ডোনাল্ড ট্রাম্প মারা গিয়েছেন? স্বয়ং ট্রাম্পপুত্রের এক্স (পূর্বতন ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে এরকমই খবর ছড়ান হয়েছে। সারা পৃথিবী জানল না, ট্রাম্প সহসা মারা গেলেন! না, মুহূর্তে জানা গেল ঘটনা মোটেই তা নয়।
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
নিম্নচাপের প্রভাব; দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কতদিন চলবে? জানাল আবহাওয়া দফতর
উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর যে নিম্নচাপটি রয়েছে তা ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রথম ২৪ ঘন্টায় বৃষ্টি বেশি হবে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু হালকা বৃষ্টি চলবে।
মানুষকে বোকা বানানোই কি সিবিআইয়ের কাজ? বিস্ফোরক প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
প্রাথমিকে নিয়োগ মামলায় ফের তদন্তকারীদের নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়নি? প্রশ্ন ও উত্তর কমপিউটারে বসানো। কেবলমাত্র নাম বদল করা হয়েছ। সিটের সদস্য নন এমন অফিসার জিজ্ঞাসাবাদ করেছেন। এটা কী ধরনের তদন্ত?বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মাত্র ৪ জন টাকা নেওয়ার কথা স্বীকার করেছে।
বঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় যত কেস ডাইরি দেখছেন ততই অবাক হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অনিয়ম করে চাকরি পেয়েছেন ৪ জন। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অথচ তাদের কাছে রাখা প্রশ্নে আর্থিক লেনদেনের বিষয়টি রাখা হয়নি। একজন ডিএসপি জিজ্ঞাসাবাদ করছেন অথচ তিনি সিট-এর সদস্য নন। সিটের সদস্য নন এমন একজন কীভাবে অভিযুক্তদের জিজ্ঞাসবাদ করছেন ও বয়ান রেকর্ড করছেন। এসব দেখে অবাক হয়ে যান বিচারপতি। আগামী ৪ অক্টোবর শুনানিতে সিবিআই আধিকারিককে এর ব্যাখ্যা দিতে হবে। ভার্চুয়ালি শুনানিতে তিনি হাজির থাকবেন। তদন্তের এমন অগ্রগতি কেন তার জবাব তিনি দেবেন। তার আগে ২৭ সেপ্টেম্বর সিটের প্রধান আদালতে হাজিরা দিয়ে তার বক্তব্য রাখবেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন প্রশ্ন তোলেন, মানুষকে বোকা বানানোই কি সিবিআইয়ের কাজ? সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হল। কিন্তু তাতে কী হল? এই মামলায় আর কোনও আধিকারিকের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর প্রয়োজন।
নিয়োগ দুর্নীতি মামলায় যে ৪ জনের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের যে গ্রেফতার করা হয়নি তা মনে করিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই চারজন আদালতে আত্মসমর্পণ করেন। তারপর তাদের গ্রেফতার করা হয়। পর্যদ ডিজিটাইজড ওএমআর শিট বলে যা দিচ্ছে তা হাতে টাইপ করা।
লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল!
এদিন লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪ জন সাংসদই বিলের পক্ষে ভোট দিলেন। বিপক্ষে ভোট দিলেন মাত্র ২ জন। আলোচনা শেষে সন্ধে ৭টা ৬ মিনিট নাগাদ এই বিল নিয়ে ভোটাভুটি শুরু হয়। ৭টা ৩৯ মিনিটেই ভোটাভুটির ফল ঘোষণা করেন অধ্যক্ষ।
সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন পেশ করা হয় 'নারী শক্তি বন্দন অধিনিয়াম' বিল।
গত ২৭ বছর ধরে এই বিলটি সংসদে আটকে ছিল। এদিন বিলের পক্ষে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এর আগে চারবার বিলটি লোকসভায় পেশ করা হয়েছে। তাঁর আবেদন ছিল, এবার অন্তত বিলটি সর্বসম্মতভাবে পাশ করানো হোক।
এদিন অধিবেশনের শুরুতেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের শুরু হয় কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির হাত ধরে। এই বিল নিয়ে খানিক স্মৃতিমেদুর হয়ে পড়েন তিনি। আগেই ঘোষণা করা হয়েছিল, কংগ্রেস এই বিষয়ে পূর্ণ সমর্থন করবে, সেই মতই বক্তব্য রাখেন তিনি। বলেন, এই বিষয়ে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। অর্থাৎ মোদি সরকারের আনা 'নারী শক্তি বন্দন অধিনয়ম ২০২৩' বিলকে সমর্থন করেন তিনি, পাশাপাশি বলেন, এটি যেন এখনই কার্যকর করা।
পদ্ম শিবিরে বিতর্ক; বিজেপি রাজ্য অফিসে 'ঘরছাড়া' দিলীপ-রাহুল
বিজেপির রাজ্য অফিসেই 'ঘরছাড়া' দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। অভিযোগ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশেই এম্ন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে জে পি নাড্ডার কাছে নালিশ জানিয়ে ইমেল করেছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার এক প্রাক্তন পদাধিকারী। 'ঘরছাড়া' দিলীপ-রাহুল! রাজ্য বিজেপির অফিসেই 'ঘরছাড়া'! যা নিয়ে তুমুল বিতর্ক বিজেপির অন্দরে। দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা দু-জনেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দু-জনেই দলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা। রাজ্য বিজেপির অফিসে সেই দু-জনেই 'ঘরছাড়া'? ৬ নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়। এই অফিসের একতলায় দিলীপ-রাহুল দু-জনের জন্যই ঘর বরাদ্দ রয়েছে।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
'প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেওয়া হবে'; ফের সিবিআইকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
'দোষীদের আড়াল করছে। এই রিপোর্ট প্রধানমন্ত্রীকে দেওয়া হবে'। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সিটের প্রধানকে আদালতে হাজিরার নির্দেশ। প্রাথমিকে নিয়োগে ওএমআর শিটে 'কারচুরি'।
বিচারপতির গঙ্গোপাধ্যায়ের আরও বক্তব্য, 'সিবিআইতে এক গুচ্ছ বোকা লোক কাজ করে এটা আমি বিশ্বাস করতে রাজি নই। এটা ইচ্ছাকৃত। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়নি'। সঙ্গে প্রশ্ন, 'সিবিআইয়ের আইটি আধিকারিক নিজে বলছে যে, এটা ডিজিটাল ডেটা নয়। তাহলে কেন এস বসু রায় কোম্পানির আধিকারিকদের এই প্রশ্ন কেন করা হল না'? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়,'একটু সুযোগ দেওয়া হোক। এমন অর্ডার দেওয়ার আগে একবার সিটের প্রধানকে সুযোগ দেওয়া হোক এই ত্রুটি বিষয়ে কৈফিয়ত দেওয়ার জন্য'।
ফের ঝড়ের সংকেত; ফের কি ভয়াবহ বৃষ্টিতে ভাসবে রাজ্য?
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূল-লাগোয়া। এই নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ওডিশা এবং দক্ষিণ ঝাড়খণ্ড। নিম্নচাপরেখাটি সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসছে না।