রাজ্যে বর্ষা সময়ের আগে আসলেও দক্ষিণবঙ্গে অনেকটাই দেরিতে বর্ষার প্রবেশ হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। আগাম বর্ষা আসায় আশার আলো দেখা গিয়েছিল।
রাজ্যে বর্ষা সময়ের আগে আসলেও দক্ষিণবঙ্গে অনেকটাই দেরিতে বর্ষার প্রবেশ হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। আগাম বর্ষা আসায় আশার আলো দেখা গিয়েছিল।
ক্রমশ ছড়াচ্ছে ক্ষোভ। ছড়াচ্ছে হিংসার আগুণ। এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি বেশ অগ্নিগর্ভ। বিক্ষোভের নামে শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। অবরোধ, হিংসা থেকে অগ্নিসংযোগ - ক্রমেই বাড়ছে অশান্তির আঁচ। এবার সেই উত্তাপ ছড়িয়েছে পড়শি রাজ্যেও।
মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য জের। বিক্ষোভ-অবরোধে উত্তাল হাওড়া। উলুবেড়িয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ! পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করল প্রশাসন। সোমবার পর্যন্ত জেলাজুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
গতকাল বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে দীর্ঘ সময়ে ধরে পথ অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এর পাশাপাশি রাস্তায় টাওয়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।
এদিকে, আগেই হজরত মহম্মদকে অপমান ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররোচনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার অভিযোগে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কারা এই ইস্যুতে প্ররোচনা দিচ্ছেন ? তা খুঁজে বের করতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে মামলাকারীদের তরফে জানানো হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
আরও চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল গরুপাচার মামলায় গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার তাঁকে ফের একদফা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় গ্রেফতার করা হয়েছে সায়গলকে।
ফল প্রকাশের দিনেই আগামী বছরের উচ্চমাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত। শুক্রবার প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। সেই সাংবাদিক বৈঠক থেকেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছর ১৪ মার্চ শুরু হবে পরীক্ষা। জানা গিয়েছে, আগামী বছর পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে। পুরনো পদ্ধতিতে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে সব পরীক্ষার্থীদের। করোনা পরিস্থিতিতে চলতি বছরে নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। কাটছাঁট করা হয়েছিল সিলেবাসও।
প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হল। এবারের মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৪ লক্ষ ৬৫৫ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন।
ইতিমধ্যে সংসদে পাশ হয়েছে নয়া এই আইন। কেন্দ্রীয় সরকার আগামী ১ জুলাই থেকে দেশ জুড়ে নয়া শ্রম আইন চালু করতে পারে বলে সরকারি সূত্রে খবর পাওয়া গিয়েছে। নয়া শ্রম আইন কার্যকর হলে কর্মচারীদের বেতন, সামাজিক সুরক্ষা প্রকল্প (ইপিএফ, পেনশন ও গ্র্যাচুইটি), স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি এমনকি কাজের সময় অনেকটাই বদলে যাবে।
২০২০-র শেষ পর্বে সংসদে শ্রম বিল পাশ করিয়েছিল মোদী সরকার।
ওই চার শ্রমবিধি কার্যকর হলে কর্মচারীদের দৈনিক কাজের সময় বেড়ে ১২ ঘণ্টা পর্যন্ত হতে পারে। সে ক্ষেত্রে বাড়বে সাপ্তাহিক ছুটির সংখ্যাও। এমনকি, সপ্তাহে তিন দিন ছুটিও মিলতে পারে। কর্মীদের সাপ্তাহিক ওভারটাইমের সর্বোচ্চ সীমা ৫০ ঘণ্টা থেকে বেড়ে হতে পারে ১২৫ ঘণ্টা।