Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ২৪ জুলাই, ২০২২

বদলি নিয়ে ফের বিতর্ক!

 ৪:৩৪ PM     kolkata     No comments   

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই আবহে স্কুল শিক্ষা দফতরে বিপুল রদবদল করা হল। এক দিনে ২৭৫ জন অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টরকে বদলি করল শিক্ষা দফতর। শিক্ষা দফতর 'রুটিন বদলি' বললেও বিষয়টি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 

সরকারি দফতরে রুটিন বদলি নতুন বিষয় নয়। কিন্তু দফতরেরই একটি সূত্র বলছে, এর আগে এত জনকে একই দিনে এ ভাবে বদলির ঘটনা ঘটেনি। সূত্রের খবর, শিক্ষা দফতরের জেলা ইনস্পেক্টরের কার্যালয়গুলিতে বহু দিন ধরে অনেক অভিযোগ জমা পড়েছিল।

কিন্তু তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। কাজে ঢিলেমি দেওয়া হয়েছে।  এ বার তাই নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। একটি সূত্র জানিয়েছে, কাজে গতি আনতেই এক দিনে ২৭৫ জনকে বদলি করা হল। 

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, "এই সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা দফতরে কখনও এত রদবদল দেখা যায়নি। আচমকাই এই রদবদলে আমাদের মনে হচ্ছে, শিক্ষা দফতরের এখন যে ঢিলে মনোভাব, তাদের বিরুদ্ধে যে এত অভিযোগে উঠছে, সে সবের থেকে নজর ঘোরাতেই এই রদবদল।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইডির কাছে অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম দিলেন পার্থ; অসন্তুষ্ট তৃণমূল

 ৩:১০ PM     kolkata     No comments   

 

দল তাঁর পাশ থেকে এখনও সরে দাঁড়ায়নি। আইনত দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু গোটা গ্রেফতারি পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকায় খুশি নয় তৃণমূল কংগ্রেসের একাংশ।  বিশেষ করে পার্থ যেভাবে নিজের অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে নিয়েছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল। শনিবার গ্রেফতার হওয়ার পর পার্থ বলেন, "নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পারিনি। তবে আমার কোনও টেনশন নেইপ।"

সূত্রের দাবি, গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু মমতাকে ফোনে পাননি তিনি। যদিও পরে ফিরহাদ হাকিম দাবি করেন, এই ধরনের তল্লাশির ক্ষেত্রে এজেন্সির লোকজন শুরুতেই ফোন নিয়ে নেন। তাই পার্থদা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এই তল্লাশি নিয়ে পার্থর নিজের অবস্থান কী, সেটাও এখনও স্পষ্ট নয় দলের কাছে। এর মধ্যেই আবার জানা যায় নিজের অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী। হেফাজতে থাকা অবস্থায় তিনি কার সঙ্গে যোগাযোগ করতে চান, ইডি অফিসাররা সেটা জানতে চাইলে তিনি মুখ্যমন্ত্রীর নাম ও নম্বর দিয়ে দেন। এ ব্যাপারে দল যে তাঁর উপর ক্ষুব্ধ-অসন্তুষ্ট, তৃণমূল নেতৃত্ব তা বুঝিয়ে জানিয়েছেন, তাঁরা আদালতের উপরেই আস্থা রাখছেন। যদিও দল কার্যত স্পষ্টতই জানিয়েছে, পার্থবাবু ষড়যন্ত্রের শিকার। ফিরহাদ হাকিম তৃণমূলের সাংবাদিক বৈঠকে বলেছেন, পার্থদা বিজেপিতে যোগ দেননি বলেই ইডি এভাবে হানা দিয়েছে। কুণাল ঘোষ  বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় যদি বিজেপিতে যোগ দিতেন, তাহলে এভাবে ইডি তল্লাশিও চালাত না। বা তল্লাশি চালিয়ে কী পাওয়া গেল সেটা প্রকাশ্যেও আসত না। যদিও 'বিজেপির চক্রান্ত' সংক্রান্ত কোনও কথা পার্থর মুখে শোনা যায়নি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৩ জুলাই, ২০২২

কত সম্পত্তির মালিক পার্থ? পড়ুন

 ১১:৫৭ PM     kolkata     No comments   

p> 

তাঁর ঘনিষ্ঠ মডেলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা।  প্রায় ৭০ লাখের গয়না ও বেশকিছু গুরুত্বপূর্ণ সব নথি। তাঁর আরেক ঘনিষ্ঠ অধ্যাপিকার নামে নাকি রয়েছে গোটা দশেক ফ্ল্যাট। অথচ, যাকে নিয়ে এত কথা সেই পার্থ চট্টোপাধ্যায় সম্পত্তি নাকি মোটে সওয়া কোটি টাকা। অন্তত এক বছর আগে রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এমনটাই দাবি করেছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে পার্থর দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৬ লক্ষের কাছাকাছি। পার্থর দেওয়া হলফনামা অনুযায়ী, ২০২১ বিধানসভা নির্বাচনের সময় তাঁর হাতে নগদ ছিল মোটে ১ লক্ষ ৪৮ হাজার টাকা। বিভিন্ন ব্যাংকে সঞ্চিত ছিল ৬৪ লক্ষ ৪৬ হাজার টাকা। জীবন বিমার পলিসি ছিল প্রায় ২৫ লক্ষ টাকার।

সব মিলিয়ে অস্থাবর সম্পত্তি ৯১ লক্ষ টাকার কাছাকাছি। এর পাশাপাশি তাঁর নাকতলার বাড়ির তৎকালীন মূল্য দেখিয়েছিলেন ২৫ লক্ষ টাকা। পার্থর দাবি অনুযায়ী, ২০১৬ বিধানসভা নির্বাচনের পর থেকে ২০২১ বিধানসভা নির্বাচন পর্যন্ত এই পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ কমে গিয়েছে। ২০১৬ সালে পার্থ নিজের হলফনামায় দাবি করেছিলেন, তিনি মোট ১ কোটি ৬০ লক্ষ ৫৯ হাজার টাকার মালিক। অর্থাৎ ২০১৬ থেকে ২০২১ এই পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ কমেছে ৪৩ লক্ষ টাকার বেশি। এর আগে ২০১১ সালের বিধানসভার হলফনামা অনুযায়ী পার্থর সম্পত্তির পরিমাণ ছিল মোটে ৬৯ লক্ষ। যদিও এখন অভিযোগ উঠছে, পার্থবাবুর বিপুল অঙ্কের বেনামি সম্পত্তি আছে। তাঁর মেয়ে-জামাইয়ের সম্পত্তির দিকেও নজর রয়েছে ইডির (ED)। সদ্যই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে যে বিরাট অঙ্কের টাকা পাওয়া গিয়েছে, সেটার সঙ্গেও পার্থর যোগাযোগ আছে বলেই সন্দেহ ইডি আধিকারিকদের। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর তাঁকে জিজ্ঞাসাবাদে আর কী কী উঠে আসে সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গ্রেফতার পার্থ; কেন গ্রেফতার হলেন? কী এই SSC দুর্নীতি? পড়ুন

 ৭:৫২ PM     kolkata     No comments   

এসএসসি নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায়ের মতো 'রাঘব বোয়াল' ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। অভিযোগ উঠছে, রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সর্বস্তরে দুর্নীতি হয়েছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এমনকী অশিক্ষক কর্মচারি নিয়োগের ক্ষেত্রেও নাকি দুর্নীতি হয়েছে। চলুন গোড়া থেকে দেখে নেওয়া যাক এই SSC নিয়োগ দুর্নীতি কী?

২০১৪ SLST-র মাধ্যমে স্কুলে শিক্ষক নিয়োগের বিবৃতি। ২০১৬ সালে শুরু হয় ওই নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ ওই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। এমন অনেকে চাকরি পেয়েছেন যাদের নাম মেধা তালিকায় ছিলই না। এই মামলাতেই অভিযুক্ত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। দ্বিতীয় মামলা অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে। 

২০১৬ সালে রাজ্যে ১৩ হাজার অশিক্ষক কর্মী নিয়োগের বিবৃতি দেয় SSC। এই সংক্রান্ত প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায় ২০১৯ সালে।

অভিযোগ পরে ওই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই পাঁচশোর বেশি কর্মী নিয়োগ করা হয়। আরেকটি মামলা প্রাথমিক টেট নিয়ে। অভিযোগ ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণ না হয়েও চাকরি পেয়েছেন অনেকেই। 

অভিযোগ এমন বহু পরীক্ষার্থীকে চাকরি দেওয়া হয়েছে যারা সাদা খাতা জমা দিয়েছেন, বা শুধু নাম লিখে জমা দিয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য আলাদা একটি উপদেষ্টা কমিশন তৈরি করা হয়। অভিযোগ সেই উপদেষ্টা কমিটিও নাকি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। এই অভিযোগে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট আরেকটি মামলায় বলা হয়েছে ২০১৪ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্ন করা হয়েছিল। সেই ভুল প্রশ্নের ভিত্তিতেই নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীকে নম্বর দিয়ে চাকরি দেওয়া হয়েছে। 

এই মামলাগুলির আলাদা আলাদা করে সিবিআই এবং ইডি তদন্ত করছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাক্তন শিক্ষা সচিব, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সকলেই এই মামলায় অভিযুক্ত। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী দিনে আরও একাধিক হেভিওয়েটের দিকে নজর রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলির। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নেত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি;গ্রেফতার হওয়ার পর মুখ খুললেন পার্থ

 ১১:৫৪ AM     kolkata     No comments   

 


"নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এরা কোথায় নিয়ে যাচ্ছে আমি জানিনা।" গ্রেফতার হওয়ার পর থেকে প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।  প্রাক্তন শিল্পমন্ত্রী জানিয়েছেন তাঁকে দলননেত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। বাড়ি থেকে বের করে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে।      

টানা ২৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে শেষপর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যাকে গ্রেফতার করল ইডি।  জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

বাড়ির দোতলার ঘর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নামিয়ে একতলায় বসানো হয়। তারপরই, পার্থ চট্টোপাধ্য়ায়কে বের করে নিয়ে যাওয়া হয়।  আজই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। 

তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি। তাঁর নাকতলার বাড়িতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাত দশটা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীকে ডেকে পাঠায় তদন্তকারী সংস্থা। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ ফের আরও একজন ইডি আধিকারিক আসেন পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। তাঁর সঙ্গেই আসেন কেন্দ্রীয় বাহিনীর আরও পাঁচ জওয়ান। শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদের পরে তাঁকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় শনিবার সকালে। 

একইসঙ্গে ১৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে শনিবার সকালে আটক করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি সূত্রের খবর, এনফোর্সমেন্ট দফতরে নিয়ে যাওয়া হবে অর্পিতাকে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার হয়। একই সঙ্গে বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা সহ ২০টি মোবাইল ফোনও তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বলে খবর ইডি সূত্রে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা; গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

 ১১:৩৭ AM     kolkata     No comments   

 

টানা ২৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যাকে গ্রেফতার করল ইডি। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় আটক, খবর ইডি সূত্রে। দোতলার ঘর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নামিয়ে একতলায় বসানো হয়। তারপরই, পার্থ চট্টোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হয় CGO কমপ্লেক্সে। আজই আদালতে তোলা হবে রাজ্যের শিল্পমন্ত্রীকে। তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি।

ইতিমধ্যে নাকতলার বাড়িতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাত দশটা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীকে ডেকে পাঠায় তদন্তকারী সংস্থা। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ ফের আরও একজন ইডি আধিকারিক আসেন পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতে। তাঁর সঙ্গেই আসেন কেন্দ্রীয় বাহিনীর আরও ৫ জওয়ান। দিনভর জিজ্ঞাসাবাদের পর শেষপর্যন্ত গ্রেফতারি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২৭৫ কর্মীকে একই দিনে বদলি নিয়ে বিতর্ক!

 ১:০২ AM     kolkata     No comments   

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই আবহে স্কুল শিক্ষা দফতরে বিপুল রদবদল করা হল। এক দিনে ২৭৫ জন অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টরকে বদলি করল শিক্ষা দফতর। শিক্ষা দফতর 'রুটিন বদলি' বললেও বিষয়টি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 

সরকারি দফতরে রুটিন বদলি নতুন বিষয় নয়। কিন্তু দফতরেরই একটি সূত্র বলছে, এর আগে এত জনকে একই দিনে এ ভাবে বদলির ঘটনা ঘটেনি। সূত্রের খবর, শিক্ষা দফতরের জেলা ইনস্পেক্টরের কার্যালয়গুলিতে বহু দিন ধরে অনেক অভিযোগ জমা পড়েছিল।

কিন্তু তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। কাজে ঢিলেমি দেওয়া হয়েছে।  এ বার তাই নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। একটি সূত্র জানিয়েছে, কাজে গতি আনতেই এক দিনে ২৭৫ জনকে বদলি করা হল। 

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, "এই সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা দফতরে কখনও এত রদবদল দেখা যায়নি। আচমকাই এই রদবদলে আমাদের মনে হচ্ছে, শিক্ষা দফতরের এখন যে ঢিলে মনোভাব, তাদের বিরুদ্ধে যে এত অভিযোগে উঠছে, সে সবের থেকে নজর ঘোরাতেই এই রদবদল।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates