Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মুর্শিদাবাদের জোড়া খুন; সিবিআই তদন্তের আবেদন শুনল না সিঙ্গল বেঞ্চ; পাঠানো হল প্রধান বিচারপতির কাছে

 ১১:৫৭ AM     kolkata     No comments   

মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলা শুনলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এদিন জানান, মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত মামলার শুনানি ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে চলছে। তাই তিনি আর নতুন করে এই মামলা শুনবেন না। নিহতদের পরিবারের আবেদন সংক্রান্ত মামলা তিনি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেন। 

মুর্শিদাবাদের জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলা করে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। তারা আদালতের কাছে আবেদন করে, জোড়া খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর কোনও আস্থা নেই। সেই জোড়া খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-কে দিয়ে তদন্ত করা দাবি জানায় নিহতদের পরিবার। একই সঙ্গে তাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদনও জানানো হয়।

প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত মাসে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে। বিএসএফের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ শুরুর দিকে সেখানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছিল। পরে হাই কোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'ঘরে বসে থাকলে হবে না'; MLA-দের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো: সূত্র

 ১১:৪৭ AM     kolkata     No comments   

মুর্শিদাবাদের অশান্তির পর প্রায় এক মাস কেটে গিয়েছে। ইতিমধ্যে ঘরে ফেরানো হচ্ছে গ্রামবাসীদের। সোমবার সেই জেলাতেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ দিন মুর্শিদাবাদ সফরে এসে বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সামনের বছরই নির্বাচন। তার আগেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই মুর্শিদাবাদের অশান্তির ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার সেখানে গিয়ে বিধায়কদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, সামনে নির্বাচন আছে। ঘরে বসে থাকলে হবে না। মানুষের পাশে থাকতে হবে। আরও সক্রিয় হতে হবে দলের কর্মীদের। দলীয় কর্মীদের পাশাপাশি প্রশাসনকেও আরও সক্রিয় হওয়ার নির্দেশ। সাধারণ মানুষ যেন পুলিশের উপর আস্থা না হারায়, প্রশাসনে উপর আস্থা না হারায়, সেই বিষয় নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদ যাওয়ার আগে জানিয়ে দেন যে এতদিন কেন তিনি এলাকা পরিদর্শনে যাননি। মমতা বলেছেন, "মুর্শিদাবাদে আমি আগেও যেতে পারতাম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই যাওয়া উচিত। অনেকদিন আগেই এখানে শান্তি ফিরে এসেছে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৫ মে, ২০২৫

বাদ কেবল দিলীপ ঘোষ? বিজেপির বৈঠকে কি দিলীপকে ঘিরে কোনও বড় সিদ্ধান্ত? জল্পনা

 ৬:৫৪ PM     kolkata     No comments   


দিলীপ ঘোষ ইস্যুতে তৈরি হওয়া পরিস্থিতিতে এই প্রথম বার বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরে ডাকা হয়েছে এই বৈঠক। বৈঠকে বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল, অমিত মালব্য ছাড়াও থাকছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি ডাকা হয়েছে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় সহ সাধারণ সম্পাদকদের। পরিচিত ছক ভেঙে ডাকা হচ্ছে দলের সিনিয়র নেতৃত্বকেও। যদিও ডাক পাননি দিলীপ ঘোষ। দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের যাওয়া ও বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া বিতর্কিত পরিস্থিতিতে এই প্রথমবার বৈঠকে বসছেন রাজ্য নেতারা। সাংগঠনিক বিষয়ের পাশাপাশি নিশ্চিত ভাবে দিলীপ ঘোষ ইস্যু বৈঠকে উঠবে বলেই ওয়াকিবহাল মহলের খবর। প্রসঙ্গত, দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে গৃহযুদ্ধ চলছে। নানান বিজেপি নেতার সঙ্গে রীতিমতো সংঘাতে জড়াচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপির বহু নেতার মুখোশ খোলার হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ। কে পাথরে মূর্তি বিক্রি করে, কে বালির খাদান খোঁড়ে, সব তাঁর জানা বলে দাবিও করেন দিলীপ ঘোষ। এবার সেই সব তথ্য নিয়ে মুখ খুলবেন বলেও জানিয়ে রাখলেন তিনি। একইসঙ্গে খোঁচা, অর্জুন সিংয়ের সঙ্গে কয়লা মাফিয়া লালার যোগ রয়েছে। ওখান (তৃণমূল) থেকে যারা এসেছে তারা ব্য়াগেজ নিয়ে এসেছে। সবমিলিয়ে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের একহাত নিয়েছেন দিলীপ ঘোষ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'আমি কেন নিমকাঠ চুরি করব... আমার বাড়িতেই চারটে নিমগাছ আছে'; সাফ জানালেন মুখ্যমন্ত্রী

 ৫:৫৩ PM     kolkata     No comments   

 


দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। মূর্তি তৈরির কাঠ কোথায় থেকে পাওয়া গেল? এই নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকী সেই কাঠ নিয়ে পুরীর মন্দিরেও শোরগোল শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, পুরীতে জগন্নাথ মন্দিরের মূর্তি তৈরির জন্য যে কাঠ আনানো হয়, তার উদ্বৃত্ত কাঠ দিয়েই দিঘার মূর্তি তৈরি করা হয়েছে। সেই বিতর্কেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, "কালীঘাটে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করলে কেউ কিছু বলে না। আর জগন্নাথ ধামটা গায়ে লেগে গেল! বলা হচ্ছে নাকি নিমকাঠ চুরি করেছি। নিমকাঠ চুরি করব কেন? আমার বাড়িতেই তো চারটে নিমগাছ আছে। চুরি করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা এখনও হয়নি। তিনি আরও উল্লেখ করেন, জগন্নাথ মূর্তি তো কিনতেও পাওয়া যায়।" 

এর পরেই ওড়িশা প্রশাসনের উদ্দেশে মমতা বলেন,"শুনছি নাকি দিঘার মন্দিরে যেতে বারণ করা হচ্ছে। কেন? আমি তো পুরী যাই। এত হিংসা? আমি কিন্তু ওড়িশাকে ভালবাসি। ওদের আলুর অভাব হলে বাংলা যোগায়। সাইক্লোন হলে সাহায্য করে।" দিঘার মন্দিরকে জগন্নাথধাম হিসেবে উল্লেখ করা নিয়েও আপত্তি আছে ওড়িশা সরকারের। সে রাজ্যের মন্ত্রী হরিচন্দ্রন পুরী মন্দির প্রশাসনকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওই মন্দিরে পুরীর সেবায়েতদের অংশগ্রহণ এবং উদ্বৃত্ত পবিত্র কাঠ দিয়ে দিঘার বিগ্রহ তৈরি করা গ্রহণযোগ্য নয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পরিকল্পনা করে মুর্শিদাবাদে অশান্তি! বিস্ফোরক মুখ্যমন্ত্রী

 ৪:৫০ PM     kolkata     No comments   

ওয়াকফ অশান্তির আঁচ থিতিয়ে যেতেই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এই অশান্তির দায় বিজেপির উপর চাপালেন তিনি। দাবি করলেন, প্রথম থেকে সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। তাতেই ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, পরিকল্পনামাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে। তবে শুধু মুখের কথাই নয়, সংবাদমাধ্যমের সামনে যাবতীয় প্রমাণ তুলে ধরবেন বলেও জানালেন তিনি। পাশাপাশি নাম না করে হিন্দু ধর্মস্থানের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের নিশানা করলেন মমতা। আগেই জানা গিয়েছিল, মুর্শিদাবাদ সফরে গিয়ে জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার-সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘটনাচক্রে দিন কয়েক আগেই এলাকা থেকে উধাও হয়ে গিয়েছেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রীরা। প্রথমে অপহরণের তত্ত্ব শোনা গেলেও পরে সল্টলেকে হদিশ মেলে তাঁদের। মুখ্যমন্ত্রী দেখা করবেন বলা সত্ত্বেও এলাকায় ফেরেননি তাঁরা। এই ঘটনার নেপথ্যে বিজেপি বলেই এদিন মুর্শিদাবাদের বহরমপুর থেকে তোপ দাগলেন মমতা। বললেন, "আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব কিন্তু তা তো হচ্ছে না। বিজেপি ওদের সরিয়ে নিয়েছে।"  প্রশ্ন তুললেন, "কেন এই লুকোচুরি? কী আড়াল করার চেষ্টা?" এরপরই বিজেপিকে নিশানা করে হুঙ্কার ছেড়ে মুখ্যমন্ত্রী বললেন, "সাম্প্রদায়িক অশান্তি যারা করে, আমরা তাঁদের ঘৃণা করি।" বহিরাগত তত্ত্বও শোনা গেল তাঁর গলায়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আগে বিস্তারিত খতিয়ে দেখা হবে, তারপর নির্দেশিকা; ওয়াকফ মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

 ৪:০৫ PM     kolkata     No comments   

 

সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল আগেই। সোমবার ছিল হাই ভোল্টেজ মামলার শুনানি। সংশোধিত আইনের বিশেষ কিছু ধারায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশে দেয় কিনা শীর্ষ আদালত, সেদিকে নজর ছিল গোটা দেশের। যদিও আপাতত কেন্দ্রের আর্জি মেনে কোনও নির্দেশিকাই দিল না আদালত। বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল, বিস্তারিত শোনার পরেই ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেওয়া হবে। সেই কারণেই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ১৫ মে, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জামিন মঞ্জুর হওয়ার পাঁচ দিন পর ফের গ্রেফতার চিন্ময়কৃষ্ণ!

 ১২:৩৬ PM     International     No comments   

কয়েকদিন আগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিল বাংলাদেশ হাইকোর্ট। এখনও তাঁর জেলমুক্তি হয়নি। 

এমন সময় চিন্ময়কৃষ্ণকে ফের গ্রেফতার করা হচ্ছে অন্য একটি মামলায়। চট্টগ্রাম আদালত তাঁকে 'শোন অ্যারেস্টের' (গ্রেফতার হওয়া ব্যক্তিকে আবার গ্রেফতার) নির্দেশ দিয়েছে। গত বছরের নভেম্বর মাসে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতচত্বরে অশান্তি হিংসাত্মক রূপ নিয়েছিল। সেই হিংসায় প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালতচত্বরে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় সাইফুলকে। সেই ঘটনাতেই এ বার চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদনই সোমবার গ্রাহ্য করলেন চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ। সোমবার এই সংক্রান্ত ভার্চুয়াল শুনানিতে 'শোন অ্যারেস্ট'-এর নির্দেশ দিয়েছেন তিনি। এই শুনানিতে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে ফের অস্ট্রেলিয়ার কাছে বিরাট ধাক্কা ভারতের!
    টি-২০ বিশ্বকাপে বেশ ভাল ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয়...
  • টি২০ ক্রিকেটকে বিদাইয়ের পরেই রোহিতের কথায় ফের জল্পনা!
      বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে মঞ্চেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর কয়েক ঘন্টা পরেই অবসর ঘোষণা করলেন রোহিত। সেই সঙ্গ...
  • বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম
    লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামে...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates