Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৬ জুলাই, ২০২২

ফের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুই!

 ১২:১৬ PM     kolkata     No comments   

 

অন্যান্য সব কমিটি থেকে বিদায় নিয়েছেন আগেই। কিন্তু তার পরেও বামফ্রন্টের চেয়ারম্যান থাকছেন বিমান বসুই। বুধবার রাজ্য কমিটির বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে বামফ্রন্টের চেয়ারম্যান পদে তিরাশি বছরে পা দেওয়া বিমান বসুকেই রাখার দাবি করেছিল শরিক দলগুলি।

সূত্রের খবর, বিমান বসু নিজে খুব একটা রাজি ছিলেন না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শেষপর্যন্ত তাঁকে রাজি করানো সম্ভব হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া রাজ্য কমিটির বৈঠকে জেলাভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের করোনা আতঙ্ক; সংক্রমণ ফের ১৬ হাজারের বেশি; ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও

 ১২:০৫ PM     India     No comments   

 

ফের বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন, এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। গতকালের তুলনায় যা বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ২১২। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৬ শতাংশ।  স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ২৭০।

মহারাষ্ট্রের সংক্রমণের ছবিটা বেশ উদ্বেগজনক। একদিনে সেখানে সংক্রমিতের হার ১০৩ শতাংশ বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে। সেই তুলনায় স্বস্তিজনক দিল্লির সংক্রমিতের সংখ্যা। রাজধানীতে একদিনে আক্রান্ত ৪২০ জন। পজিটিভিটি রেট ৫.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন একজন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম!

 ১১:৫২ AM     kolkata     No comments   

 

ফের গৃহস্থের রান্নাঘরে কোপ। বুধবার ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল নরেন্দ্র মোদীর সরকার। এবার দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকা দরে। কলকাতায় ওই সিলিন্ডারের দাম পড়বে ১০৭৯ টাকা।

এই নিয়ে দু-মাসে তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে ৭ মে ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। তার পর ১৯ মে আবারও দাম বাড়ানো হয়েছিল। বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কোজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও। সিলিন্ডার পিছু ১৮ টাকা করে বাড়ানো হয়েছে। তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু সাড়ে আট টাকা করে কমানো হয়েছে দাম। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ফের আদালতে মুখ পুড়ল; বোর্ডের আইনজীবীকে ধমক বিচারপতির

 ১১:০৪ PM     kolkata     No comments   

 

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বোর্ডের আইনজীবীকে ধমক ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদারের। বিচারপতি জানিয়ে দেন, আপনার তথ্য জমা দিতে হলে এখনই দিন। পরে আর গ্রহণ করবে না আদালত। দুর্নীতি হয়েছে বার বার প্রমাণিত। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। সেখানেই চলে সওয়াল-জবাব। চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই নিয়োগগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত ছিল।

মানিক ভট্টাচার্য সই করলেন। আরও একজন অজ্ঞাতপরিচয়ের সই আছে  বিজ্ঞপ্তিতে। এই পরীক্ষাতেই ছয়টি প্রশ্ন ভুল ছিল। আদলত আগেই ওই ছয় নম্বর যারা ওই প্রশ্নের উত্তর দিয়েছিল, তাদের দিতে নির্দেশ দিয়েছিল। সেখানেও বিশেষ কয়েকজনকে নম্বর দেওয়া হয়। অন্যদের দেওয়া হয়নি। এখন সিবিআইয়ের হতে আছে সব তথ্য। আচার্য ভবন বন্ধ রেখে সব তথ্য সংগ্রহ করেছে সিবিআই আদালতের নির্দেশে। দ্বিতীয় প্যানেল তৈরি হল। কেউ একজন সই করে বার করলেন, যেটা কম্পিউটার প্রিন্ট। যেটা নিয়ম বিরুদ্ধ। ৭অক্টোবর ২০১৬ শেষ আবেদন নেওয়া হয়েছে। কাগজ তাই বলছে। কিন্তু এক্সপার্ট কমিটি আদালতে সিঙ্গল বেঞ্চে জানিয়েছে, ২০১৭ সাল পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এই মামলাতেই যাঁরা বেআইনি চাকরি পেয়েছেন, তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া আছে সিঙ্গল বেঞ্চের। বাগ কমিটিও এই দুর্নীতির কথা রিপোর্টে তুলে ধরেছে। 

যারা আন্দোলন করছিল ঝামেলা এড়াতে তাদের মধ্যে থেকে কিছু ছেলেমেয়েকে অতিরিক্ত ১ নম্বর দেওয়া হয়। ২০ নভেম্বর ২০১৭ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্রাচার্য সহ অন্যান্য সদস্যদের নিয়ে একটি মিটিং হয়। সেখানে নম্বর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কুণাল ঘোষের সঙ্গে বৈঠক; দলবদল করছেন রূপা গঙ্গোপাধ্যায়?

 ৬:২১ PM     kolkata     No comments   

তা হলে কি 'ফুল' বদল করছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়? দক্ষিণ কলকাতায় তাঁর সঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। 

ঘটনায় প্রকাশ, দক্ষিণ কলকাতায় একটি সামাজিক অনুষ্ঠানে মুখোমুখি হন রূপা-কুণাল। সেখানে ঘণ্টাখানেক ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয় তাঁদের।

যদিও এই ঘটনাকে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবেই আখ্যা দিয়েছেন তৃণমূল নেতা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে কুণাল বলেন, "আমি সামাজিক প্রাণী। একটা সামাজিক অনুষ্ঠানেই রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি আমার দিদির মতোই। আমরা যখন কিশোর-তরুণ, তখন তিনি ‘দ্রৌপদী’ সারা দেশ কাঁপাচ্ছেন।" 

রাজনৈতিক আলোচনা হয়নি? এমন প্রশ্নে কুণাল বলেন, "আমরা রাজনৈতিক ভাবে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী। রূপাদি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি সেই দলের বিরোধী। তবে সে সব অন্য কথা। আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলবদলের ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। দরকারে রূপাদির কাছ থেকেও জেনে নিতে পারেন।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে চাকরি পেয়েও বেতন পাচ্ছেন না, মুখ্যমন্ত্রীকে পার্টি করে মামলা

 ৫:৫৩ PM     kolkata     No comments   

 


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চাকরির আশ্বাস দিয়েছিলেন। পরে তিনি মহকুমা অফিসে একটি অস্থায়ী চাকরিও পেয়েছিলেন। কিন্তু, সম্প্রতি জেলা শাসকের অফিসে বদলি হওয়ার পর থেকেই আর বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। তাই এবার স্থায়ী চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ঝাড়গ্রামের বাসিন্দা বিশেষভাবে সক্ষম এক যুবক। ওই যুবকের নাম জগন্নাথ মাহাতো। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

জগন্নাথ মাহাতো ১০০ শতাংশ বিশেষভাবে সক্ষম। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চাকরির আশ্বাস দিয়েছিলেন ২০১২ সালে।

সেই সময় জঙ্গলমহল উৎসব সেরে ফিরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বাসস্ট্যান্ডে তাঁকে দেখে গাড়ি দাঁড় করিয়ে দেন এবং তাঁর কাছ থেকে সমস্ত কিছু শোনার পর চাকরির আশ্বাস দেন। প্রায় তিন বছর কেটে যাওয়ার পরেও চাকরি না মেলায় তিনি ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এরপর ওই বছরেই স্থানীয় জেলাশাসক তাঁকে ডেকে মহকুমা অফিসে একটি অস্থায়ী চাকরি দেন। এত বছর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু, সমস্যার সূত্রপাত হয় চলতি বছরের মার্চ মাসে। তাঁকে মহাকুমা অফিস থেকে জেলা শাসকের অফিসে বদলি করা হয়। কিন্তু, তারপর থেকেই তিনি আর বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। এ নিয়ে প্রশাসনের কাছে দারস্ত হয়েও সুরাহা মেলেনি। তাই অবশেষে নিজেই কলকাতা হাইকোর্টে এসে মামলা দায়ের করেন জগন্নাথ মাহাতো। তাঁর আইনজীবী শঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর মক্কেল স্থায়ী চাকরির দাবিতে মামলা করেছেন। এর সঙ্গে এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আদালতে হার পড়ুয়াদের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই

 ৫:২৭ PM     kolkata     No comments   

 

ছাত্র-ছাত্রীদের দাবিতে কান না দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তেই সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। অনলাইন নয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই হবে বলে জানিয়ে দিল আদালত। সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এর আগে বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানাতেই আন্দোলনে নামে পড়ুয়াদের একাংশ।

সিলেবাস শেষ না হওয়ার অজুহাতে অনলাইনে ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দেওয়ার পক্ষে সওয়াল করেন পড়ুয়ারা। অফলাইনে সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয়ের কারণে মামলা পৌঁছায় হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চ অফলাইন পরীক্ষায় সমর্থন জানালে ফের পড়ুয়ারা মামলা করে ডিভিশন বেঞ্চে। 

করোনা কাঁটায় গত দু-বছরে ক্ষতিগ্রস্ত পড়ুয়ারা। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে গতবছর পরীক্ষা হয় অনলাইনে। সংক্রমণ কমায় কলেজ-বিশ্ববিদ্যালয় খুললেও ওপেন বুক পদ্ধতিতে অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলন শুরু করে পড়ুয়ারা। সেই দাবি উড়িয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানায়, পরীক্ষা হবে অফলাইনেই। কী মোডে পরীক্ষা হবে তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছাত্রছাত্রীদের নেই। এর পাশাপাশি আদালতের বক্তব্য, ছাত্রদের অধিকার নেই কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারণ করার।  কী তাদের মৌলিক অধিকার এবিষয়ে তার এই মামলায় স্পষ্ট কোনও সংজ্ঞা নেই। তবে সিলেবাস শেষ না হওয়ার বিষয়টি নিয়ে আদালতের বক্তব্য, "সিলেবাস শেষ হয়নি এটা ইউনিভার্সিটির বিষয়। তবে সিলেবাস নিয়ে আত্মবিশ্বাসী বিশ্ববিদ্যালয়। তাই তারা যেভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বৈধ।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates