Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

চাকরি বাতিল; বেতন ফেরতের বিচার কোথায় হবে, হাই কোর্ট? না সুপ্রিম কোর্টে?

 ৩:৩৫ PM     kolkata     No comments   

 

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশ এবং বেতন ফেরতের বিচার কোথায় হবে? আদালত অবমাননার মামলার শুনানি হাই কোর্টে হবে, না কি সুপ্রিম কোর্টে? বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ের শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা হয়েছিল। তার প্রেক্ষিতে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে তা জানাতে বলা হয়েছিল। হাই কোর্টে এই মামলায় বিচারপতি বসাক আদালতের নির্দেশ মেনে 'দাগি' শিক্ষকদের বেতন ফেরত-সহ 'দাগি' এবং 'অযোগ্য' দের ওএমআর প্রকাশের কথা বলেন। কিন্তু মামলাকারী পক্ষের অভিযোগ, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এসএসসি এবং স্কুল শিক্ষা দফতর। 

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিলের যে রায় হাই কোর্ট দিয়েছিল, সেটিই বহাল রাখে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়ে যায় ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল। যদিও পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা 'দাগি' নন, তাঁরা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন। তবে আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগপ্রক্রিয়া শেষ করবে। যদিও এই নতুন নির্দেশ ওই বছরে নিয়োগ পাওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে'; বিস্ফোরক দিলীপ

 ১১:১১ AM     kolkata     No comments   


দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্যের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যেতেই কটাক্ষ ধেয়ে এসেছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির দিকে। উঠেছে দলবদলের গুঞ্জনও। এই সবেরই উত্তর দিলেন দিলীপ ঘোষ। বললেন, "দিলীপ ঘোষ মরে যাবে কিন্তু বিজেপি ছাড়বে না।" চাঁচাছোলা আক্রমণ করলেন দলবদলুদের। এদিন দিঘাতে বসেই দিলীপ ঘোষ বলেন, "আমি মন্দিরে এসেছি ,কে তৈরি করেছে সেটা বড় নয়। যারা আমার দিকে আঙ্গুল তুলছে, কেন বাংলায় বিজেপির বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রতিনিধি কমছে, তার জবাব দিক। এতদিন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে, তারা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিল যারা…।" 

বৃহস্পতিবারও দিঘাতেই রয়েছেন দিলীপ ঘোষ। সেখান থেকেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, "কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি। তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে। তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি, তা নিয়ে প্রশ্ন! আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি, মন্দির যেই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গে সব কিছুতেই রাজনীতি।" এরপরই তিনি বলেন, "আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি। ভাবছেন, সুইসাইড করবেন কি না। তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না। চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি। বিজেপির কর্মীরা ভয়, সন্দেহ করে না। যে দিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকে পিছনের দিকে এগোচ্ছে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বিজেপি-কে অস্বস্তিতে ফেলে জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ!

 ৭:৪৬ PM     kolkata     No comments   


দিলীপ ঘোষ মানেই সবসময় চমক। গোটা বিজেপি শিবির যেখানে দিঘার থেকে দূরত্ব বজায় রাখল, সেখানে বিকেল ঘনাতেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ পৌঁছে গেলেন সেই দিঘার জগন্নাথ ধাম দর্শনে। শুধু গেলেনই না, তাঁকে মন্দির ঘুরিয়ে দেখালেন তৃণমূলের অরূপ বিশ্বাস, কুণাল ঘোষরা। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। সঙ্গে স্ত্রী রিঙ্কু। সেখানেই রীতিমতো জগন্নাথ ধামের ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ। 

মন্দিরে ঢুকে বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। প্রশংসা করলেন মন্দিরের ভেতরের কাজের। তাঁর কথায়, "মন্দির উদ্বোধন হয়েছে। মানুষ দেখবে না কে উদ্বোধন করেছে। আমি রামের ভক্ত, আমি জগন্নাথেরও ভক্ত। মানুষ মন্দিরে আসবে।" এরপর মন্দির দর্শন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতেই তিনি মমতাকে প্রশ্ন করেন, 'আপনি কখন এসেছেন?' জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো তিনদিন ধরে এখানে।' এরপরই দিলীপ ঘোষ প্রশংসা করে বলেন, "দারুণ হয়েছে এই মন্দির।" কথার রেশ টেনেই দিলীপ আরও বলেন, "আমি তো উদ্বোধন দেখতে দেখতে এলাম।" 

একদিকে যখন দিলীপ ঘোষ শোরগোল ফেলে দিয়েছেন দিঘায়, তখন বিজেপি বিড়ম্বনা যে বেড়েছে, তা বলাই বাহুল্য।  দিলীপের দিঘা যাওয়ার পথেই প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতি বলেন, "পার্টির লাইন না মেনে মন্দিরে গেছেন দিলীপ ঘোষ। এটা ইগনোর করা উচিত ছিল।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস!

 ৩:০৯ PM     India     No comments   


অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করেন বলে জানা গিয়েছে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। এর পরে দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারত। গোটা ভারতে দিকে দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছিল। 

বাংলাদেশের হাই কোর্টে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি ছিল বুধবার। শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার যৌথ বেঞ্চ আবেদনটি মঞ্জুর করে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি চিন্ময়কৃষ্ণের মামলায় রুল জারি করেছিল আদালত। কেন তাঁকে জামিন দেওয়া হবে না, আদালত জানতে চেয়েছিল। এই সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। কিন্তু সে দিন আদালত জানায়, ৩০ এপ্রিল শুনানি হবে। অবশেষে বুধবার শুনানি শেষ হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ২:৪৬ PM     kolkata     No comments   


বড়বাজারে অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন। অক্ষয় তৃতীয়ার আগের দিন বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টি এলাকায় একটি হোটেলে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১৩ জন। একজনের মৃত্যু হয় কার্নিশ থেকে নামতে গিয়ে। ঝাঁপিয়ে নামতে গিয়ে তিনি মারা যান। মৃতদের মধ্যে আটজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।


এদিকে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বুধবার সকালে এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারকে সমবেদনা জানান মমতা। লেখেন, 'উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহতা। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'‌ এরপরই আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। জানান, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।  এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পহেলগাঁওয়ের বদলা; ভারতের ভয়ে 'হাসপাতালে' পাক প্রধানমন্ত্রী

 ১:৫১ PM     India     No comments   

পহেলগাঁও হামলার পর থেকে যখন ভারত-পাক সম্পর্কে উত্তেজনা তুঙ্গে, সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করে জঙ্গিদমনে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন সময় জানা গেল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নাকি হাসপাতালে ভর্তি। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই বলছেন, পহেলগাঁও হামলার পিছনে পাক যোগের একের পর এক প্রমাণ ফাঁস হতেই অস্বস্তিতে পাক সরকার। তাই মুখ লুকোতেই হাসপাতালে আশ্রয় নিয়েছেন শেহবাজ শরিফ। যদিও পাক সরকার সূত্রে দাবি, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নাকি অশ্বের সমস্যা ধরা পড়েছে। ২৭ এপ্রিল থেকেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল ভারতের হামলার ভয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির নিজেই নাকি রাওয়ালপিন্ডিতে ব্যাংকারে লুকিয়ে রয়েছেন! আসলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি পাকিস্তানের সেনাপ্রধানকে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

SSC চেয়ারম্যানকে ১৬ মে-র মধ্যেই কাউন্সিলিং শেষের নির্দেশ কোর্টের!

 ৬:০৯ PM     kolkata     No comments   

কলকাতা হাইকোর্টের তোপের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ২০১৬ আপার প্রাইমারি নিয়োগ এখনো কেন শেষ নয়? প্রশ্ন আদালতের। "শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউ, কাকে বললে সমাধান হবে? খুঁজে বের করে সমাধান করুন।" মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। আগামী ১৬ মে এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ কীভাবে জানাতে হবে, সবটা জানাতে হবে আদালতকে। বস্তুত, ২০২৪ সালের ২৮ অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ১৪ হাজার ৫২ জনের চাকরি নিশ্চিত করতে হবে। কিন্তু তার মধ্যে SSC ১২ হাজার ৪৮২ জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছেন। তবে অবশিষ্ট রয়েছে ১৪৮২ জন। ফের মামলা হয় কোর্টে সেই সময়ই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং সম্পন্ন করার। কিন্তু তা না হওয়ায় আদালত অবমাননার মামলা হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে ফের অস্ট্রেলিয়ার কাছে বিরাট ধাক্কা ভারতের!
    টি-২০ বিশ্বকাপে বেশ ভাল ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয়...
  • টি২০ ক্রিকেটকে বিদাইয়ের পরেই রোহিতের কথায় ফের জল্পনা!
      বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে মঞ্চেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর কয়েক ঘন্টা পরেই অবসর ঘোষণা করলেন রোহিত। সেই সঙ্গ...
  • বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম
    লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামে...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates