কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির পরিকল্পনা স্থগিত করল সরকার। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা আপাতত স্থগিত বলে জানা গিয়েছে। ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতরের।
কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির পরিকল্পনা স্থগিত করল সরকার। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা আপাতত স্থগিত বলে জানা গিয়েছে। ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতরের।
মধ্যবিত্তের জন্য খারাপ খবর। একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম। এ মাসের শুরুতে ডিমের দাম ছিল ৬ টাকা। তারপর বেড়ে সাড়ে ৬ টাকা হয়। আজ, মঙ্গলবার থেকে ডিমের দাম বেড়ে হল ৭ টাকা।
শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক চলছে শেষ কয়েক বছর ধরে। এমন সময় শিক্ষক নিয়োগ নিয়েও বিরোধীদের কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, '১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি আছে। আদালত অনুমতি না দিলে, আমি দিতে পারি না।' এবার বিরোধী পক্ষের আইনজীবীদের নাম করে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বলেন ,' বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই চাকরি চালু করবেন' সেই সঙ্গে তিনি বলেন, 'কেন্দ্র চাকরি কেড়ে নিচ্ছে, ত্রিপুরায় কত মানুষের চাকরি হারিয়েছে।'
পানাগড়ে শিল্প তালুকের কাজ হচ্ছে। পানাগড়ে ১২টি প্রকল্পের অনুমোদন হয়েছে। বগটুইকাণ্ডে ১০ জনের চাকরি করে দিয়েছি। রানিগঞ্জে শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে ১৫ হাজার কোটি বিনিয়োগ হবে। এতে হাজার হাজার মানুষের চাকরি হবে।"
স্ত্রীকে বাড়ির কাছে স্কুলে দ্রুত বদলি করে আনতে হবে। মূলত সেই কারণে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে নাকি আরজি জানিয়েছিলেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তা হয়েও গিয়েছিল। সেই ঘটনা নিয়েই এবার তোলপাড় বিজেপির অন্দর।
ঘোষ। বছর তিনেক আগের সুকান্ত মজুমদারের স্ত্রী মালদহের একটি সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তখন পরিবার নিয়ে মালদহের ফ্ল্যাটেই থাকতেন তিনি। পরবর্তী সময়ে সাংসদ নির্বাচিত হওয়ার পর বালুরঘাটে ফিরে যান সুকান্ত। সরকারি চাকরির জন্য স্ত্রী কোয়েল চৌধুরী মালদহেই থেকে যান। তৃণমূল কংগ্রেসের দাবি, এরপরই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে স্ত্রীর বদলির আবেদন জমা পড়ে। এমনকী, বাড়ির কাছে বালুরঘাটের সানাপাড়া হাইস্কুলে বদলিও হয়ে যান তিনি। এমন ঘটনায় বিজেপির অন্দরেই উঠেছে প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়ে দিয়েছেন, "শিক্ষা দফতরের অনুমোদন ছাড়া কোনও মিউচুয়াল ট্রান্সফার সম্ভব নয়। ২০১৯ সালে সুকান্ত মজুমদার তাঁর স্ত্রীর বদলি নিয়ে আমার কাছে আবেদন করেছিলেন। মালদহ থেকে বালুরঘাটের স্কুলে তাঁর বদলি হয়েছিল।"
রাজ্যে শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবার এসএসসি গ্রুপ-সি ও গ্রুপ-ডি এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে এ বার জোড়া এফআইআর দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি, এই মামলায় ২ জনকে আজই কলকাতার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যে ৫ জনকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা ইডি।
এতদিন এসএসসি ও প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সব মামলার তদন্ত করছিল সিবিআই।
চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবি তুলল তৃণমূল নেতৃত্ব। সিবিআই-ইডির পক্ষপাতিত্ব এই রাজ্যে চলবে না। এই দাবিতে আজ, সোমবার পথে নেমেছিল তৃণমূল। কাঁথি, হলদিয়ার পাশাপাশি কলকাতার সিজিও কমপ্লেক্সের সামনে ধরনা দেয় দলের নেতা-কর্মীরা।
কলকাতায় সিবিআই-ইডির অন্যতম দফতর সিজিও কমপ্লেক্সের সামনে ধরনা দেয় তৃণমূলের বেশকিছু নেতা-কর্মীরা। হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, যুবনেত্রী সায়নী ঘোষ, বিধায়ক বাবুল সুপ্রিয়রা। তাঁদের একযোগে অভিযোগ, সিবিআই ও ইডির তদন্তকে প্রভাবিত করেছে বিজেপি। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য চাপ তৈরি করতেই তদন্তকারী এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে। এদিনের মঞ্চ থেকে ঘাসফুল শিবিরের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, "দিল্লি থেকে সিবিআইয়ের তদন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাদের ধরা হয়নি তাদের বিজেপির জন্য ধরা হয়নি। বেছে বেছে তৃণমূলের নেতাদের খোঁচা দেওয়া হচ্ছে। বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন। আর কাউকে ডাকা হয় না। এর কৈফিয়ত বিজেপিকে দিতে হবে।"
দীর্ঘ দিন রাজ্যে আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। এমন সময় কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার বাংলায় কর্মসংস্থানের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার বর্ধমান থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যাতে আরও বেশি করে কর্মসংস্থান তৈরি হয়, তার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বীরভূমে দেউচা-পাচামি কয়লা খনি সন্ধান পাওয়া গিয়েছে।
অপরদিকে ফ্রেড করিডর তৈরি হচ্ছে। ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলেন তিনি। আর তা তৈরি হয়ে গেলে বিশাল কর্মসংস্থান তৈরি হয়ে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ, কৃষিবিদ্যালয় সহ বর্ধমান জুড়ে যেভাবে উন্নয়নের কর্মকাণ্ড চলছে তাও এদিন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন তিনি। তবে আরও কাজ বর্ধমান জুড়ে হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন প্রশাসনিক প্রধান।