যুবভারতী কেলেঙ্কারি নিয়ে সোমবার রাতেই নবান্নের কাছে জমা পড়েছে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট। এর সঙ্গে প্রথামিক সুপারিশও। তার পরের দিনই যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা, অর্থাৎ ডিজিপি রাজীব কুমারকে শো কজ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শো কজ় করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রী অরূপেত ইস্তফা!
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
চাকরি হারান শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত!
নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে। বাড়ানো হোক চাকরি সময়সীমা। চলতি মাসের শেষ হচ্ছে আইনি জালে জড়ান শিক্ষকদের চাকরির মেয়াদ। আরও আট মাস বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট দ্বারস্থ পর্ষদ। ইতিমধ্যে শীর্ষ আদালতে আবেদন জমা করা হয়েছে। নিয়োগ সম্পন্ন হতে আরো কিছুটা সময় লেগে যাবে। মেয়াদ না বাড়ালে স্কুলের জন্য শিক্ষক পাওয়া যাবে না।
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
কংগ্রেস সাংসদ শশী থারুরকে ডি.লিট উপাধি দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়!
কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট লেখক শশী থারুরকে ডি.লিট উপাধি দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। নতুন বছরের ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ডিগ্রি প্রদানের অনুষ্ঠান হবে বিশেষ অতিথিদের নিয়ে।
প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারে না নাবালিকা: হাই কোর্ট
প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারে না নাবালিকা। নাবালিকার সম্মতি গ্রহণ করাও যায় না। পকসো মামলায় এমন পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। ঘটনাক সূত্রপাত কয়েক বছর আগে। জানা গিয়েছে, ২০১৪ সালে এক নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০১৬ সালে নাকি প্রেমিকের সঙ্গে সহবাস করে নাবালিকা। অভিযোগ, এরপর একাধিকবার নাবালিকার আপত্তি সত্ত্বেও তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে প্রেমিক। যার জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযোগ, বিষয়টা জানাজানি হতে পিতৃত্ব অস্বীকার করে অভিযুক্ত। এরপর নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দোষী প্রমাণিত হওয়ায় নাবালিকার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত।
চতুর্থ সেমিস্টারের পরীক্ষা; গাইডলাইন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের; পরীক্ষার নিয়মে বেশকিছু পরিবর্তন
১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রত্যেক পরীক্ষাই শুরু হবে প্রায় একই সময়ে। ফলে প্রশ্ন বন্টনের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, তাই ২০২৬ সালের পরীক্ষায় আলাদা আলাদা রঙের প্রশ্নের প্যাকেট পাঠাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রের প্যাকেট হবে সাদা, তৃতীয় সেমিস্টারের হলুদ, আর উচ্চ মাধ্যমিকে পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীদের জন্য পাঠানো হবে নীল রঙের প্যাকেট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এ বার চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের শুধু অনলাইন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। শিক্ষা সংসদ স্কুলগুলিকে অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাঠাবে।
নদিয়ার সভায় 'বঞ্চনা' নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উন্নয়ন ও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রচারের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি বঞ্চনার অভিযোগ তুলে ফের সুর চড়ালেন তিনি। ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনা - একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে জানিয়ে দিলেন, রাজ্যের আর দিল্লির 'ভিক্ষে'-র প্রয়োজন নেই।এদিন রাজ্যের নিজস্ব তহবিলে তৈরি প্রায় 20 হাজার কিলোমিটার নতুন 'পথশ্রী' রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে।






