Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন

 ১২:১০ PM     kolkata     No comments   

  

গত বৃহস্পতিবার, ৩ এপ্রিল। শিক্ষকদের কাছেই অভিশপ্ত দিন। কারণ এই দিনে চাকরি হারিয়েছেন রাজ্যের কমপক্ষে ২৫ হাজার সরকারি স্কুলশিক্ষক। তাঁদের মধ্যে কেউ যোগ্য, কেউ হয়ত অযোগ্য। কিন্তু, তাঁদের মধ্যে যোগ্যদের আলাদা করতে না পারায় বাতিল করা হয়েছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি এসেছে একগুচ্ছ অন্য নির্দেশও। এরপরে, গত ৭ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। আশ্বাস মিলেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকেও। কিন্তু, তারপরেও গত বুধবার চাকরিহারা শিক্ষকদের কসবা ডিআই অফিস অভিযানে উত্তপ্ত হয়েছে রাজ্য। এমন যখন পরিস্থিতি, তখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, চলতি মাসে কি বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে রাজ্য? নিয়মমাফিক স্যালারি রিকুইজিশন পোর্টালে চাকরিহারাদের নাম থাকলেও তাঁদের বেতন দিলে কনটেম্পট অফ কোর্ট অর্থাৎ, আদালত অবমাননা হতে পারে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞেরা। তাই আশঙ্কায় রয়েছে স্কুল শিক্ষা দফতর।  

অপরদিকে রয়েছে অন্য মতও। সেই মত অনুসারে, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আপাতত পেতে পারেন স্বস্তি। বেতন দিতেও আর অসুবিধা থাকবে না রাজ্যের। কী সেই মত?জানা গিয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের তরফে শুরু হয়েছে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া। পুলিশ সূত্রের খবর, রাজ্যের লিগাল সেকশনের থেকে আইনি মতামত নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। 

রাজ্য সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন করতে যাচ্ছে। এর জন্য রাজ্যের কাছে ৩০ দিনের সময় রয়েছে। সেক্ষেত্রে, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই থাকছে, তাই চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের বেতন দিতে আইনগত সমস্যা নেই বলে দাবি নবান্নের একাংশের।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

'শিক্ষক-শিক্ষিকাদের ধৈর্য রাখা উচিত'; চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী

 ৬:২০ PM     kolkata     No comments   

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক। তার জেরে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছেন শিক্ষকদের একটা বড় অংশ। যোগ্য-অযোগ্যদের আলাদা করে চাকরি ফেরানোর দাবি তুলেছেন চাকরিহারারা। বুধবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। 

জানা গিয়েছে, শুক্রবার বিকাশ ভবনে হতে পারে বৈঠক। উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান ও দফতরের সচিব।  আইনি সমাধানসূত্র না বেরনো পর্যন্ত কী ভবিষ্যত হতে চলেছে চাকরিহারাদের, সেই বিষয়ে বৈঠক করা হবে। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। বুধবার ব্রাত্য বলেন, 'চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ডিআই অফিসে গিয়েছিলেন কেন! প্রতিবাদ জানাতে আন্দোলন করতে। ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। ওঁদের সঙ্গে বসে একটা সুরাহা বের করার জন্য চলতি সপ্তাহে বৈঠক হবে। আমি নিজে থাকব, দফতরের আরও অনেকেই থাকবেন।' তিনি আরও বলেন, 'লড়াই আন্দোলন কিছুদিন স্থগিত রাখা যেত। আমরা বদ্ধপরিকর। আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। আইনি ভাবে এবং মানবিক ভাবে। ওঁদের ধৈর্য্য রাখা উচিত। ওঁরাই আমাদের সঙ্গে বসতে চেয়েছেন, ওঁরাই আবার ধ্বংসাত্মক আন্দোলন করছেন।' শিক্ষক-শিক্ষিকাদের লাঠিপেটা করা নিয়ে পুলিশ প্রশাসনের এবিষয়ে নির্দিষ্ট বক্তব্য রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যমন্ত্রী মমতার ওয়াকফ-বার্তা সংখ্যালঘুদের!

 ২:১২ PM     kolkata     No comments   

ওয়াকফ সংশোধনী আইন সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার পরে গত শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পার্ক সার্কাস সাতমাথার দখল নিয়ে প্রতিবাদ করেছিল বেশকিছু মুসলিম সংগঠন। এর উত্তেজন ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও। সেই পরিস্থিতিতেই বুধবার নেতাজি ইন্ডোরের একটি সভা থেকে ওয়াকফ নিয়ে বাংলার সংখ্যালঘুদের আশ্বস্ত করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, 'দিদি' হিসাবে তিনি মুসলিমদেরও পাশে থাকবেন এবং তাঁদের সম্পত্তি রক্ষা করবেন। বৃহস্পতিবার মহাবীরজয়ন্তী। সেই উপলক্ষে জৈন সম্প্রদায়ের উদ্যোগে বুধবার উদ্‌যাপিত হচ্ছে 'নবকার মহামন্ত্র দিবস'। তারই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বলেন, "আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। জিও, জিনে দো (বাঁচুন, বাঁচতে দিন)।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গেট ভেঙে ডিআই অফিসের ভিতরে চাকরিহারা; লাঠিচার্জ পুলিশের

 ১:৪৯ PM     kolkata     No comments   


চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবার ডিআই অফিসে তুমুল উত্তেজনা। পুলিশের সমস্ত বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তার পর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। বিক্ষোভাকীরদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে। ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থও হয়ে পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে বলেও অভিযোগ। পুলিশের কড়া পদক্ষেপের পরই ডিআই অফিস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকরা। 

গত সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে চাকরিহারা শিক্ষকদের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও নিশ্চিন্ত হতে পারছেন না চাকরিহারারা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্যালাইন এমপি-কে মানছি না';শতাব্দীর বিরুদ্ধে স্লোগান তুলল তৃণমূলই

 ১২:৩২ PM     kolkata     No comments   

ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় তৃণমূলের মিছিল থেকেই উঠল দলের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান। বুধবার সকাল থেকে এ নিয়ে শোরগোল অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে। যদিও বীরভূমের চার বারের সাংসদ শতাব্দীর দাবি, যাঁরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তাঁরা দলের কেউ বলে তিনি বিশ্বাস করেন না। 

ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। আগামী ১৬ এপ্রিল ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর বিরুদ্ধে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে রাজ্যজুড়ে জায়গায় জায়গায় চলছে বিরোধীদের বিক্ষোভ। তেমনই একটি প্রতিবাদ মিছিলের আয়োজন হয়েছিল বীরভূমের মুরারইয়ে। তৃণমূলের মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। সেখান থেকেই বীরভূমের সাংসদ শতাব্দীর বিরুদ্ধে স্লোগান ওঠে। বলা হয়, "স্যালাইন এমপি-কে মানছি না, মানব না।" প্রসঙ্গত, গত দুই লোকসভা নির্বাচনে মুরারই এলাকা থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন চার বারের সাংসদ শতাব্দী। সংসদে যে দিন ওয়াকফ বিল পাশ হয়, সে দিন তিনি উপস্থিত ছিলেন না। পরে নিজের অনুপস্থিতির কারণ হিসাবে তৃণমূল সাংসদ জানান, তিনি অসুস্থ ছিলে। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। স্যালাইন নিতে হয়েছে। এই জন্য সংসদে যেতে পারেননি। যদিও সাংসদের এই ব্যাখ্যায় তাঁর দলেরই একাংশ যে খুশি নন, সেটাই দেখা গেল মুরারইয়ে। যে মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও দাহ করা হয়, সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগান ওঠে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নববর্ষে বাড়ি বদলাচ্ছে সিবিআই!

 ১২:০৯ PM     kolkata     No comments   

এবার বাড়ি বদলাচ্ছে সিবিআই। আর নয় নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স। এবার থেকে ঠিকানা বদলাচ্ছে সিবিআই। নতুন ঠিকানা নিউটাউন। নিউটাউনে এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ চকচকে বহুতল সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা হতে চলেছে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে নতুন অফিসে বসে তদন্ত শুরু বাংলা নববর্ষ থেকেই। ১৪ তলা ওই বহুতলের ৪টি তলেই হচ্ছে নতুন সিবিআই অফিস। নতুন অফিসে সিবিআই অফিস সরায় এতদিন পর এবার এক ছাতার নিচে আসতে চলেছে কলকাতা ব্রাঞ্চের সব শাখা। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB), স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ (SCB), ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ (EOB), ব্যাঙ্ক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ (BSFB ), ইকনোমিক অফেন্স ব্রাঞ্চ (EOB) এবার থেকে এক অফিস থেকেই কাজ করবে। গত কয়েকদিন ধরেই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সরানো হচ্ছে নতুন অফিসে। সিবিআই অফিসার থেকে সব স্তরের কর্মীরা ব্যস্ত নতুন অফিস গোছাতে। সব জিনিসপত্র যাতে নতুন অফিসে যায় তা নিশ্চিত করার কাজ চলছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

"করোনা কালে বেতন ফেরত দেননি কেন?" বিস্ফোরক কুণাল

 ১০:৪২ PM     kolkata     No comments   


যেতে পারি, কিন্তু কেন যাব! সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে স্কুলে গেলে পুলিশ যদি গ্রেফতার করে, তাহলে তার দায় কে নেবেন? প্রশ্ন তুলছেন চাকরিহারাদের অনেকেই। এদিনই এই প্রশ্ন তুলে পশ্চিম মেদিনীপুরের ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন চাকরিহারারা। একদিন আগেই নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বড় অংশের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার বার্তাও দেন। কুণালের দাবি, তাতে কিছুটা চিঁড়ে ভিজেছে। কুণাল বলছেন, "'মুখ্যমন্ত্রী নিজে সবিস্তার ব্যখ্যা দিয়েছেন। তাতে আশ্বাস্ত হয়ে বহু শিক্ষক শিক্ষিকা আজ স্কুলে গিয়েছেন। কাজ করেছেন। যদি কারও কোনও দ্বিধা থাকে আমার ধারণা সেগুলি কেটে যাবে।"  তবে কুণালের দাবি, মুখ্যমন্ত্রীর বলা 'ভলান্টিয়ারি সার্ভিসের' ভুল ব্যখ্যা করা হচ্ছে। তুলোধনা করেন বিরোধীদের। মনে করার করোনাকালের কথা।  এরপরই করোনাকালের কথা মনে করিয়ে তিনি বলেন, "আমি বাম-রাম শিক্ষকদের জিজ্ঞাসা করছি যখন করোনার সময় দিনের পর দিন স্কুল, বন্ধ ছিল, ক্লাস নিতে হয়নি, অনেক রাজ্যে বেতন বন্ধ হয়ে গিয়েছিল।  তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে। তখন স্কুল যেতে হয়নি, ক্লাস নিতে হয়নি!" কুণালের প্রশ্ন, "তখন মনে হয়নি স্কুল যাচ্ছি না বেতন নেব কেন? তখন বেতন নিলেন কেন, ফেরত দিলেন না কেন?"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates