ইডির দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার সকাল সওয়া এগারোটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন তিনি। তার আগেই রাহুলের বাড়িতে যান প্রিয়াঙ্কা গান্ধী। দাদার পাশে দাঁড়াতে ইডি দফতর পর্যন্ত গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
ইডির দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার সকাল সওয়া এগারোটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন তিনি। তার আগেই রাহুলের বাড়িতে যান প্রিয়াঙ্কা গান্ধী। দাদার পাশে দাঁড়াতে ইডি দফতর পর্যন্ত গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পশ্চিম রেলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের মাধ্যমে তিন হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট rrc-wr.com -এ আবেদন করতে হবে। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২৬ জুন রাখা হয়েছে।
ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে একজোট করতে অনেক আগে থেকেই প্রচেষ্টা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সময়ে এই বিষয়ে তাঁর সঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে৷ তবে যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখছেন, সেই সময়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর চর্চা চলবে। রাজনৈতিক মহলের আগ্রহ, এই নির্বাচন উপলক্ষে বিরোধী জোট দানা বাঁধে কিনা। যার মাধ্যমে আসলে ২০২৪ এর বিরোধী জোট গঠনের সলতে পাকানোর কাজ শুরু হয়ে যাবে।
বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও। বিভিন্ন বিরোধী দলগুলির সঙ্গে কথা বলা শুরু করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জূন খাড়েগ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।
ফের করোনা আতঙ্ক। এবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পঠনপাঠন বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও ১৫ জুন থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তাও স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে চতুর্থ বর্ষের ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
ইতিমধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। যাঁদের মধ্যে দু-জন জলপাইগুড়ি জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকিদের কলেজের ভেতরেই আলাদা ঘরে রাখা হয়েছে।
হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর সামনে থেকে গ্রেফতার করা হল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে।
এদিকে, দলের রাজ্য সভাপতির গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিজেপির কর্মী-সমর্থকদের। সুকান্ত মজুমদারের গ্রেফতারিতে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হন দলীয় কর্মী-সমর্থকরা।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল আগেই। এবার সেই অভিযোগ সংক্রান্ত মামলায় এফআইআর করল সিবিআই। তাতে দুর্নীতিতে যুক্ত রয়েছেন বোর্ডের কর্মচারীরাও, এমনটাই উল্লেখ্য করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে শুধু নাম লিখে খাতা জমা দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আর্থিক লেনদেনেরও উল্লেখ আছে এফআইআর-এ। আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে রঞ্জন ওরফে চন্দন সক্রিয়ভাবে জড়িত।
এফআইআর অনুযায়ী, ২০১৫ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, ২০১৪। অভিযোগ, দুর্নীতিগ্রস্তরা বেআইনি পথে এবং অসত্ভাবে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছে। অর্থের বিনিময়ে কার্যত কেনা হয়েছে প্রাথমিক শিক্ষকের চাকরি।
এফআইআর-এ উল্লেখ, এইভাবে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বিকল্প প্যানেলই তৈরি করে ফেলা হয়েছিল। পুরো নিয়োগ প্রক্রিয়াতেই স্বজনপোষণ এবং দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই ব্যক্তির সঙ্গেই পর্ষদের অফিস বিয়ারারদের অশুভ আঁতাতে অনেক অযোগ্য চাকরি পেয়েছেন প্রচুর টাকার বিনিময়ে।