Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৫ জুন, ২০২২

প্রাইমারিতে দুর্নীতি; এবার কোর্টের নজরদারিতেই তদন্ত

 ৬:৫৫ PM     kolkata     No comments   

 


প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। এবার সিবিআই তদন্তে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তের নির্দেশের পর এবার এই মামলায় আরও কড়া পদক্ষেপ নিল আদালত। বুধবার ওই মামলার শুনানিতে প্রাইমারি দুর্নীতির তদন্তে এবার একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট) গঠনের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি প্রাইমারিতে ২৬৯ জনের নিয়োগ দুর্নীতি ও 'রঞ্জন সত্য' মামলার তদন্ত এবার হবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সিটের ওই টিমে থাকবেন ১০-১২ জন অফিসার। ওই টিমে থাকবেন একজন জয়েন্ট ডিরেক্টর।

তাঁর নাম আগাম ১৭ জুন জানাতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এদিন ওই মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এদিন সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, নভেম্বরে প্রথম এই মামলায় নির্দেশ দিয়েছিলাম। আদালত চাইছে যারা দুর্নীতির জন্য চাকরি পাননি তারা চাকরি পাক। কিং পিনদের শাস্তি দিতে হবে। তা না হলে এ জিনিস থামবে না। এখনও পর্যন্ত কিছুই হয়নি। পদক্ষেপ নিন। বাগ কমিটির রিপোর্ট আপনাদের হাতে রয়েছে। তার পরেও কিছুই করেননি। এটা মেনে নেওয়া যায় না। মনে রাখবেন আরও একটা সারদা চাই না। এদিকে, আজ শুনানিতে উঠে আসে 'রঞ্জন সত্য' প্রসঙ্গ। প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত।  মামলায় পার্টি করা হয় প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অশান্তি আটকাতে সতর্ক থাকতে হবে, রাজ্যকে বার্তা আদালতের

 ৪:০১ PM     kolkata     No comments   

 

নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কের জেরে অশান্ত পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল।  রাজ্যে যাতে নতুন করে কোনও অশান্তি না-ছড়ায়, সেদিকে প্রশাসন ও সরকারকেই নজর রাখতে হবে।

এই সংক্রান্ত একটি মামলায় তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ। যা বর্তমান সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার শুনানিতে রাজ্যের তরফে হাজির ছিলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র মুখোপাধ্যায়। তিনি আদালতকে জানান, গত কয়েকদিন ধরে রাজ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আগামিদিনে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেদিকে সচেতনভাবে নজর রেখেছে রাজ্য সরকার। তবে, এখনও পর্যন্ত এই মামলার রায় ঘোষণা করেনি আদালত। সূত্রের খবর, নির্দিষ্ট সময় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এই মামলার নির্দেশনামা আপলোড করা হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সার্ভার রুমে ঢুকে তথ্য সংগ্রহ; আগামীকাল আদালতে টেট প্রাইমারি তদন্তের রিপোর্ট দিতে পারে CBI

 ৩:৪৭ PM     kolkata     No comments   

রাজ্যে শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই থামতে চাইছে না। আদালতের নির্দেশ পেয়ে তড়িঘড়ি নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে দৌড়েছিলেন রাজ্য প্রাইমারি বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদ সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচী। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় সেখানে কাটান দু'জন।

এরপর আদালতের নির্দেশে প্রাইমারি বোর্ডের অফিসে হানা দিল সিবিআই। 

বুধবার রাজ্য প্রাইমারি বোর্ডের অফিসে সার্ভার রুমে গিয়ে তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, বোর্ডের সার্ভারে প্রাথমিকে নিয়োগে অভিযোগ সংক্রান্ত তথ্য মজুত রয়েছে। 

উল্লেখ্য, প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস রঞ্জন নামে একজনের নাম করেছেন। সেই রঞ্জন ওরফে চন্দনের নামে এফআইআর করেছে সিবিআই। আগামীকাল হাইকোর্টে টেট প্রাইমারি তদন্তের রিপোর্ট দিতে পারে সিবিআই।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গরমের দাবদাহ থেকে মুক্তির পথে দক্ষিণবঙ্গ; ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা;বৃষ্টি চলবে ৪-৫ দিন

 ১২:২৪ PM     kolkata     No comments   

 

অবশেষে গরমের দাবদাহ থেকে মুক্তির পথে দক্ষিণবঙ্গ। এমন খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা তথা দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা।  চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণের সব জেলাতেই পৌঁছে যাবে মৌসুমী বায়ু।

মঙ্গলবার রাতে বৃষ্টিতে ভেজে কলকাতা সহ একাধিক জেলা। ঘণ্টায় ৬৯ কিলোমিটার বেগে বইছিল ঝোড়ো হাওয়া। যার জেরে ব্যাহত হয় বিমান পরিষেবাও। এদিকে ঝড়বৃষ্টির সময় জমা জলে দাঁড়িয়ে বাতিস্তম্ভ ছুঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাওড়ার মনীষা সাউয়ের। আজও সকাল থেকেই শহরে মেঘলা আকাশ। এদিন হাওয়া অফিস সূত্রে খবর, আর্দ্রতাজনিত অস্বস্তি আজও বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফায় বৃষ্টি হতে পারে বেলার দিকে। আজ সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

টানা জেরা রুজিরাকে, প্রায় ৭ ঘণ্টা পর অভিষেকের বাড়ি ছাড়ল সিবিআই টিম

 ৭:০৩ PM     kolkata     No comments   

 

কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে টানা জেরা করল সিবিআই। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসে ৮ সদস্যের সিবিআই টিম। প্রায় ৭ ঘণ্টা পর ওই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ছিলেন ত্রিপুরায়। এর মধ্যেই রুজিরাকে জেরা করল সিবিআই। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হতেই কালীঘাটের বাড়িতে হানা দিল সিবিআই। সাংসদ পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই কালীঘাটের শান্তিনিকেতনে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ আট সদস্যের একটি সিবিআই দল। এই দলে রয়েছেন এক মহিলা অফিসারও। রয়েছেন DSP পদমর্যাদার অফিসার এবং অতিরিক্ত SP পদমর্যাদার আধিকারিকরাও। কয়লা পাচারকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। 

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল সিবিআই। সেখানে গোয়েন্দারা জানতে চান, তাঁরা কবে সিবিআই এর সঙ্গে কথা বলতে পারবেন ? সেই চিঠির জবাব পেয়েই আজ সিবিআই আধিকারিকরা কয়লাপাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের ভবানীপুরের বাড়িতে যাচ্ছেন। এর আগে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লাপাচার-কাণ্ডের টাকা-পয়সার হিসাব নিয়ে। প্রসঙ্গত, অভিষেক এবং রুজিরাকে সিবিআই দিল্লিতে তলব করেছিল কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরি প্রার্থীদের জন্য বড় খবর; আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরি

 ৬:৩৪ PM     kolkata     No comments   

 

মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের ভারে ধুঁকছে দেশের অর্থনীতি। এমন আবহে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর দফতরের। আগামী দেড় বছরে সরকারি ক্ষেত্রে ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হল। অতি তৎপরতার সঙ্গে নিয়োগকার্য শুরু করতে নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে। 

এদিন,মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডল থেকে এই ঘোষণা করা হয়।

বলা হয়, 'সব বিভাগ এবং মন্ত্রকের কর্মসংস্থান পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দেড় বছরে তৎপরতার সঙ্গে ১০ লক্ষ  কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।' যদিও এ নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, "এ ৯০০ ইঁদুর খেযে বিড়ালের হজয়যাত্রা আর কী! ৫০ বযরে বেকারত্ব সর্বোচ্চে পৌঁছেছে। টাকার দাম সর্বনিম্নে এসে ঠেকেছে। আর ট্যুইটার ট্যুইটার খেলে মানুষকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

 ৫:১৫ PM     kolkata     No comments   

 

হুঁশিয়ারি বিচারপতির। মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। "নতুন করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব।" মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ বিচারপতির। "২০১০ সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও। ২০১৩-১৪-এর নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা বঞ্চিত হন।" এই অভিযোগের প্রেক্ষিতে মামলা, সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ বিচারপতির।

মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর সেই মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনকে মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এর পাশাপাশি ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে সুপারিশ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি চলাকালীন কমিশনকে ভর্ৎসনাও করেন বিচারপতি।মাদ্রাসা কমিশনের বিরুদ্ধে অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাতিল করে কম মেধার প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। আর এই নিয়োগ হয়েছে মাদ্রাসা কমিশনের সুপারিশেই। যা দেখে আদালতের প্রশ্ন, কমিশন কি নিজেকে সংবিধানের চেয়ে উপরে মনে করে? এর পরই সাত মামলাকারীকে ৭০ হাজার টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেয় হাই কোর্ট। ২০১০ সালের মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। অভিযোগ, ২০১৩-১৪ সালে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হন প্রশিক্ষণপ্রাপ্ত। ২০১৪ সালে ৬ ফেব্রুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। বলা হয়েছিল, লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। কিন্তু সেই অগ্রাধিকার দেওয়া হয়নি। এর প্রেক্ষিতেই এদিন কলকাতা হাই কোর্ট ক্ষতিপূরণ ও নিয়োগে সুপারিশের নির্দেশ দেন। আদালত জানিয়েছে,মাদ্রাসা সার্ভিস কমিশন বেআইনি কাজ করেছে। তাই সাতজন মামলাকারীকে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।  

এদিকে, তাঁর একান্ত ভরসার গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির তদন্তে রাজ্যের তদন্তকারীদের উপর ভরসা না রেখে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সিবিআইয়ের তদন্ত করার প্রক্রিয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। বিচারপতিকে এমনও বলতে শোনা গিয়েছে যে, অন্ধকার সুড়ঙ্গের শেষে তিনি আলো দেখতে পাচ্ছেন না। এমনকি সিবিআইয়ের থেকে সিট ভাল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। শিক্ষায় নিয়োগ সংক্রান্ত একের পর এক দুর্নীতিতে সিবিআইকে দায়িত্ব দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, "এই নিয়োগ দুর্নীতিতে সিবিআই কী করবে, তা নিয়ে আমার সন্দেহ আছে। নভেম্বরে নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও ঢিমেতালে চলছে তদন্ত। আদালত বলার পরও কিছুই পদক্ষেপ করল না তারা।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates