাম ছাত্র-যুবরা। শনিবার রানিহাটি থেকে পাঁচলা পুলিশ সুপারের দফতর পর্যন্ত মিছিলে দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।
LIC-তে সরাসরি বিদেশি বিনিয়োগের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি সূত্রের মাধ্যমে এই সংবাদ জানা গিয়েছে। অটোমেটিক রুটের আওতায় LIC-তে ২০ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের (FDI) অনুমতি দেওয়া হয়েছে। বিনিয়োগের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের কথা উল্লেখ করে জানিয়েছে সংবাদসংস্থা। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আনিস কাণ্ডে নয়া মোড়। সিটের তদন্তে অখুশি হলে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন আনিসের দাদা সাবির খান। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য শনিবার ভোর রাতে আমতায় গিয়েছিল পুলিশ। গিয়েছিলেন আমতার এসডিপিও ও আমতার দু নম্বর ব্লকের বিডিও। কিন্তু গ্রামবাসীরা তাঁদের দেহ তুলতে না দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
এই ঘটনায় পাল্টা সরব হয়েছে পুলিশ। রাজ্য পুলিসের তরফে এক টুইট করে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশে আজ সকালে ম্যাজিস্ট্রেটকে নিয়ে সিট-এর সদস্যরা আনিস খানের মৃতদেহ কবর থেকে তুলতে গিয়েছিলেন। উদ্দেশ্য দ্বিতীয়বার দেহ ময়না তদন্ত করা। কিন্তু প্রবল বিক্ষোভের সঙ্গে পুলিশকে সেই কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনা সম্মানীয় হাইকোর্টের নির্দেশের অবমাননা। ছাত্রনেতা আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত করতে চায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাতে সিলমোহর দিয়েছে হাইকোর্ট। সেই উদ্দেশ্যেই শনিবার ভোরবেলা আমতায় আনিস খানের মৃতদেহ তুলে আনতে যায় সিট-এর সদস্যরা।
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কমিশনের। এবার আদালতে মুখ পুড়ল কমিশনের (এসএসসি)। প্যানেলে নাম নেই এমন প্রার্থীরাও শিক্ষক পদে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার এসএসসির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ জানিয়ে মামলা দারের হয়েছে। ফিজিক্যাল সায়েন্সে এমন চারজন ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে। এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এব্যাপারে এসএসসি-র বক্তব্য জানা দরকার।
আদালতের সময় অনুযায়ী সকালের দিকে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল।
আইনজীবীর এই বক্তব্য শুনে বিচারপতি মন্তব্য করেন, এসএসসি এসব কী করছে? মনে রাখতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নন। সমস্ত নিয়োগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বিধি আছে। এসএসসি এসব কিছু মানছেই না। এই মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি।