মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। দু'টি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ। সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল বলে অভিযোগ তুলেছিলেন অনেকে। যার ফলে অনেক পড়ুয়াই ৫ নম্বর ছেড়ে আসে বলে অভিযোগ। কিন্তু এবার সেই কথা মাথায় রেখেই মূল্যায়নের নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের সব পরীক্ষকদের ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই উত্তরপত্র মূল্যায়নের নির্দেশ দেওয়া হল। পাশাপাশি বলে দেওয়া হয়েছে, ওই দু'টি প্রশ্ন সিলেবাস বহির্ভূত অথবা ভুল নয়। যদিও বলা হয়েছে ওই দু'টি বিষয়কে মাথায় রেখে মূল্যায়ণ করতে। যদি পরীক্ষার্থীরা ওই দু'টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে তার পদ্ধতি দেখা হবে। যদি পদ্ধতি সঠিক হয়, তাহলে নম্বর দেওয়া হবে। ফলে যে সমস্যার ভয় তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মনে, তা অনেকটাই কমবে মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশে।
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
খুঁড়িয়ে হাঁটছেন পন্থ;খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে?
ঋষভ পন্থকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় দলে। রবিবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এমনকী সোমবারও উইকেট কিপিংয়ের অনুশীলন করেননি। সামান্য খোঁড়াতেও দেখা যায়। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তো? ঘটনার সূত্রপাত রবিবারের অনুশীলনে। পাশের নেটে ব্যাট করা হার্দিক পাণ্ডিয়ার জোরালো শট এসে আঘাত করে পন্থের পায়ে। প্যাড খুলে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন। অনুমান, গাড়ি দুর্ঘটনায় যেখানে চোট লেগেছিল, এবারও হয়তো সেখানেই লেগেছে। যার ফল সোমবারের অনুশীলনেও দেখা যায়। উইকেটকিপিং বা ফিল্ডিং প্র্যাকটিস করেননি। ব্যাট হাতে অনুশীলনে নামলেও একেবারেই স্বচ্ছন্দে দেখায়নি তাঁকে। একাধিক বল মিস করেন। যদিও ভারতের প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা প্রায় নেই। তবুও পন্থের চোট নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে।
অন্তর্বর্তী জামিন পেলেন 'কালীঘাটের কাকু'!
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল তাঁর। হাই কোর্ট জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে। অন্য কোনও মামলা না থাকায় আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্তি পাচ্ছেন তিনি। নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে হাই কোর্ট। আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকবেন। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না তিনি। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া অন্য কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখাও করতে পারবেন না সুজয়কৃষ্ণ। তাঁর দু-টি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
'আধার-ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? ও তো বাংলাদেশিদেরও আছে':বিচারপতি
আধার-ভোটার কার্ড রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও! তাই এই দুই পরিচয়পত্র কি আদৌ ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ? সোমবার জাল পাসপোর্ট মামলার শুনানিতে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্না শীলকে একবছর আগে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তাঁরা আদপে বাংলাদেশি। জাল আধার-ভোটার কার্ড বানিয়ে এদেশে থাকছিলেন বলে দাবি পুলিশের। এদিন তাঁদের জামিন মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, "আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? এই রকম জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশির আছে। ওদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেয়।" তাঁর কথায়, "আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে, তাঁদের মধ্যেও এই একই ঘটনা দেখা যাচ্ছে।" এদিন মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ইমিগ্রেশন দপ্তর থেকে কেউ উত্তর দেয়নি। ফলে পাসপোর্ট জাল করেছে, তা কীভাবে প্রমাণিত? জানা গিয়েছে, ২০১০ সালে এদেশে আসে ওই পরিবার। ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যামেন্ড অ্যাক্ট ২০১৯ আইনের ধারা ২ অনুযায়ী ২০১৪ সালের আগে যারা এদেশে এসেছেন তাঁদের এদেশের নাগরিক বলে গণ্য করা হবে। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্তদের আইনজীবী। কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিচারপতি। বর্ধমানের ওই দম্পতির জামিন খারিজ করে দেয় আদালত।
সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ক!
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার জন বিজেপি বিধায়ককে একমাসের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। এর ফলে এক মাস বিধানসভার অধিবেশন বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা সহ চার বিজেপি বিধায়ক।
সরস্বতী পুজোর আয়োজনে রাজ্যে বাধা পেতে হচ্ছে, এই অভিযোগ করে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির পক্ষ থেকে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
স্পিকারের সিদ্ধান্তে অখুশি হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অভিযোগ, তখনই ওয়েলে নেমে এসে কাগজ ছুড়ে মারেন বিরোধী দলনেতা। এর পরই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।
বসন্তের শুরুতেই বৃষ্টিতে ভিজবে বাংলা!
ক্রমশ চড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। ঠান্ডার আমেজ সরে গিয়ে উষ্ণতার উপস্থিতি জানান দিচ্ছে। গত ২৪ ঘণ্টার তুলনায় সোমবার প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই ঠান্ডা গরমের মিশেলে হাওয়ায় বসন্তের ছোঁয়া। আজ দিনের আকাশ মুলত পরিষ্কার থাকবে । তবে ভোরে কুয়াশা থাকবে। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। যার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে । তবে বুধবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের বেশিরভাগ সময় গরম অনুভূত হবে। ক্রমশ উধাও হবে শীত। ঠান্ডার শিরশিরানি সরিয়ে এবার গরমের প্রস্তুতিতে বসন্তের আগমনী। তবে বসন্তের শুরুতেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।
বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও আগামিকাল মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাত।।
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
কিছুতেই থামছে না গম্ভীর-আগরকার বিবাদ!
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও অশান্তি ভারতীয় শিবিরে। বারুদের স্তুপের উপর রয়েছে গোটা ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ব্যাটিং লাইন আপ নিয়ে গৌতম গম্ভীরের পরীক্ষা-নিরীক্ষা ভাল ভাবে নেননি জাতীয় নির্বাচকেরা। প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে ঝামেলায় জড়ান কোচ গম্ভীর। দু-জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।গম্ভীরের সঙ্গে আগরকরের বিবাদের অন্যতম প্রধান চরিত্র ঋষভ পন্থ। দল নির্বাচনের সময় পন্থকে এক নম্বর উইকেটরক্ষক হিসাবে চিহ্নিত করেছিলেন আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা। অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে পন্থকে একটি ম্যাচও খেলাননি গম্ভীর। সিরিজ়ের পর পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন, লোকেশ রাহুলকেই প্রথম উইকেটরক্ষক হিসাবে দেখছেন। দু-জন উইকেটরক্ষককে এক সঙ্গে খেলানোর সম্ভাবনা কম বলেও জানান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীর-আগরকর বিবাদ হয়েছিল ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচের আগেই। সেই ম্যাচে যশস্বী জয়সওয়ালকে খেলানোর জন্য গম্ভীর ভারতের নিয়মিত ওপেনিং জুটি ভেঙে দেন। শুভমন গিলকে পাঠান তিন নম্বরে। প্রথম একাদশে রাখতে চাননি শ্রেয়স আয়ারকে। শেষ পর্যন্ত বিরাট কোহলির চোট শ্রেয়সকে সুযোগ করে দেয় খেলার। গম্ভীরের এই সিদ্ধান্ত মানতে পারেননি আগরকর। রাহুলকে ছ-নম্বরে ব্যাট করানোও পছন্দ হয়নি তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে এক দিনের ক্রিকেটে ভারতের নিয়মিত এবং পরীক্ষিত ব্যাটিং অর্ডার নষ্ট হওয়ায় বিরক্ত হন আগরকর। তা নিয়ে ভারতীয় দলের সাজঘর নাকি উত্তপ্তও হয়েছিল।